pandya

ওয়েবডেস্ক: টি২০ সিরিজের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত। সারা ম্যাচেই আধিপত্য রেখে জয় পেয়েছেন উইলিমাসন, টেলররা। তবে ভারত জয় না পেলেও অনন্য নজির ছুঁয়ে ফেললেন ভারতের দুই ক্রিকেটার তথা দুই ভাই হার্দিক পাণ্ড্য এবং ক্রুনাল পাণ্ড্য।

ভারতের টি২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দুই ভাই বা সহোদর হিসাবে তাঁরা ভারতের জার্সিতে এক সঙ্গে আন্তর্জাতিক টি২০ ম্যাচে খেললেন। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই কৃতিত্ব গড়লেন তাঁরা।

আরও পড়ুন: প্রথম টি২০-তে নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ ভারতের

এর আগে প্রথম দুই ভাই হিসাবে ভারতের জার্সিতে এক সঙ্গে টি২০ খেলার নজির রয়েছে ইরফান পাঠান এবং ইউসুফ পাঠানের। ভারতের জার্সিতে মোট আটটি টি২০ ম্যাচ খেলেছেন ইরফান এবং ইউসুফ।

তবে সব ফরম্যাট মিলিয়ে ভারতের জার্সিতে পাণ্ড্য ভ্রাতৃদ্বয় হলেন তৃতীয় জুটি, যাঁরা দেশের জার্সিতে খেলছেন।

এর আগে মাহিন্দর অমরনাথ এবং সুরিন্দার অমরনাথ প্রথম ভ্রাতৃদ্বয় হিসাবে ভারতের জার্সিতে খেলেছিলেন। তবে তাঁরা মোট তিনটি এক দিনের ম্যাচ খেলেছেন।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন