খবর অনলাইন ডেস্ক: শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে গেল তারকা ক্রিকেটার হার্দিক পাণ্ড্য এবং তাঁর অভিনেত্রী স্ত্রী নাতাসা স্টানকোভিচের মধ্যে। বেশ কিছু দিন ধরে এ নিয়ে যে গুজব রটেছিল তার সত্যতা স্বীকার করেছেন হার্দিক।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম পোস্টে হার্দিক লিখেছেন, “চার বছর একসঙ্গে কাটানোর পর আমি আর নাতাসা পারস্পরিক বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” হার্দিক তাঁর পোস্টের কমেন্ট সেকশনটি নিষ্ক্রিয় করে দিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে হার্দিক বলেছেন, “আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং আমাদের সব কিছু দিয়েছি এবং আমরা বিশ্বাস করি, আমাদের দু’জনের স্বার্থে এটাই সবচেয়ে ভালো।”
“আমরা একটা পরিবার হিসাবে বেড়ে উঠেছি। আমরা আমাদের একসাথে থাকা উপভোগ করেছি, একে অপরের প্রতি শ্রদ্ধা পোষণ করেছি, একে অপরকে আনন্দ দিয়েছি। এর পরিপ্রেক্ষিতে আমাদের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন ছিল।”
পাণ্ড্য জানিয়েছেন, তিনি এবং নাতাসা দু’জনেই তাঁদের পুত্র অগস্ত্যকে বড়ো করে তুলবেন। পাণ্ড্য তাঁর বিবৃতিতে বলেছেন, “আমরা আশীর্বাদধন্য যে অগস্ত্যকে পেয়েছি। আমাদের দু’জনের জীবনের কেন্দ্রেই ও থাকবে। ওর খুশির জন্য আমরা যতটা করতে পারব তা করব এবং সেটা সুনিশ্চিত করতে দু’জনেই ওর বাবা-মা হিসাবে ওকে বড়ো করে তুলব।”
“এই কঠিন এবং সংবেদনশীল সময়ে আমাদের যে গোপনতা বজায় রাখা দরকার সেটুকু বোঝার মতো বোধ এবং সমর্থন আমরা আন্তরিকভাবে আপনাদের কাছে চাইছি”, ইনস্টাগ্রামে বলেছেন হার্দিক।
গত কয়েক মাস ধরেই হার্দিক আর নাতাসার বিচ্ছিন্ন হওয়ার গুজব জোর রটেছে। সার্বিয়ান মডেল তাঁর বিয়ের সমস্ত ছবি ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিয়েছিলেন এবং নিজের নাম থেকে ‘পাণ্ড্য’ পদবিটাও বাদ দিয়ে দিয়েছিলেন। পরে অবশ্য ইনস্টাগ্রামে তাঁর বিয়ের ছবি আবার দেন।
ইতিমধ্যে যাঁরা সব সময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন তাঁরা দেখান সাম্প্রতিক কালে দু’জনেই তাঁদের একে অপরের ছবি শেয়ার করছেন না। এমনকি ৪ মার্চ যে নাতাসার জন্মদিন গেল তা নিয়েও হার্দিক কোনো স্ট্যাটাস দিলেন না। এবং দেখা গেল আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স-এর খেলার সময় কখনোই হার্দিক তথা এমআই-কে সমর্থন করতে দেখা গেল না নাতাসাকে।
শেষ পর্যন্ত সেই গুজব সত্যি প্রমাণিত হল।
আরও পড়ুন
হার্দিক নয়, ভারত-শ্রীলঙ্কা টি২০ সিরিজে নেতৃত্ব দেবেন সূর্যকুমার, একদিনের ম্যাচে রোহিত