michael-holdingfinal

ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য হওয়া কোনো মুখের কথা নয়। ব্যাটসম্যান, বোলারদের থেকেও বেশি চাপ কিন্তু অলরাউন্ডারদের। ম্যাচের দুটি অর্ধেই তাদের সেরাটা দিতে হয়। এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজে ভরাডুবির মুখ দেখছে টিম ইন্ডিয়া। যার ফলে খুব চপের মধ্যেই যে রয়েছেন দলের প্রধান অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য, তা না বললেও চলবে। অনেকেই তাকে নতুন কপিল দেব আখ্যা দিয়েছিলেন। অবশ্য এখন সেসব অতীত। কিন্তু ভারতীয় দলের জার্সিতে ব্যর্থ হলে কড়া মন্তব্য তো আসবেই। ঠিক তেমনই হল।

hardikpandya600
হার্দিক পাণ্ড্য

আরও পড়ুন: টেস্টে বারবার ব্যর্থ, ব্যাটসম্যানদের ব্যর্থতার সুযোগে ফের দলে ঢোকার দাবি এই ক্রিকেটারের

এবার হার্দিক প্রসঙ্গে মুখ খুললেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার মাইকেল হোল্ডিং। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর বক্তব্য, “ভারতীয় ক্রিকেট দলের আক্রমণে এই মুহূর্তে ভারসাম্য নেই। এই মুহূর্তে তারা হার্দিক পাণ্ড্যকে অলরাউন্ডার হিসাবে খেলাচ্ছে বোলিংয়ের জন্য। তবে যখন ও বল করে তখন কার্যকর ভুমিকা নেয় না। যদি ও ভাল ব্যাটসম্যান হত তাহলে ৬০,৭০,৮০ ঠিকই করত। সঙ্গে ২-৩ উইকেটও। আমার মনে হয় না ও বল নিয়ে কিছু করে। আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধারাবাহিকতা নেই। দুটো ভাল বল করলেই হবে না, ব্যাটসম্যানদের চাপে রাখতে হবে। যেটা ওর মধ্যে নেই। প্রথম সারির বোলার হয়ে ওঠা বা অধিনায়ককে নির্ভরতা দেওয়া। আমি কোনোটাই ওর মধ্যে দেখতে পারছি না”।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন