Homeখেলাধুলোক্রিকেটবিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না:...

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

আজ রবিবার বিকেল ৩টেয় মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে একদিনের ম্যাচের বিশ্বকাপ ফাইনাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেমিফাইনালের সেই রোমাঞ্চকর জয়ের পর এখনও উত্তেজনা কাটেনি, কিন্তু অধিনায়ক হরমনপ্রীত কৌরের চোখে এখন একটাই লক্ষ্য — ফাইনাল জেতা।

প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে হরমনপ্রীতের মুখে কোনো হাসি নেই, কিন্তু তাঁর চোখে ফুটে উঠছে এক অদম্য জেদ। তিনি বলেন, “সেমিফাইনাল ছিল খুব চাপের এবং তীব্র এক ম্যাচ। সেই ম্যাচের পর মানসিকভাবে সতেজ থাকার দিকেই আমরা বেশি গুরুত্ব দিয়েছি। যতটা ফ্রেশ থাকা যাবে, ফাইনালের জন্য ততটাই ভালো হবে।”

তিনি আরও যোগ করেন, “আমরা বহু বছর ধরে এই জায়গায় পৌঁছোনোর জন্য পরিশ্রম করে আসছি। ব্যাটিং ক্যাম্প, টিম ক্যাম্প — সব জায়গাতেই আমরা দিনরাত অনুশীলন করেছি। তাই দক্ষতার দিক থেকে আমরা প্রস্তুত, এখন দরকার মানসিক সতেজতা ও পুনরুদ্ধার।”

ভারত এর আগে দু’বার একদিনের ম্যাচের বিশ্বকাপের ফাইনালে খেলেছে, কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে এটাই প্রথম ফাইনাল। তাই ম্যাচের মানসিক চাপও থাকবে প্রবল।

হরমনপ্রীত বলেন, “নিজেকে ভারসাম্যপূর্ণ রাখা, মনোযোগী থাকা — এটাই আসল চাবিকাঠি। আমরা মানসিকভাবে কীভাবে আরও শান্ত ও ফোকাসড থাকতে পারি, তা নিয়েও সেশন করেছি। ঘরের মাঠে, বিশ্বকাপের ফাইনাল — এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না। তাই আমরা এই মুহূর্তটা উপভোগ করতে চাই।”

তিনি জানান, বড় লক্ষ্য অর্জনের জন্য ছোট ছোট টার্গেট পূরণ করাই দলের মূল মন্ত্র। “ছোট লক্ষ্যগুলো অর্জন করতে পারলেই বড় লক্ষ্য নিজের জায়গা থেকে এসে যাবে।”

এবারের বিশ্বকাপে ভারতীয় দলের পথচলা ছিল বেশ ওঠানামার। সাতটি ম্যাচে মাত্র তিনটিতে জয় পেয়েছে তারা, তবুও সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছে দিয়েছে এক অদম্য লড়াইয়ের বার্তা।

শেষে অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, “বিশ্বকাপ ফাইনালের চেয়ে বড় কোনো প্রেরণা হতে পারে না। আমরা শুধু নিজেদের সেরাটা দিতে চাই, বাকিটা মাঠেই ঠিক হবে।”

আরও পড়ুন

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

বিশ্বজয়ী রিচা ঘোষকে সংবর্ধনা সিএবি-র, মুখ্যমন্ত্রী দিলেন ডেপুটি কমিশনার অফ পুলিশ-এর নিয়োগপত্র

খবর অনলাইন ডেস্ক: শনিবার ইডেন গার্ডেন্সে বাংলার প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে সংবর্ধনা দিল...

বৃষ্টিতে শেষ ম্যাচ পরিত্যক্ত, ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল ভারত

ভারত: ৫২-০ (৪.৫ ওভার) (অভিষেক শর্মা ২৩, শুভমন গিল ২৯) ম্যাচ পরিত্যক্ত ব্রিসবেন (অস্ট্রেলিয়া): ব্রিসবেনের গাব্বায়...

ওয়াশিংটন-অক্ষরের দাপটে সিরিজ ২-১ করল ভারত, চতুর্থ টি২০ ম্যাচে ধরাশায়ী অস্ট্রেলিয়া

ভারত: ১৬৭-৮ (শুভমন গিল ৪৬, অভিষেক শর্মা ২৮, নাথান এলিস ৩-২১, অ্যাডাম জাম্পা ৩-৪৫) অস্ট্রেলিয়া:...