Home খেলাধুলো ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না:...

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

আজ রবিবার বিকেল ৩টেয় মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে একদিনের ম্যাচের বিশ্বকাপ ফাইনাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।

দুই দলের অধিনায়ক। ছবি ICC 'X' থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেমিফাইনালের সেই রোমাঞ্চকর জয়ের পর এখনও উত্তেজনা কাটেনি, কিন্তু অধিনায়ক হরমনপ্রীত কৌরের চোখে এখন একটাই লক্ষ্য — ফাইনাল জেতা।

প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে হরমনপ্রীতের মুখে কোনো হাসি নেই, কিন্তু তাঁর চোখে ফুটে উঠছে এক অদম্য জেদ। তিনি বলেন, “সেমিফাইনাল ছিল খুব চাপের এবং তীব্র এক ম্যাচ। সেই ম্যাচের পর মানসিকভাবে সতেজ থাকার দিকেই আমরা বেশি গুরুত্ব দিয়েছি। যতটা ফ্রেশ থাকা যাবে, ফাইনালের জন্য ততটাই ভালো হবে।”

তিনি আরও যোগ করেন, “আমরা বহু বছর ধরে এই জায়গায় পৌঁছোনোর জন্য পরিশ্রম করে আসছি। ব্যাটিং ক্যাম্প, টিম ক্যাম্প — সব জায়গাতেই আমরা দিনরাত অনুশীলন করেছি। তাই দক্ষতার দিক থেকে আমরা প্রস্তুত, এখন দরকার মানসিক সতেজতা ও পুনরুদ্ধার।”

ভারত এর আগে দু’বার একদিনের ম্যাচের বিশ্বকাপের ফাইনালে খেলেছে, কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে এটাই প্রথম ফাইনাল। তাই ম্যাচের মানসিক চাপও থাকবে প্রবল।

হরমনপ্রীত বলেন, “নিজেকে ভারসাম্যপূর্ণ রাখা, মনোযোগী থাকা — এটাই আসল চাবিকাঠি। আমরা মানসিকভাবে কীভাবে আরও শান্ত ও ফোকাসড থাকতে পারি, তা নিয়েও সেশন করেছি। ঘরের মাঠে, বিশ্বকাপের ফাইনাল — এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না। তাই আমরা এই মুহূর্তটা উপভোগ করতে চাই।”

তিনি জানান, বড় লক্ষ্য অর্জনের জন্য ছোট ছোট টার্গেট পূরণ করাই দলের মূল মন্ত্র। “ছোট লক্ষ্যগুলো অর্জন করতে পারলেই বড় লক্ষ্য নিজের জায়গা থেকে এসে যাবে।”

এবারের বিশ্বকাপে ভারতীয় দলের পথচলা ছিল বেশ ওঠানামার। সাতটি ম্যাচে মাত্র তিনটিতে জয় পেয়েছে তারা, তবুও সেমিফাইনাল ও ফাইনালে পৌঁছে দিয়েছে এক অদম্য লড়াইয়ের বার্তা।

শেষে অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, “বিশ্বকাপ ফাইনালের চেয়ে বড় কোনো প্রেরণা হতে পারে না। আমরা শুধু নিজেদের সেরাটা দিতে চাই, বাকিটা মাঠেই ঠিক হবে।”

আরও পড়ুন

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version