hardik

ওয়েবডেস্ক: এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। বর্তমানে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত ভারত । তবে এশিয়া কাপে চোট পাওয়ার ফলে এই সিরিজে দলে নেই হার্দিক। শুশ্রূষার মধ্যে রয়েছেন তিনি।

আরও পড়ুন: এই তারকা খেলোয়াড়কে দলে নিতে চায় বার্সেলোনা

তবে এরই মাঝে বৃহস্পতিবার নিজের জন্মদিন পালন করলেন তিনি। ২৫ বছরে পা দিলেন এই তরুণ ভবিষ্যৎ। জন্মদিনে শুভেচ্ছা পাবেন সেটাই স্বাভাবিক। তবে এই ক্ষেত্রে বাকিদের থেকে তাঁকে কিছুটা চমকে দিলেন জাতীয় দলে তাঁর সতীর্থ তথা আইপিএলে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। আমাদের অনেকেরই জানা পোশাকআশাকের ব্যাপারে হার্দিকের স্টাইল বরাবরই একটু অন্য ধাঁচের। আর সেই বিষয়টিকে মাথায় রেখে জন্মদিনে হার্দিককে একটু ট্রোল রোহিতের।

rohit600

টুইটারে একটি ছবি পোস্ট করে রোহিত জানান, “আশা করছি তুমি তাড়াতাড়ি মাঠে ফিরবে। এবং এও আশা রাখছি জামাকাপড় কিনে দেওয়ার জন্য একজন ভাল লোক পাবে। সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা”।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন