india

ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামছে ভারত। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড সিরিজ এখন অতীত। অস্ট্রেলিয়া সিরিজের আগে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নিজেদের তৈরি করে নিতে চায় ভারত। টেস্টের ইতিহাসে এখনও পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১২ বার। ভারত জিতেছে ৮ বার। বাকি দু’টি ড্র। অবশ্য শেষ কয়েক দশকে ভারতের দিকে পাল্লা ভারী।

আরও পড়ুন: অধিনায়ক হিসাবে পরপর পয়েন্ট নষ্ট নিয়ে মন্তব্য মেসির

বর্তমানে বেশির ভাগ ভারতীয় ক্রিকেটারের কাছে এটি পঞ্চম সিরিজ হতে চলেছে। এর আগে চারটেতেই জয় পেয়েছে ভারত।

দেখে নিন ভারতের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পারফরমেন্স:

১। বিরাট কোহলি

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তাঁর রেকর্ড খুব একটা আশাপ্রদ নয়। ১০ টেস্টে ৫০২ রান। গড় ৩৮.৬১। তবে টেস্টের প্রথম দ্বিশতরান ২০১৬ সালেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিলেন তিনি। একই সঙ্গে ২৫১ রান করে শীর্ষ রানাধিকারীও হয়েছিলেন।

২। চেতেশ্বর পুজারা

ওয়েস্ট ইন্দিজের বিরুদ্ধে শেষ দু’টি টেস্টে দলে ছিলেন। ছ’টির মধ্যে পাঁচটি ম্যাচ খেলেছিলেন। ২০১৩ সালে দুই টেস্টে ১৩০ রান করেন। তবে ২০১৬-য় তিন টেস্টে ৬২ রান। এ বার পারফরমেন্স বদলাতে চান তিনি।

৩। অজিঙ্কা রাহানে

২০১৬ সালের সিরিজে ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন। বিরাট কোহলির পর দ্বিতীয় সর্বোচ্চ রান করেছিলেন । ২৪৩। এ বার ঘরের মাঠেও সেরাটা দিতে চান।

৪। কে এল রাহুল

২০১৬ সিরিজে তৃতীয় সর্বোচ্চ রানাধিকারী হয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে শতরান করেছেন। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সেই ধারাবাহিকতা ধরে রাখতে বদ্ধপরিকর তিনি।

 ৫। রবিচন্দ্রন অশ্বিন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চারটি শতরান রয়েছে তাঁর। নয় ইনিংসে ৫১০ রান। একই সঙ্গে বল হাতে ৫১ উইকেট নয় টেস্টে। চার বার পাঁচ উইকেট।

৬। মহম্মদ সামি

২০১৬ সিরিজে সেরা পেস বোলার ছিলেন তিনি। ১১ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন। ঘরের মাঠেও তাঁর রেকর্ড দেখার মতো। ২০১৩ সালে দুই টেস্টে ১১ উইকেট।

৭। উমেশ যাদব

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সামির পর যাঁর দিকে নজর থাকবে তিনি উমেশ। ২০১৬ সিরিজে মাত্র পাঁচটি উইকেট পেয়েছিলেন। দু’টি টেস্টে। ২০১৩ সালে দলে ছিলেন না।

৮। রবীন্দ্র জাডেজা

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারতের অন্যতম প্রধান খেলোয়াড় ছিলেন। ঘরের মাঠে টেস্ট সিরিজেও সেই ধারা অব্যাহত রাখতে চান। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২০১৬ সালে মাত্র একটি টেস্ট খেলেছিলেন। নিয়েছিলেন তিন উইকেট।

প্রথম দলে যদি সুযোগ পান তা হলে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবেন হনুমা বিহারী, ঋষভ পন্থ, কুলদীপ যাদব। অন্য দিকে পৃথ্বী শ, মায়াঙ্ক অগ্রবাল, মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরদের এখনও টেস্ট অভিষেক হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন