cric

ওয়েবডেস্ক: ভারতের জাতীয় দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার, পেস বোলার ইশান্ত শর্মা। গত ১১ বছর ভারতের জার্সিতে দেশের হয়ে অনেক ভালো, খারাপ মুহূর্তের সম্মুখীন হয়েছেন তিনি। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ খেলতে গিয়েছেন। তবে এরই মাঝে আক্ষেপের সুর শোনা গেল তাঁর মুখে। শুধু একটি ফরম্যাটে নয়, ক্রিকেটের তিন ধরনের ফরম্যাটেই খেলতে চান তিনি।

ishant

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ইশান্ত বলেন, “লিমিটেড ওভারের ক্রিকেটে সুযোগ না পাওয়াটা দুঃখ দেয়। লিমিটেড ওভারে সুযোগ না পাওয়াটা খারাপ লাগে। আমি তিন ফরম্যাটেই খেলতে চাই। তবে নিজেকে কন্ট্রোল করতে পারি না। হতাশ হয়ে যদি ভাবি যে আমি শুধু টেস্ট ক্রিকেটার তাহলে সেটা আমার টেস্ট ক্রিকেটকে প্রভাবিত করবে”।

শুধু তাই নয় অস্ট্রেলিয়া সফর নিয়ে ইশান্ত বলেন, “এই মুহূর্তে আমার বয়স ৩০। আমি জানি না পরবর্তী ট্যুরে আমি থাকব কি না। কারণ তখন আমার বয়স ৩৪ হবে। আমার যা আছে আমি পুরোটাই দেওয়ার চেষ্টা করব। যাই হোক আমি সেরাটা দেওয়ারই চেষ্টা করব। কেন না এক বার ব্যর্থ হলে জাতীয় দলের জার্সিতে দ্বিতীয়বার সুযোগ পাওয়া যায় না”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here