ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দলে ফিরেই শতরান করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এশিয়া কাপে বিশ্রামে ছিলেন। দলে ফিরেই নিজের ছন্দ দেখাতে শুরু করে দিয়েছেন। যার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে সেরে ফেলেন ৬০তম শতরান। তাঁর পারফরমেন্স নিয়ে নতুন কিছু বলার নেই। তবে ম্যাচের পর নিজের বক্তব্যে সবাইকে চমকে দিলেন বিরাট।
তিনি জানান, “ক্রিকেটকে ভালো করে উপভোগ করার জন্য কেরিয়ারে আমার আর মাত্র কয়েক বছর বাকি আছে। দেশের জার্সিতে খেলা সবসময় গর্বের এবং সম্মানের। আপনি কোনো ম্যাচই হালকা ভাবে নিতে পারেন না। তোমাকে খেলার প্রতি সবসময় সৎ থাকতে হবে। তখন খেলাও তোমাকে কিছু ফেরত দেবে”।
তবে কোহলির বেশিদিন আর ক্রিকেটে না থাকার কথা কিন্তু সবাই মেনে নিতে পারেনি। রীতিমতো টুইট আসে তাঁর এই কথার জন্য। অনেকে জানান, “দাদা এমন কথা বলো না যে ক্রিকেটে তোমার বেশি বছর বাকি নেই। তুমি ২০৩১ বিশ্বকাপ পর্যন্ত খেলবে। তোমাকে ছাড়া ক্রিকেট ভাবতে পারিনা ”।
আরেক টুইটে বলা হয়, “কাম ওন চ্যাম্প, এমন কথা বলো না। জানিনা সেই দিনটার মুখোমুখি কেমন ভাবে হব”।