amirkhan

ওয়েবডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যে কোনো ম্যাচ হারলে সমালোচনার মধ্যে পড়তে হয়। রবিবার বিশ্বকাপের বড়ো ম্যাচে ভারতের কাছে হেরে পাকিস্তানের হালও ঠিক এক। তবে তাদের সেই হারের বদলা নিতে প্রস্তুত একজন। তিনি পাক-বংশোদ্ভূত ব্রিটিশ বক্সার আমির খান।

আগামী ১২ জুলাই সৌদি আরবের জেড্ডায় ভারতীয় বক্সার নীরাজ গোয়াটের বিরুদ্ধে ওয়েলটার-ওয়েটের একটি নকআউট ম্যাচে নামবেন তিনি। আর সেখানেই তাঁকে হারাতে চান আমির।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, “পাকিস্তান ভারতের কাছে হেরেছে। ১২ জুলাই ভারতের নীরাজ গোয়াটকে হারিয়ে তা ফিরিয়ে দেবো”।

শুধু তাই নয় বিশ্বকাপে পাকিস্তান দলের ফিটনেস নিয়েও কথা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে বক্সার আমির খান জানান, “পাকিস্তান দলকে ফিটনেস নিয়ে সাহায্য করতে পারলে ভালো লাগবে। কী ভাবে খাবার, ডায়েট, ট্রেনিং করতে হবে সেই সব নিয়ে। দলে প্রতিভা আছে তবে তা ঠিক মতো কাজে লাগাতে হবে”।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here