jadejafinal

ওয়েবডেস্ক: ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় রবীন্দ্র জাডেজা। ২৯ বয়সি এই অলরাউন্ডার এই মুহূর্তে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সদস্য। যদিও প্রথম টেস্টে দলে তাঁর সুযোগ হয়নি। কিন্তু তিনি মুখিয়ে আছেন নিজেকে প্রমাণ করার জন্য। গত কয়েক বছর ধরে ভারতকে বহু সাফল্য এনে দিয়েছেন তিনি। ব্যাটিং, বোলিং এবং সর্বোপরি ফিল্ডিং, সবেতেই নিজের ছাপ রেখেছেন। একই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় মুখ তিনি।

আরও পড়ুন: ৬ উইকেট নিয়েও লর্ডস টেস্টে ইংল্যান্ড দল থেকে বাদ স্টোকস, কারণ জানলে অবাক হবেন!

সেই জাডেজাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে পাওয়া গিয়েছিল। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় কখনও যদি আপনাকে নিয়ে বায়োপিক হয় তা হলে কোন বলিউড অভিনেতাকে দেখতে চান? উত্তরে স্যার জাডেজার বক্তব্য ‘ইমরান হাসমি’।

emraanhashmi600
ইমরান হাসমি

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারুদ্দিনকে নিয়ে ‘আজহার’ বায়োপিক করেছিলেন ইমরান হাসমি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন