icc investigation

ওয়েবডেস্ক: একজন ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে এগিয়ে এসে বল ছেড়ে দিলেন, উইকেটকিপার সহজেই তাঁকে স্টাম্পড করলেন, ক্রিজে ফেরার কোনো চেষ্টাই দেখালেন না ব্যাটসম্যান। অন্য একজনকে দেখে মনে হল নিজের ইচ্ছেতেই রান আউট হয়ে গেলেন তিনি।

না কোনো পাড়ার ক্রিকেট নয়। এই ঘটনাগুলি ঘটেছে আইসিসি স্বীকৃত একটি টুর্নামেন্টে। সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ড আয়োজিত এই টুর্নামেন্টে ম্যাচ চলছিল দুবাই স্টার্স এবং শারজা ওয়ারিয়র্সের মধ্যে। ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪৬ রানেই বান্ডিল হয়ে যায় শারজা। সব থেকে চমকপ্রদ ব্যাপার, এই ম্যাচে বেশির ভাগ ব্যাটসম্যানই হয় রান আউট হয়েছেন বা স্টাম্পড হয়েছেন।

ম্যাচের ভিডিও দেখলে আপনি চমকে যেতে বাধ্য।

এ বার দেখে নিন এই ম্যাচ নিয়ে করা কিছু টুইট।

এই ভিডিও দেখেই গড়াপেটার গন্ধ পেয়েছে আইসিসি। সেই গড়াপেটার যে তদন্ত হবে সে ব্যাপারে একটি বিবৃতি পেশ করেছেন আইসিসির দুর্নীতি বিরোধী শাখার প্রধান আলেক্স মার্শাল। সেই বিবৃতিতে বলা হয়েছে, “আমিরশাহির ওই টুর্নামেন্টের দুবাই বনাম শারজা ম্যাচের তদন্ত চলছে। ক্রিকেটের সততা বজায় রাখার জন্য আইসিসি বদ্ধপরিকর।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here