আইসিসির নতুন ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে তিনি এই উন্নতি করেছেন। যদিও ফাইনালের আগে চার ম্যাচে মাত্র ১০৪ রান করেছিলেন, তবে ফাইনালের লড়াইয়ে গুরুত্বপূর্ণ সময়ে দলকে এগিয়ে নিয়ে যান রোহিত। অন্যদিকে, ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি দুই ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে নেমে গেছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করলেও ফাইনালে ব্যর্থ হন বিরাট। মাত্র ১ রান করেই আউট হয়ে যান তিনি। তবে শীর্ষ পাঁচের মধ্যেই রয়েছেন ভারতীয় তারকা।
পাকিস্তানের বাবর আজম দ্বিতীয় স্থানে নিজের অবস্থান ধরে রেখেছেন, আর ভারতের শুবমন গিল এখনও এক নম্বরে রয়েছেন। শীর্ষ তিন ব্যাটসম্যানের মধ্যে মাত্র ১৪ রেটিং পয়েন্টের পার্থক্য রয়েছে। গিলের পয়েন্ট ৭৮৪, বাবরের ৭৭০ এবং রোহিতের ৭৫৬।
অন্য ব্যাটসম্যানদের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া রাচিন রবীন্দ্র ১৪ ধাপ এগিয়ে ১৪তম স্থানে পৌঁছেছেন। মাত্র চার ম্যাচ খেলে দুটি শতরানসহ ২৬৩ রান করেছিলেন তিনি, যা তাঁকে বড়সড় উন্নতি করতে সাহায্য করেছে।
নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস অসাধারণ ফিল্ডিংয়ের জন্য চর্চায় উঠে এসেছেন। ছয় ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, যিনি সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন, পাঁচ ধাপ এগিয়ে ২৬তম স্থানে এসেছেন।
ভারতের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে কেএল রাহুল একমাত্র ব্যাটসম্যান যিনি শীর্ষ দশের বাইরে রয়ে গেছেন। তিনি এক ধাপ পিছিয়ে ১৬তম স্থানে নেমে গেছেন। তবে সেমিফাইনাল ও ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে ফিনিশারের ভূমিকায় অবদান রাখেন তিনি। অন্যদিকে, ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া শ্রেয়স আইয়ার অষ্টম স্থান ধরে রেখেছেন।