Homeখেলাধুলোক্রিকেটআইসিসি র‍্যাঙ্কিং: ওডিআই-তে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হলেন শুবমন গিল, শেষ হল...

আইসিসি র‍্যাঙ্কিং: ওডিআই-তে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান হলেন শুবমন গিল, শেষ হল বাবর আজমের আধিপত্য

প্রকাশিত

আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে নতুন বিশ্বসেরা ব্যাটসম্যান হিসেবে উঠে এলেন ভারতের ওপেনার শুবমন গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমকে পিছনে ফেললেন।

গিল এই সিরিজে ২৫৯ রান করেছেন, গড় ৮৬.৩৩, স্ট্রাইক রেট ১০৩.৬। অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একটি শতরান ও দুটি অর্ধশতরান করেন তিনি। তার ফলে আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে ৭৯৬ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থানে উঠে এসেছেন। বাবরের থেকে তিনি ২৩ পয়েন্ট এগিয়ে আছেন।

এই নিয়ে এ ধরনের ঘটনা দ্বিতীয় বার ঘটল যখন গিল বাবরকে টপকে শীর্ষস্থান দখল করলেন। এর আগে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে তিনিই এক নম্বরে উঠেছিলেন। তবে ১৯ ফেব্রুয়ারি শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফরম্যান্স করলে বাবরের কাছে আবার শীর্ষস্থান ফিরে পাওয়ার সুযোগ রয়েছে।

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন, গিলের থেকে ৪৫ পয়েন্ট পিছিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে কম রানে আউট হলেও দ্বিতীয় ওডিআই-তে শতরান করেছিলেন তিনি। অন্যদিকে, শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা প্রথম ওডিআই-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান ও পরের ম্যাচে অর্ধশতরান করে আট ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন। হেনরিক ক্লাসেন ও ড্যারিল মিচেল শীর্ষ পাঁচে রয়েছেন, আর ভারতের শ্রেয়াস আইয়ার এক ধাপ উঠে নবম স্থানে পৌঁছেছেন। পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরানের সুবাদে ছয় ধাপ উঠে ১৫ নম্বরে এসেছেন।

বোলারদের মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছেন মাহিশ থিকশানা, যিনি আফগানিস্তানের রশিদ খানকে পিছনে ফেলেছেন। নিউজিল্যান্ডের ওয়ানডে অধিনায়ক মিচেল স্যান্টনার পাঁচ ধাপ উঠে সপ্তম স্থানে পৌঁছেছেন।

এই র‍্যাঙ্কিংয়ে আরও পরিবর্তন আসতে পারে, কারণ পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহিতে বুধবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...

আইপিএল ২০২৫: ফাইনালে গেল বেঙ্গালুরু, ভাগ্য ঝুলে রইল পঞ্জাবের

পঞ্জাব কিংস: ১০১ (১৪.১ ওভার) (মার্কাস স্টয়নিস ২৬, সুযশ শর্মা ৩-১৭, জোশ হ্যাজলউড ৩-২১,...

আইপিএল ২০২৫: পারল না দিল্লি, সূর্যকুমারের ব্যাট আর স্যান্টনার-বুমরাহের বল প্লে অফে নিয়ে গেল মুম্বইকে   

মুম্বই ইন্ডিয়ান্স: ১৮০-৫ (সূর্যকুমার যাদব ৭৩ নট আউট, নমন ধীর ২৪ নট আউট, মুকেশ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে