ওয়েবডেস্ক: রাহুল দ্রাবিড়ের কোচিং-এ ভারতের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সোনার দৌড় চলছেই। এবার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে ১৩১ রানে দুমড়ে দিয়ে সেমিফাইনালে উঠে গেল ভারত। ৩০ জানুয়ারি সেমিফাইনালে ভারতের মুখোমুখি পাকিস্তান। অন্য সেমিফাইনালে অস্ট্রেলিয়া মুখোমুখি হবে আফগানিস্তানের।
এদিন শুরুতে ব্যাট করে ৪৯.২ ওভারে ২৬৫ রান করে ভারত। শুভম গিল করেন ৮৬ রান। রান তাড়া করতে নেমে শিভম মাহি ও কমলেশ নাগারকোটির দাপটে ১৩৪ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। এদিনও এক নাগাড়ে ১৪০ কিমি বেগে বল করে নজর কাড়েন নাগারকোটি।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এর আগে ৯ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। পাকিস্তান জিতেছে ৫ বার, ভারত ৩ বার। ২০১২ সালের বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়েছিল ভারত। সে বার শেষ অবধি ভারত বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছিল।
দেখা যাক এ বার কী হয়।