ওয়েবডেস্ক: দীনেশ কার্তিকের শেষ বলে ছয়ের দাপটে ভারতের নিদাহাস ট্র্ফি জয় এখন ইতিহাস। কিন্তু একই সঙ্গে রবিবার আরও বেশি কিছু রেকর্ডও করে ফেলল ভারতীয় ক্রিকেট। চলুন দেখে নেওয়া যাক রেকর্ডগুলো-
১. রবিবারের জয়ের ফলে ৯৯টি টি২০ ম্যাচ খেলে ৬১টি ম্যাচে জয় পেল ভারত। এই ফর্ম্যাটের ক্রিকেটে মোট জয়ের সংখ্যায় দ্বিতীয় স্থানে উঠে এল ভারত। ছাপিয়ে গেল দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়ারা ১০৩ট্ ম্যাচ খেলে ৬০টিতে জিতেছে। এক নম্বরে রয়েছে পাকিস্তান। তাঁরা ১২৩টি ম্যাচ খেলে ৭৪টিতে জিতেছে।
২. নিদাহাস জয়ের ফলে তিনটি টি২০ টুর্নামেন্ট জেতা হয়ে গেল ভারতের। আর কোনো দেশ এতগুলি টি২০ প্রতিযোগিতা জেতেনি।
৩. ইতিহাসে ঢুকে গেলেন দিনেশ কার্তিক। তিনিই হলেন প্রথম ব্যাটসম্যান, যিনি জয়ের জন্য ৫ বা তার চেয়ে বেশি রান বাকি থাকা অবস্থায় ছক্কা মেরে দলকে জেতালেন।
৪. রোহিত শর্মা হলেন তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান, যিনি টি২০ ক্রিকেটে ৭০০০ রান করলেন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।