কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরেই ইডেনের সবুজ মাঠে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আনন্দনগরীর ইডেন গার্ডেন্সে।
বুধবারের ম্যাচের জন্য ভারত আর ইংল্যান্ড, দু’টি দলই প্রস্তুত। দুটি দলই শনিবার কলকাতায় পৌঁছে গিয়েছে এবং অনুশীলনও শুরু করে দিয়েছে। মঙ্গলবারও তার ব্যত্য্য হয়নি। নিজেদের সঠিক ভাবে তৈরি কোর্টে ম্যাচের ঠিক আগের দিনে ইডেনের মাটিতে দুই দলই অনুশীলনে নেমেছিল।

সাংবাদিক সম্মেলনে সূর্যকুমার যাদব।
ভারতের অনুশীলনের সময়ে মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। পিচের সামনে শ্রীনাথকে হার্দিক পাণ্ড্যর সঙ্গে বেশ কিছু সময় আলোচনা করতে দেখা যায়।
মঙ্গলবার সন্ধ্যায় ইডেন কনফারেন্স রুমে এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, ইডেনের উইকেট বরাবরই হাই স্কোরিং উইকেট। মাঠে ঘাস উঠলে খেলা অবশ্যই ভালো হবে। দলে মোহাম্মদ শামির ফিরে আসা সম্পর্কে সূর্যকুমার বললেন, শামি দলে যোগদান করায় দলের সামঞ্জস্যতা আরও অনেকটাই বেড়েছে। ওর অভিজ্ঞতা দলের কাজে লাগবে।
ছবি: সঞ্জয় হাজরা