virat kohli

ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে শোচনীয় পারফরমেন্স হয়েছে ভারতীয় দলে। চলতি বছরের শেষেই ক্রিকেটের আরও এক শক্তিশালী দেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‘অ্যাওয়ে সিরিজে’ মুখোমুখি হবে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার ফাস্ট বাউন্সি পিচে বিপক্ষকে আটকে দেওয়া অতটা সহজ নয়। ফলে এখন থেকেই সেই প্রস্তুতি নিতে চায় ভারত। যার কারণে চলতি মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’টেস্টের সিরিজকে পাখির চোখ করছে তাঁরা।

আরও পড়ুন: টেস্টে করুণ নায়ারের বাদ পড়া নিয়ে বিতর্ক অব্যাহত, এবার মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই দুই টেস্টের জন্য বাউন্সি পিচ চেয়েছে। যাতে অস্ট্রেলিয়ার পিচে খেলার আগে নিজেদেরকে এমন পরিস্থিতিতে আরও ভালো করে তৈরি করা যায়। ভারতীয় ক্রিকেট বোর্ডও ইতিমধ্যেই তাঁদের দুই পিচ কিউরেটরকে রাজকোট পাঠিয়ে দিয়েছে, যেখানে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন