ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চূড়ান্ত সূচি ঘোষিত, বক্সিং ডে’র টেস্টে স্টেডিয়ামে ফিরতে পারেন দর্শকরা

0

খবরঅনলাইন ডেস্ক: দরকার ছিল অস্ট্রেলিয়া সরকারের চূড়ান্ত সম্মতি। সেটা মিলতেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। এর থেকেও বড়ো কথা হল, সব কিছু ঠিকঠাক চললে বক্সিং ডে’র টেস্টে মেলবোর্নের মাঠে ফিরতে পারেন দর্শকরাও। এমনই ইঙ্গিত মিলেছে ভিক্টোরিয়া প্রদেশের সরকারের তরফে।

সিরিজের তিনটে একদিনের ম্যাচ এবং তিনটে টি২০ ম্যাচ সিডনি আর ক্যানবেরায় হওয়ার কথা। সেই অনুযায়ী ২৭ নভেম্বর সিডনিতে অনুষ্ঠিত হবে প্রথম এক দিনের ম্যাচ। এর পর, ২৯ নভেম্বর দ্বিতীয় এক দিনের ম্যাচও হবে সিডনিতে। সিরিজের শেষ এক দিনের ম্যাচ ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ক্যানবেরায়।

ঠিক দু’ দিন পর শুরু হবে টি২০ সিরিজ। ৪ ডিসেম্বরে প্রথম ম্যাচ ক্যানবেরায়। তার পর ফের সিডনিতে যাবে বিরাটবাহিনী। সেখানে সিরিজের শেষ দুটি ম্যাচ ৬ এবং ৮ নভেম্বর।

সাম্প্রতিক কালে অ্যাডেলেডে দিন রাতের টেস্ট আয়োজিত হচ্ছে। এ বারও সেই প্রথাই বহাল থাকছে। টেস্ট সিরিজের প্রথম ম্যাচই হবে দিন রাতের। সেটা শুরু ১৭ ডিসেম্বর থেকে, অ্যাডেলেডে।

২৬ ডিসেম্বরে বক্সিং ডে’র টেস্ট মেলবোর্নেই অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় করোনার আঁতুড়ঘর হয়ে উঠেছিল এই মেলবোর্নই। তাই সেখানে আদৌ টেস্ট আয়োজন করা সম্ভব কি না, সেই প্রশ্নও উঠতে শুরু করেছিল। তবে পরিস্থিতির এতটাই উন্নতি হয়েছে, গত কয়েক দিনে একজনও নতুন করে কোভিডে আক্রান্ত হননি এই শহরে। তার পরেই টেস্ট ম্যাচটি মেলবোর্নেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, অল্প সংখ্যক হলেও এই টেস্টে বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দর্শক ঢোকানো হবে বলেও জানানো হয়েছে।

এর পর প্রথামাফিক নিউ ইয়ার্স টেস্ট হবে সিডনিতে। ৩ জানুয়ারি থেকে শুরু হবে এই টেস্ট। গ্লেন ম্যাকগ্রার প্রয়াত স্ত্রী জেনের স্মৃতির উদ্দেশে এবং ক্যানসার নিয়ে সচেতনতার জন্য এই টেস্টকে পিঙ্ক টেস্টও বলা হয়। সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে ১৫ জানুয়ারি থেকে ব্রিসবেনে।

টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় দল একটি প্রস্তুতি ম্যাচও খেলবে। ১১ থেকে ১৩ ডিসেম্বর সিডনিতে নৈশালকে সেই প্রস্তুতি ম্যাচটি হবে।

খবরঅনলাইনে আরও পড়তে পারেন

রোহিতে রহস্য! চোটের জন্য অস্ট্রেলিয়াগামী দল থেকে বাদ পড়লেও, মুম্বইয়ের অনুশীলনে ‘হিটম্যান’

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন