Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: রোহিতের রুদ্র মূর্তি, অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে সেমিফাইনালে...

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: রোহিতের রুদ্র মূর্তি, অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে সেমিফাইনালে ভারত   

প্রকাশিত

ভারত: ২০২৫-৫ (রোহিত শর্মা ৯২, সূর্যকুমার যাদব ৩১, মিশেল স্টার্ক ২-৪৫, মার্কাস স্টয়নিস ২-৫৬)

অস্ট্রেলিয়া: ১৮১-৭ (ট্র্যাভিস হেড ৭৬, মিশেল মার্শ ৩৭, অর্শদীপ সিং ৩-৩৭, কুলদীপ যাদব ২-২৪)  

খবর অনলাইন ডেস্ক: গ্রুপ ‘১’-এর পর পর ৩টি ম্যাচ জিতে এবারের টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে চলে গেল ভারত। সোমবার সেন্ট লুসিয়ার ডারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত ম্যাচে তারা অস্ট্রেলিয়াকে হারাল ২৪ রানে। মূলত অধিনায়ক রোহিত শর্মার মারকুটে ব্যাটিংয়ের সুবাদে ভারত পেরিয়ে যায় ২০০-র গণ্ডি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ভারত পৌঁছোয় ৫ উইকেটে ২০৫ রানে। জবাবে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১৮১ করে ইনিংস শেষ করে। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন রোহিত শর্মা।

গ্রুপ ‘১’ থেকে আর কোন দেশ সেমিফাইনালে যা তা ঠিক হবে ভারতীয় সময় মঙ্গলবার সকালে আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচের উপরে। সোমবার অস্ট্রেলিয়ার পরাজয়ের পর আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া, দুটি দেশই ২ পয়েন্টে রয়েছে। আফগানিস্তান যদি বাংলাদেশকে হারিয়ে দিতে পারে তা হলে তারাই সেমিফাইনালে চলে যাবে।   

মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস রোহিতের

সোমবার টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। শুরুটা কিন্তু ভালো হয়নি ভারতের। মাত্র ৬ রানের মাথায় বিদায় নেন বিরাট কোহলি। নিজের খাতা খোলার আগেই জোশ হ্যাজলউডের বলে টিম ডেভিডকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গী হন ঋষভ পন্থ। কিন্তু এর পরেই রোহিতকে একেবারে অন্য মূর্তিতে দেখা যায়, যে মূর্তিতে তাঁকে সচরাচর দেখা যায় না। মারকুটে রোহিত। মূলত তাঁরই ব্যাটিংয়ের জোরে ভারত দ্রুত এগোতে থাকে। দ্বিতীয় উইকেটের জুটিতে যোগ হয় ৮৭ রান। তার মধ্যে ঋষভের অবদান মাত্র ১৫। ঋষভকে তুলে নেন মার্কাস স্টয়নিস। এবার রোহিতের সঙ্গী হন সূর্যকুমার যাদব।

দলের ১২৭ রানের মাথায় বিদায় নেন রোহিত। মিশেল স্টার্কের বলে যখন তিনি বোল্ড হন তখন স্কোরবোর্ডে তাঁর নামের পাশে ৯২ রান। ৪১ বলে তোলা এই ৯২ রানে ছিল ৮টা ছয় আর ৭টা চার। এর পর সূর্যকুমার যাদব (১৬ বলে ৩১ রান), শিবম দুবে (২২ বলে ২৮ রান) এবং হার্দিক পাণ্ড্যর (১৭ বলে ২৭ নট আউট) ব্যাটিংয়ের জোরে ভারত পৌঁছে যায় ৫ উইকেটে ২০৫ রানে। মিশেল স্টার্ক এবং  মার্কাস স্টয়নিস দুজনেই ২টি করে উইকেট নেন।

অস্ট্রেলিয়া গুটিয়ে গেল ১৮১-তে

অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও শুরুতেই বিপর্যয়। একেবারে ভারতের মতো। দলের মাত্র ৬ রানের মাথায় ৬ রান করে বিদায় নেন ডেভিড ওয়ার্নার। তিনি অর্শদীপ সিংয়ের বলে কুলদীপ যাদবকে ক্যাচ দিয়ে আউট হন। আর-এক ওপেনার ট্র্যাভিস হেডের সঙ্গে দলের হাল ধরেন অধিনায়ক মিশেল মার্শ। দু’জনে মিলে মাত্র ৯ ওভারে ৮৭ রানে পৌঁছে দেন দলের রান। মার্শ ২৮ বলে ৩৭ রান করে কুলদীপের বলে অক্ষর পটেলকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান।

এবার ট্র্যাভিস হেডের সঙ্গী হন গ্লেন ম্যাক্সওয়েল (১২ বলে ২০)। তাঁরা রান নিয়ে যান ১৩২-এ। ম্যাক্সওয়েল আউট হওয়ার পর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ১৩৫ রানে মার্কাস স্টয়নিস, ১৫০ রানে ট্র্যাভিস হেড (৪৩ বলে ৭৬ রান), ১৫৩ রানে ম্যাথু ওয়েড এবং ১৬৬ রানে আউট হন টিম ডেভিড। তখনও জয় ৪০ রান দূরে। হাতে ১৩ বল। শেষ পর্যন্ত পারল না তারা। ৭ উইকেটে ১৮১ রান করে ইনিংস শেষ করল। ফলে ভারত জিতে গেল ২৪ রানে। অর্শদীপ সিং ৩৭ রান দিয়ে ৩ উইকেট এবং কুলদীপ যাদব ২৪ রান দিয়ে ২টি উইকেট দখল করেন।

আরও পড়ুন

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: ডিএলএস-এ ম্যাচ হারল ওয়েস্ট ইন্ডিজ, সেমিফাইনালে চলে গেল সাউথ আফ্রিকা  

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

দোষী ‘সাব্যস্ত’ করে পুলিশ-প্রশাসন কাউকে শাস্তি দিতে পারে না, ‘বুলডোজার নীতি’ মামলায় সুপ্রিম কোর্টের রায়

সুপ্রিম কোর্ট বুলডোজ়ার নীতির বিরুদ্ধে রায় দিয়ে জানাল, অপরাধের অভিযোগে কারও বাড়ি ভাঙা যাবে না। নিয়ম মেনে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষেই এমন ব্যবস্থা নেওয়া যাবে।

এ বার সাগরের ৩১ জন পড়ুয়ার ট্যাবের টাকা উধাও

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: এ বার ট্যাব দুর্নীতির হদিশ সাগরে। সাগরের একটি স্কুলের ৩১ জন...

বিহারের অনুষ্ঠানে মোদীর পা ছুঁতে গেলেন নীতীশ কুমার, মন কাড়ল প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া

দরভাঙায় একটি সরকারি অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এক অদ্ভুত কাণ্ড ঘটালেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র...

দক্ষিণ কলকাতার লর্ডস মোড়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে দমকলের ১৬টি ইঞ্জিন

দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের লর্ডস মোড়ের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার দুপুরে...

আরও পড়ুন

সাউথ আফ্রিকা-ভারত টি২০: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ৫ উইকেট বরুণ চক্রবর্তীর, তবু হার সূর্যকুমারদের

ভারত: ১২৪-৬ (হার্দিক পাণ্ড্য ৩৯ নট আউট, আইডেন মার্করাম ১-৪) সাউথ আফ্রিকা: ১২৮-৭ (ট্রিস্টান স্টাবস...

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না ভারত, আইসিসি-কে জানাল বিসিসিআই

ভারতীয় ক্রিকেট দল ২০২৫ সালে পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে না। ইএসপিএনক্রিকইনফো...

সাউথ আফ্রিকা-ভারত টি২০: সঞ্জুর শতরান, চার ম্যাচের সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল সূর্যকুমারের দল

ভারত: ২০২-৮ (সঞ্জু স্যামসন ১০৭, তিলক বর্মা ৩৩, গেরাল্ড কোয়েৎসে ৩-৩৭) সাউথ আফ্রিকা: ১৪১ (১৭.৫...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে