Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড টি২০: হার্দিক-শিবমের ব্যাটিং আর রবি-হর্ষিতের বোলিং-এ চতুর্থ ম্যাচে জয়, সিরিজ সূর্যকুমারদের

ভারত-ইংল্যান্ড টি২০: হার্দিক-শিবমের ব্যাটিং আর রবি-হর্ষিতের বোলিং-এ চতুর্থ ম্যাচে জয়, সিরিজ সূর্যকুমারদের

প্রকাশিত

ভারত: ১৮১-৯ (হার্দিক পাণ্ড্য ৫৩, শিবম দুবে ৫৩, সাকিব মাহমুদ ৩-৩৫, জেমি ওভারটন ২-৩২)

ইংল্যান্ড: ১৬৬ (১৯.৪ ওভার) (হ্যারি ব্রুক ৫১, বেন ডাকেট ৩৯, রবি বিশ্নোই ৩-২৮, হর্ষিত রানা ৩-৩২)

পুণে: তৃতীয় টি২০ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর আশা জাগিয়েছিল ইংল্যান্ড। শুক্রবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজিত চতুর্থ টি২০ ম্যাচে সেই দিকেই এগোচ্ছিল জোস বাটলারের দল। প্রথমে ব্যাট করে ভারত ১২ রানে ৩ উইকেট হারিয়ে ছিল। তার পর পরিস্থিতি কিছুটা সামাল দেয়। তা সত্ত্বেও ৫ উইকেট চলে যায় ৭৯ রানের মধ্যে। শেষ পর্যন্ত ভারত জয়ের জন্য ইংল্যান্ডকে লক্ষ্যমাত্রা দেয় ১৮২ রানের। সেই রান তাড়া করতে গিয়ে প্রথম ৬ ওভারেই ইংল্যান্ড তুলে ফেলে বিনা উইকেটে ৬২ রান। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের সমর্থকরা তো বটেই, মোটামুটি সকলেই ধরে নিয়েছিলেন সিরিজে সমতা ফেরাচ্ছে ইংল্যান্ড এবং মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পঞ্চম টি২০ ম্যাচটি বেশ আকর্ষণীয় হবে। কিন্তু তা হল না। ইংল্যান্ড শেষ পর্যন্ত আত্মসমর্পণ করল ভারতের কাছে।

শিবম দুবে ও হার্দিক পাণ্ড্য এবং কিছুটা রিঙ্কু সিং ও অভিষেক শর্মার ব্যাটিং-এর সুবাদে ভারত শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পৌঁছে যায় ৯ উইকেটে ১৮১ রানে। জয়ের জন্য রান তাড়া করতে গিয়ে ভারতীয় সমর্থকদের মধ্যে ভয় ধরিয়ে দিয়েছিল ইংল্যান্ড। মাত্র ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলে ফেলেছিল ৬২ রান। কিন্তু তার পরেই ধস। ১০৪ রানে পড়ে গেল ১০ উইকেট। সৌজন্যে রবি বিশ্নোই, হর্ষিত রানা আর বরুণ চক্রবর্তীর বোলিং। ভারত জিতে গেল ১৫ রানে। সিরিজ দখল করে নিলেন সূর্যকুমারেরা ৩-১ ফলে। মুম্বইয়ের পঞ্চম টি২০ ম্যাচটি নিয়মরক্ষার হয়ে গেল।

ind beats eng 1 01.02

ভারতকে জেতার পথ দেখালেন শিবম দুবে এবং হার্দিক পাণ্ড্য। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

১৮২ রানের লক্ষ্যমাত্রা দিল ভারত

টসে জিতে ভারত ব্যাট নেওয়ার পর ১২ রানে পড়ে গিয়েছিল ৩টে উইকেট। একে একে প্যাভিলিয়নে ফিরে গেলেন সঞ্জু স্যামসন (১ রান) এবং রানের খাতা খোলার আগেই তিলক বর্মা এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। এখান থেকে পরিস্থিতি কিছুটা সামাল দেন অভিষেক শর্মা এবং রিঙ্কু সিং। তাঁরা দলের স্কোর পৌঁছে দেন ৭৯ রানে। তার পর হাল ধরেন হার্দিক পাণ্ড্য (৩০ বলে ৫৩ রান) এবং শিবম দুবে (৩৪ বলে ৫৩ রান)। ভারত ২০ ওভারে করে ৯ উইকেটে ১৮১ রান।

২ বল বাকি থাকতেই ইংল্যান্ড অল আউট  

বেন ডাকেট আর ফিল সল্ট ইংল্যান্ডের হয়ে ইনিংস শুরু করে মাত্র ৬ ওভারে তুলে দেন ৬২ রান। এর পরেই মোক্ষম আঘাত হানেন রবি বিশ্নোই ও অক্ষর পটেল। পর পর প্যাভিলিয়নে ফেরেন ডাকেট, সল্ট এবং বাটলার। ৬৭ রানের মধ্যে ৩ উইকেট পড়ে যায়। এর পর একমাত্র হ্যারি ব্রুক (২৬ বলে ৫১ রান) ছাড়া ভারতীয় বোলারদের কেউই মোকাবিলা করতে পারেননি ইংল্যান্ডের ব্যাটারেরা।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ২ বল বাকি থাকতেই ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ১৬৬ রানে। ইংল্যান্ডের উইকেটগুলি ভাগ করে নেন রবি বিশ্নোই (২৮ রানে ৩ উইকেট), হর্ষিত রানা (৩২ রানে ৩ উইকেট), বরুণ চক্রবর্তী (২৮ রানে ২ উইকেট), অক্ষর পটেল (২৬ রানে ১ উইকেট) এবং অর্শদীপ সিংহ (৩৫ রানে ১ উইকেট)। প্লেয়ার অফ দ্য ম্যাচ হন শিবম দুবে।         

সাম্প্রতিকতম

বাংলাদেশজুড়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, কঠোর পদক্ষেপের বার্তা দিল ইউনূসের অন্তর্বর্তী সরকার

বাংলাদেশজুড়ে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কড়া বার্তা দিল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার...

‘কঠোর নিন্দনীয়’! মুজিবের বাড়ি ভাঙা নিয়ে প্রতিক্রিয়া ভারতের

বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা জানালো ভারত। দাঙ্গাকারীরা ধানমন্ডি-৩২ এ হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি করে।

ভারত-ইংল্যান্ড এক দিনের ম্যাচ: শুবমন-শ্রেয়স-অক্ষরের ব্যাটিং, জাদেজা-হর্ষিতের বোলিং-এ জিতলেন রোহিতরা    

ইংল্যান্ড: ২৪৮ (৪৭.৪ ওভার) (জোস বাটলার ৫২, জ্যাকব বেথেল ৫১, রবীন্দ্র জাদেজা ৩-২৬, হর্ষিত...

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ‘অভূতপূর্ব সাফল্য: ৪.৪৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

কলকাতা,: অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) অভূতপূর্ব সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী...

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড এক দিনের ম্যাচ: শুবমন-শ্রেয়স-অক্ষরের ব্যাটিং, জাদেজা-হর্ষিতের বোলিং-এ জিতলেন রোহিতরা    

ইংল্যান্ড: ২৪৮ (৪৭.৪ ওভার) (জোস বাটলার ৫২, জ্যাকব বেথেল ৫১, রবীন্দ্র জাদেজা ৩-২৬, হর্ষিত...

ভারত-ইংল্যান্ড টি২০: সিরিজের শেষ ম্যাচে এক গুচ্ছ রেকর্ড, করলেন অভিষেক শর্মা, করল ভারত ও ইংল্যান্ড  

কলকাতা: পঞ্চম টি২০ ম্যাচে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল ভারত। ২০ ওভারের ম্যাচে অর্ধেকের চেয়ে মাত্র...

ভারত-ইংল্যান্ড টি২০: নিয়মরক্ষার ম্যাচে ব্যাটে-বলে মাত করলেন অভিষেক শর্মা, গুঁড়িয়ে গেলেন বাটলারেরা

ভারত: ২৪৭-৯ (অভিষেক শর্মা ১৩৫, শিবম দুবে ৩০, ব্রাইডন কার্স ৩-৩৮, মার্ক উড ২-৩২) ইংল্যান্ড:...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে