Homeখেলাধুলোক্রিকেটআইসিসি টি২০ বিশ্বকাপ: বুমরাহ-হার্দিক-অর্শদীপের বোলিং, রোহিত-ঋষভের ব্যাটে আয়ারল্যান্ড ধরাশায়ী       

আইসিসি টি২০ বিশ্বকাপ: বুমরাহ-হার্দিক-অর্শদীপের বোলিং, রোহিত-ঋষভের ব্যাটে আয়ারল্যান্ড ধরাশায়ী       

প্রকাশিত

আয়ারল্যান্ড: ৯৬ (১৬ ওভার) (গারেথ ডেলানি ২৬, হার্দিক পাণ্ড্য ৩-২৭, জসপ্রীত বুমরাহ ২-৬, অর্শদীপ ২-৩৫)

ভারত: ৯৭-২ (১২.৪ ওভার) (রোহিত ৫২, ঋষভ ৩৬, বেন হোয়াইট ১-৬)   

খবর অনলাইন ডেস্ক: প্রথমে ভারতীয় পেস বোলারদের কেরামতিতে আয়ারল্যান্ড একশোর গণ্ডিও পেরোতে পারল না। তার পরে রোহিত শর্মা আর ঋষভ পন্থের ব্যাটে ভর করে ভারত পৌঁছে গেল জয়ের লক্ষ্যমাত্রায়। আইসিসি টি২০ বিশ্বকাপের অষ্টম ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারাল ভারত। ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট পাওয়ার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন জসপ্রীত বুমরাহ।  

পেস আক্রমণে কাত আয়ারল্যান্ড

বুধবার ভারতীয় সময় রাত ৮টায় (স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। ভারতের আক্রমণের সামনে আয়ারল্যান্ড দাঁড়াতেই পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ৪ ওভার বাকি থাকতেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। আয়ারল্যান্ড করে ৯৬ রান।

ভারতের পেসাররাই প্রতিপক্ষের উইকেটগুলো তুলে নেন। আয়ারল্যান্ডের ইনিংসে প্রথম ভাঙন ধরান অর্শদীপ সিং। দলের ৯ রানের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার অ্যান্ডি ব্যালবিরনি এবং অধিনায়ক পল স্টার্লিং। এর পর হার্দিক পাণ্ড্য, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ৫০ রানের মধ্যে ৮ উইকেট পড়ে যায়।

দলের পতন কিছুটা ঠেকানোর চেষ্টা হয় নবম উইকেটের জুটিতে। এই জুটিতেই ওঠে সর্বাধিক রান ২৭। জোশ লিট্‌লকে সঙ্গে নিয়ে সাত নম্বরে নামা গারেথ ডিলানি ১৮ বলে ২৭ রান যোগ করেন। ১৩ বলে ১৪ রান করে বুমরাহের বলে বোল্ড হন লিট্‌ল। এর পর শেষ উইকেটে ১৯ রান যোগ হয়। ১৪ বলে ২৬ রান করে রান আউট হয়ে যায় ডিলানি। পাণ্ড্য ২৭ রান দিয়ে ৩ উইকেট এবং বুমরাহ ৬ রান দিয়ে ২ উইকেট দখল করেন। অর্শদীপ পান ৩৫ রানে ২ উইকেট। ১টি করে উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ এবং অক্ষর পটেল।

৪৪ বল বাকি থাকতেই এল জয়

ভারতের কাছে জয়ের লক্ষ্যমাত্রা ছিল খুবই সহজ। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন বিরাট কোহলি। কিন্তু কোহলি মাত্র ১ রান করে মার্ক অ্যাডেয়ারের বলে বেন হোয়াইটকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু ততক্ষণে ভারতের স্কোরবোর্ডে ২২ রান উঠে গিয়েছে। রোহিতের সঙ্গী হন ঋষভ পন্থ। ইতিমধ্যে দশম ওভারের পঞ্চম বলে মার্ক অ্যাডেয়ারকে চার মেরে অর্ধশত রান পূর্ণ করেন রোহিত শর্মা। কিন্তু ওই ওভারের শেষেই অবসর নেন রোহিত। তার জায়গায় নামেন সূর্যকুমার যাদব। ততক্ষণে ভারতের রান ৭৬-এ উঠে যায়।

একাদশ ওভারের তৃতীয় বলে জোশ লিট্‌লকে সীমানার ওপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন ঋষভ। একাদশ ওভারে আসে ৯ রান। কিন্তু জয় যখন মনে হচ্ছিল হাতের মুঠোয় সেই সময়ে আউট হয়ে যান সূর্যকুমার। ৪ বলে ২ রান করে হোয়াইটের বলে জর্জ ডকরেলকে ক্যাচ দিয়ে ফিরে যান সূর্য। দলের রান তখন ২ উইকেটে ৯১ রান। ঋষভের সঙ্গী হন শিবম দুবে। জয়ের জন্য আর দরকার ৬ রান। ত্রয়োদশ ওভারের দ্বিতীয় বলে সেই কাজটি সাঙ্গ করেন ঋষভ। ব্যারি ম্যাকার্থির বল সীমানার ওপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন ঋষভ। নির্ধারিত ২০ ওভারের ৭.৪ ওভার বাকি থাকতেই ৮ উইকেটে জিতে যায় ভারত।

আরও পড়ুন   

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: নেপালকে ৬ উইকেটে হারাল নেদারল্যান্ডস           

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

ক্রেডিট কার্ড থেকে কী ভাবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন?

ক্রেডিট কার্ডের মাধ্যমে অনেক ধরনের বিল পরিশোধ করা সম্ভব হলেও, কিছু নির্দিষ্ট অর্থপ্রদান যেমন...

জয়েন্ট এন্ট্রান্স মেইন ২০২৫: আধার প্রমাণীকরণ নিয়ে এনটিএ-এর নতুন নির্দেশিকা, জানুন কী ভাবে কাজটি করবেন

হেডিং: জেইই Slug: Tags: #JEEMain2025 #NTA #AadhaarAuthentication #JEEMainGuide জাতীয় পরীক্ষা সংস্থা (NTA) সম্প্রতি জেইই মেইন...

জম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা নিয়ে তুমুল হট্টগোল-হাতাহাতি, অধিবেশন স্থগিত

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা নিয়ে তুমুল হট্টগোলের মধ্যে বিধায়কদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।...

শহরের দুই সরোবর বন্ধ, ছটপুজোর জন্য কৃত্রিম জলাশয় তৈরি করল পুরসভা

কলকাতা: আজ ছটপুজো। প্রথা অনুযায়ী আজ সন্ধ্যায় এবং কাল শুক্রবার সকাল পালিত হবে পুজো।...

আরও পড়ুন

এই রঞ্জিই তাঁর শেষ ক্রিকেট মরশুম, ঘোষণা করলেন ঋদ্ধিমান সাহা

কলকাতা: ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন ভারতীয় দলের উইকেটকিপার ঋদ্ধিমান সাহা। তিনি...

ভারত কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারবে? হিসাব কী বলছে

খবর অনলাইন ডেস্ক: ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারবে তো? ঘরের মাঠে নিউজিল্যান্ডের...

২৪ বছর পর ঘরের মাঠে চুনকাম ভারত, কিউয়িদের কাছে সিরিজ খোয়াল ৩-০ ফলে

নিউজিল্যান্ড: ২৩৫ (মিশেল স্টার্ক ৮২, উইল ইয়ং ৭১, রবীন্দ্র জাদেজা ৫-৬৫, ওয়াশিংটন সুন্দর ৪-৮১)...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে