আয়ারল্যান্ড: ৯৬ (১৬ ওভার) (গারেথ ডেলানি ২৬, হার্দিক পাণ্ড্য ৩-২৭, জসপ্রীত বুমরাহ ২-৬, অর্শদীপ ২-৩৫)
ভারত: ৯৭-২ (১২.৪ ওভার) (রোহিত ৫২, ঋষভ ৩৬, বেন হোয়াইট ১-৬)
খবর অনলাইন ডেস্ক: প্রথমে ভারতীয় পেস বোলারদের কেরামতিতে আয়ারল্যান্ড একশোর গণ্ডিও পেরোতে পারল না। তার পরে রোহিত শর্মা আর ঋষভ পন্থের ব্যাটে ভর করে ভারত পৌঁছে গেল জয়ের লক্ষ্যমাত্রায়। আইসিসি টি২০ বিশ্বকাপের অষ্টম ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারাল ভারত। ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট পাওয়ার জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন জসপ্রীত বুমরাহ।
পেস আক্রমণে কাত আয়ারল্যান্ড
বুধবার ভারতীয় সময় রাত ৮টায় (স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত। ভারতের আক্রমণের সামনে আয়ারল্যান্ড দাঁড়াতেই পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ৪ ওভার বাকি থাকতেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। আয়ারল্যান্ড করে ৯৬ রান।
ভারতের পেসাররাই প্রতিপক্ষের উইকেটগুলো তুলে নেন। আয়ারল্যান্ডের ইনিংসে প্রথম ভাঙন ধরান অর্শদীপ সিং। দলের ৯ রানের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার অ্যান্ডি ব্যালবিরনি এবং অধিনায়ক পল স্টার্লিং। এর পর হার্দিক পাণ্ড্য, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ৫০ রানের মধ্যে ৮ উইকেট পড়ে যায়।
দলের পতন কিছুটা ঠেকানোর চেষ্টা হয় নবম উইকেটের জুটিতে। এই জুটিতেই ওঠে সর্বাধিক রান ২৭। জোশ লিট্লকে সঙ্গে নিয়ে সাত নম্বরে নামা গারেথ ডিলানি ১৮ বলে ২৭ রান যোগ করেন। ১৩ বলে ১৪ রান করে বুমরাহের বলে বোল্ড হন লিট্ল। এর পর শেষ উইকেটে ১৯ রান যোগ হয়। ১৪ বলে ২৬ রান করে রান আউট হয়ে যায় ডিলানি। পাণ্ড্য ২৭ রান দিয়ে ৩ উইকেট এবং বুমরাহ ৬ রান দিয়ে ২ উইকেট দখল করেন। অর্শদীপ পান ৩৫ রানে ২ উইকেট। ১টি করে উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ এবং অক্ষর পটেল।
৪৪ বল বাকি থাকতেই এল জয়
ভারতের কাছে জয়ের লক্ষ্যমাত্রা ছিল খুবই সহজ। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন বিরাট কোহলি। কিন্তু কোহলি মাত্র ১ রান করে মার্ক অ্যাডেয়ারের বলে বেন হোয়াইটকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। কিন্তু ততক্ষণে ভারতের স্কোরবোর্ডে ২২ রান উঠে গিয়েছে। রোহিতের সঙ্গী হন ঋষভ পন্থ। ইতিমধ্যে দশম ওভারের পঞ্চম বলে মার্ক অ্যাডেয়ারকে চার মেরে অর্ধশত রান পূর্ণ করেন রোহিত শর্মা। কিন্তু ওই ওভারের শেষেই অবসর নেন রোহিত। তার জায়গায় নামেন সূর্যকুমার যাদব। ততক্ষণে ভারতের রান ৭৬-এ উঠে যায়।
একাদশ ওভারের তৃতীয় বলে জোশ লিট্লকে সীমানার ওপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন ঋষভ। একাদশ ওভারে আসে ৯ রান। কিন্তু জয় যখন মনে হচ্ছিল হাতের মুঠোয় সেই সময়ে আউট হয়ে যান সূর্যকুমার। ৪ বলে ২ রান করে হোয়াইটের বলে জর্জ ডকরেলকে ক্যাচ দিয়ে ফিরে যান সূর্য। দলের রান তখন ২ উইকেটে ৯১ রান। ঋষভের সঙ্গী হন শিবম দুবে। জয়ের জন্য আর দরকার ৬ রান। ত্রয়োদশ ওভারের দ্বিতীয় বলে সেই কাজটি সাঙ্গ করেন ঋষভ। ব্যারি ম্যাকার্থির বল সীমানার ওপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন ঋষভ। নির্ধারিত ২০ ওভারের ৭.৪ ওভার বাকি থাকতেই ৮ উইকেটে জিতে যায় ভারত।
আরও পড়ুন
আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪: নেপালকে ৬ উইকেটে হারাল নেদারল্যান্ডস