Homeখেলাধুলোক্রিকেটমহিলা টি২০ বিশ্বকাপ: অরুন্ধতী-শ্রেয়াঙ্কার বলে আর শেফালি-হরমনপ্রীতের ব্যাটে পাকিস্তানের বাধা টপকাল ভারত...

মহিলা টি২০ বিশ্বকাপ: অরুন্ধতী-শ্রেয়াঙ্কার বলে আর শেফালি-হরমনপ্রীতের ব্যাটে পাকিস্তানের বাধা টপকাল ভারত      

প্রকাশিত

পাকিস্তান: ১০৫-৮ (নিদা দর ২৮, অরুন্ধতী রেড্ডি ৩-১৯, শ্রেয়াঙ্কা পাটিল ২-১২)

ভারত: ১০৮-৪ (১৮.৫ ওভারে) (শেফালি বর্মা ৩২, হরমনপ্রীত কৌর ২৯ অবসৃত, ফতিমা সানা ২৩-২)   

দুবাই: পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে মহিলা টি২০ বিশ্বকাপে ভারতের নেট রানরেট ছিল –২.৯০। এবারের বিশ্বকাপে লড়াইয়ে থাকতে হলে এবং পয়েন্টস টেবিলে এগিয়ে যেতে হলে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের দরকার ছিল। শুধু তা-ই নয়, বিরাট ব্যবধানে জয়ের দরকার ছিল। জয় এল ভারতের। তবে খুব যে বিরাট ব্যবধানে, তা নয়।

এদিন ৭ বল বাকি থাকতে ভারত জয় পেল ৬ উইকেটে। এর জন্য মূল কৃতিত্ব অরুন্ধতী রেড্ডি আর শ্রেয়াঙ্কা পাটিলের। তাঁরা তাঁদের বোলিংয়ের জোরে পাকিস্তানকে ১০৫ রানে বেঁধে রাখতে সমর্থ হন। তারপর ব্যাট করতে নেমে ভারত জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় অন্যতম ওপেনার শেফালি বর্মা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের ব্যাটিংয়ের দৌলতে। ১৯ রানে ৩ উইকেট দখল করে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন অরুন্ধতী রেড্ডি।

পাকিস্তান গুটিয়ে গেল ১০৫ রানে

রবিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ ‘এ’-র ম্যাচে টসে জিতে ব্যাট নেয় পাকিস্তান। প্রথম ওভারের শেষ বলে রেণুকা সিং বোল্ড করেন গুল ফিরোজাকে (০ রান)। এরপর মুনিবা আলি এবং সিদ্রা আমিন দলের পতন কিছুটা রোধ করার চেষ্টা করেন। দলের ২৫ রানে দীপ্তি শর্মার বলে বোল্ড হয়ে ফিরে যান আমিন। এরপর থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। উইকেটগুলো ভাগাভাগি করে নেন অরুন্ধতী আর শ্রেয়াঙ্কা। এরই মধ্যে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মুনিবা (২৬ বলে ১৭ রান) এবং নিদা দর।

womens t20 wc ind wins 06.10

হরমনপ্রীত আহত। ছবি T20 World Cup ‘X’ থেকে নেওয়া।

৭১ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর ভারতের আক্রমণ আবার কিছুটা ঠেকানোর চেষ্টা করে পাকিস্তান। সায়েদা আরুব শাহকে সঙ্গী করে নিদা দর অষ্টম উইকেটের জুটিতে ২৮ রান যোগ করেন। ৩৪ বলে ২৮ রান করে নিদা অরুন্ধতীর বলে বোল্ড হন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান পৌঁছোয় ১০৫ রানে। ১৭ বলে ১৪ রান করে সায়েদা নট আউট থাকেন।

বেশ মারকুটে ছিলেন শেফালি, হরমনপ্রীত

জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ভারতের অন্যতম ওপেনার স্মৃতি মন্ধানা দলের ১৮ রানে আউট হয়ে যান। এবারের বিশ্বকাপে কিন্তু স্মৃতির কাছ থেকে প্রত্যাশিত খেলাটা পাওয়া যাচ্ছে না। নিজেকে গুটিয়েও রাখছেন। ১৬ বলে ৭ রান করে সাদিয়া ইকবালের বলে তুবা হাসানকে ক্যাচ দিয়ে ফিরে যান স্মৃতি। এরপরে দলের হাল ধরেন শেফালি বর্মা এবং জেমিমা রডরিগুয়েজ। দ্বিতীয় উইকেটে তাঁরা যোগ করেন ৪৩ রান। দলের ৬১ রানে ফিরে যান শেফালি। বেশ মারকুটে ছিলেন তিনি। ৩৫ বলে ৩২ রান করে ওমাইমা সোহেলের বলে আলিয়া রিয়াজকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান শেফালি।

এরপর কিছুটা জেমিমা এবং বাকিটা অধিনায়ক হরমনপ্রীতের ব্যাটিংয়ের জোরে ভারত জয়ে পৌঁছোয়। ২৮ বলে ২৩ রান করে জেমিমা যখন আউট হন জয় তখনও ২৬ রান দূরে। জেমিমা আউট হওয়ার পর নামেন রিচা ঘোষ। কিন্তু রিচা একটি বলও খেলতে না পেরে আউট হয়ে যান। জেমিমা আর রিচাকে তুলে নেন ফতিমা সানা। বাকি কাজটা দীপ্তি শর্মাকে সঙ্গে নিয়ে সমাধা করেন হরমনপ্রীত। বেশ বিধ্বংসী মেজাজে খেলছিলেন হরমনপ্রীত। ২৪ বলে ২৯ রান করে নিদা দরের বলে হরমনপ্রীত আহত হয়ে যখন প্যাভিলিয়নে ফিরে যান তখন ভারতের জয় আর মাত্র ২ রান দূরে। হরমনপ্রীতের জায়গায় নামেন সজীবন সজানা। নিদার পরের বল সীমানার বাইরে পাঠিয়ে ভারতকে জিতিয়ে দেন সজানা।

সাম্প্রতিকতম

ইরান-আমেরিকা যুদ্ধ কি লাগছে? ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন আসার আগে কী বলল তেহেরান?

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিলেন ট্রাম্প, দাবি মার্কিন সংবাদমাধ্যমের। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আমেরিকা জড়ালে ছড়াবে পূর্ণাঙ্গ যুদ্ধ।

অভিন্ন পোর্টালে কলেজ ভর্তির ঢল, প্রথম দিনেই আবেদন ২৮ হাজার! এআই সহায়তায় রেকর্ড সাড়া

অভিন্ন অনলাইন পোর্টালের মাধ্যমে শুরু হল রাজ্যে কলেজ ভর্তির প্রক্রিয়া। এআই-ভিত্তিক চ্যাট বট ‘বীণা’-র সহায়তায় প্রথম দিনেই আবেদন করলেন ৩৩৮২ জন।

কালোজাম খাচ্ছেন নিয়মিত? বেশি খেলেই বিপদ! কোন খাবারের সঙ্গে একেবারেই নয়

পুষ্টিগুণে ভরপুর কালোজাম রক্তস্বল্পতা ও ডায়াবেটিসে উপকারী হলেও, অতিরিক্ত খেলেই হতে পারে বিপদ। জেনে নিন কোন কোন খাবারের সঙ্গে একে একসঙ্গে খাওয়া বিপজ্জনক।

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

আরও পড়ুন

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...

আইপিএল ২০২৫: ফাইনালে গেল বেঙ্গালুরু, ভাগ্য ঝুলে রইল পঞ্জাবের

পঞ্জাব কিংস: ১০১ (১৪.১ ওভার) (মার্কাস স্টয়নিস ২৬, সুযশ শর্মা ৩-১৭, জোশ হ্যাজলউড ৩-২১,...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে