Homeখেলাধুলোক্রিকেটচেন্নাই টেস্ট: সাউথ আফ্রিকাকে ১০ উইকেটে হারাল ভারত, শেষ ৩টে টেস্টেই জয়...

চেন্নাই টেস্ট: সাউথ আফ্রিকাকে ১০ উইকেটে হারাল ভারত, শেষ ৩টে টেস্টেই জয়   

প্রকাশিত

ভারত: ৬০৩-৬ (ডিক্লেয়ার্ড) (শাফালি বর্মা ২০৫, স্মৃতি মন্ধানা ১৪৯, রিচা ঘোষ ৮৬, হরমনপ্রীত কৌর ৬৯, জেমিনা রডরিগুয়েজ ৫৫) এবং ৩৭-০ (শাফালি বর্মা ২৪ নট আউট)

সাউথ আফ্রিকা: ২৬৬ (মারিজানে কাপ ৭৪, সুনে লুস ৬৫, স্নেহ রানা ৮-৭৭) এবং ৩৭৩ (লরা ভোলভার্ডট ১২২, সুনে লুস ১০৯, ন্যান্ডাইন ডে ক্লার্ক ৬১, রাজেশ্বরী গায়কোয়াড় ২-৫৫, দীপ্তি শর্মা ২-৯৫, স্নেহ রানা ২-১১১)

খবর অনলাইন ডেস্ক: পারল না ভারত। সাউথ আফ্রিকাকে ইনিংসে হারাতে পারল না। ফলো অন করে লড়াকু ইনিংস খেলে ভারতকে ফের ব্যাট হাতে নামতে বাধ্য করল সাউথ আফ্রিকা। চেন্নাই টেস্টে প্রথম দিনেই যিনি ভারতের জয়ের সুর বেঁধে দিয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে সেই শাফালি বর্মাই শুভা সতীশকে সঙ্গী করে ভারতকে জয়ে পৌঁছে দিলেন। ভারত সফরে এসে সাউথ আফ্রিকা একদিনের ম্যাচের সিরিজে ৩-০ হারার পর চেন্নাই টেস্টেও হারের মুখ দেখল। ভারত জিতল ১০ উইকেটে। গত ৭ মাসে ৩টি টেস্ট খেলে ৩টিতেই জিতল ভারতের মহিলা ক্রিকেট টিম।        

ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই চেন্নাই টেস্ট – টেস্ট ক্রিকেটে একদিনে সর্বোচ্চ রানের রেকর্ড, মহিলা টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড, শাফালি বর্মার দ্বিশত রান, স্মৃতি মন্ধানার ১৪৯, স্নেহ রানার ১০ উইকেট এবং ফলো অন করে সাউথ আফ্রিকার লড়াকু ইনিংস।

সোমবার চেন্নাই টেস্টের চূড়ান্ত দিনে ২ উইকেটে ২৩২ রান নিয়ে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকা। আগের দিন দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সুনে লুস। সোমবার সেঞ্চুরি করলেন লরা ভোলভার্ডট। তিনি করলেন ১২২।

ব্যাটিং শুরু করেন আগের দিনের নট আউট ব্যাটার ভোলভার্ডট এবং মারিজানে কাপ। তাঁদের মূল লক্ষ্য ছিল ইনিংসে হার এড়ানো। তার অর্থ তাঁদের দ্বিতীয় ইনিংসে অন্তত ৩৪০ করতে হবে। সেই লক্ষ্যে খেলছিলেন দুই ব্যাটার। নিজের শতরানও পূর্ণ করেন ভোলভার্ডট। কিন্তু দলের ২৬৪ রানের মাথায় কাপ (৩১ রান) বিদায় নেন। তাঁকে এলবিডব্লিউ আউট করেন দীপ্তি শর্মা। এর পরেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ইতিমধ্যে দলের ২৮১ রানে প্যাভিলিয়নে ফিরে যান ভোলভার্ডট। তিনি করেন ১২২। শেষ পর্যন্ত সাউথ আফ্রিকা ৩৪০ রানের গণ্ডি পেরিয়ে ইনিংস শেষ করে ৩৭৩ রানে। সাউথ আফ্রিকার উইকেটগুলো ভাগ করে নেন ভারতের ছ’ জন বোলার। এঁদের মধ্যে উল্লেখযোগ্য রাজেশ্বরী গায়কোয়াড় (৫৫ রানে ২ উইকেট), দীপ্তি শর্মা (৯৫ রানে ২ উইকেট) এবং স্নেহ রানা (১১১ রানে ২ উইকেট)।

জয়ের জন্য ভারতের করার দরকার ছিল ৩৬ রান। ভারতের দুই ওপেনার শাফালি বর্মা (২৪ নট আউট) এবং শুভা সতীশ (১৩ নট আউট) অবিচ্ছেদ্য থেকে সেই রান তুলে নেন। ভারত জিতে যায় ১০ উইকেটে।

আরও পড়ুন

চেন্নাই টেস্ট: স্নেহ রানার বিধ্বংসী বলে ফলো অন সাউথ আফ্রিকার, লড়ছে দ্বিতীয় ইনিংসে

৬ উইকেটে ৬০৩ রান, মহিলা টেস্টে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড গড়ল ভারত  

একদিনে ৫২৫ রান, টেস্ট ক্রিকেটের ইতিহাসে রেকর্ড ভারতের মেয়েদের, পাশাপাশি আরও বহু রেকর্ড

সাম্প্রতিকতম

শুরু হতে চলেছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ও শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের তৃতীয় বছরের অভিনয় পাঠ্যক্রম

অজন্তা চৌধুরী শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের অভিনয় পাঠ্যক্রম এ বার তৃতীয় বর্ষে। দেখতে দেখতে তারা...

ইরানে আমেরিকার হামলা, বন্ধ হতে পারে হরমুজ প্রণালী! বিশ্বজুড়ে তেল-সংকটের আশঙ্কা, চিন্তায় ভারত

ইরানে মার্কিন হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিল তেহরান। বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ৯০ ডলার, চরম সঙ্কটে পড়তে পারে ভারত।

১০ জনের বেশি সদস্য? বাড়তি রেশন দিতে উদ্যোগী রাজ্য, ই-কেওয়াইসি নিয়েও নয়া নির্দেশ

পরিবারে ১০ জনের বেশি সদস্য থাকলে বাড়তি রেশন দেওয়ার পথে হাঁটছে খাদ্যদপ্তর। ই-কেওয়াইসি না হলেও প্রকৃত গ্রাহকদের রেশন বঞ্চনার বিরুদ্ধে কড়া নজর।

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ১ম টেস্ট: ১ রানের জন্য শতরানে বঞ্চিত ব্রুক, ৫ উইকেট দখল করলেন বুমরাহ

ভারত: ৪৭১ ও ৯০-২ (লোকেশ রাহুল ৪৭ নট আউট, বেন স্টোক্স ১-১৮) ইংল্যান্ড: ৪৬৫ (ওলি...

ভারত-ইংল্যান্ড ১ম টেস্ট: ঋষভের শতরান সত্ত্বেও বড়ো রানের ইনিংস হল না, সমানে পাল্লা দিচ্ছে স্টোক্সের দল

ভারত: ৪৭১ (শুভমন গিল ১৪৭, ঋষভ পন্থ ১৩৪, যশস্বী জয়সওয়াল ১০১, বেন স্টোক্স ৪-৬৬,...

অভিষেক ইনিংসে বিশ্বনাথ, শ্রীকান্ত, ঋদ্ধিমানদের দলে নাম লেখালেন সাই সুদর্শন, কী ভাবে?

লিড্‌স (ইংল্যান্ড): গুন্ডাপ্পা বিশ্বনাথ, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, ঋদ্ধিমান সাহাদের তালিকায় নাম লেখালেন ভারতের টেস্ট দলে...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে