Homeখেলাধুলোক্রিকেটসাউথ আফ্রিকা-ভারত টি২০: তিলকের সেঞ্চুরি, অর্শদীপের ৩ উইকেট, সূর্যবাহিনী এগিয়ে গেল ২-১...

সাউথ আফ্রিকা-ভারত টি২০: তিলকের সেঞ্চুরি, অর্শদীপের ৩ উইকেট, সূর্যবাহিনী এগিয়ে গেল ২-১ ফলে

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

ভারত: ২১৯-৬ (তিলক বর্মা ১০৭ নট আউট, অভিষেক শর্মা ৫০, আন্দিলে সিমলেন ২-৩৪, কেশব মহারাজ ২-৩৬)

সাউথ আফ্রিকা: ২০৮-৭ (মার্কো ইয়ানসেন ৫৪, হাইনরিখ ক্লাসেন ৪১, অর্শদীপ সিং ৩-৩৭, বরুণ চক্রবর্তী ২-৫৪)

সেঞ্চুরিয়ন: দুটি দলই দুশোর বেশি রান করল। দুর্ভাগ্য সাউথ আফ্রিকার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তারা ১১ রানে ভারতের কাছে হার স্বীকার করল। চার ম্যাচের টি২০ সিরিজে ভারত এগিয়ে থাকল ২-১ ফলে। সিরিজের শেষ ম্যাচটি হবে জোহানেসবার্গে, শুক্রবার ১৫ নভেম্বর।

সুপারস্পোর্ট পার্কে আয়োজিত ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় সাউথ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ভারত করে ৬ উইকেটে ২১৯ রান। এই রান করার পিছনে মূল কৃতিত্ব তিলক বর্মা। তিলক আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম সেঞ্চুরি পেলেন। ৫৬ বলে ১০৭ রান করে নট আউট থাকেন তিনি। তাঁর ১০৭ রানে ছিল ৭টা ছয়, ৮টা চার। স্বাভাবিক ভাবেই তিনি ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন। আর তিলকের পাশাপাশি আর-এক জনের নাম করতে হয়। তিনি অভিষেক শর্মা। ২০০ স্ট্রাইক রেটে অভিষেক করেন ৫০ রান। তাঁর ৫০ রানে ছিল ৫টা ছয়, ৩টে চার।

সঞ্জুর আবার শূন্য  

ভারতের ইনিংসের শুরুতেই বিপত্তি। দ্বিতীয় বলেই বিদায় নেন সঞ্জু স্যামসন। এ বারও তিনি খাতা খুলতে পারলেন না। আবার শূন্য। পর পর দুটি টি২০ ম্যাচে। আগের দুটি টি২০ ম্যাচে সঞ্জু করেছিলেন ১১১ ও ১০৭ রান। সঞ্জুর আউট হয়ে যাওয়ার পরেই অভিষেক আর তিলক দলের রান নিয়ে যান ১০৭-এ। এর পর কিছুটা হার্দিক পাণ্ড্য (১৬ বলে ১৮ রান) এবং কিছুটা রমনদীপ সিংকে (৬ বলে ১৫ রান) সঙ্গী করে তিলক দলের রান পৌঁছে দেন ২১৯-এ।

৩০০-র বেশি স্ট্রাইক রেট ইয়ানসেনের

রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট পড়লেও সাউথ আফ্রিকার প্রায় সব ব্যাটারই রান কিছু না কিছু রান পেয়েছেন। তবে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য মার্কো ইয়ানসেন (১৭ বলে ৫৪ রান) এবং হাইনরিখ ক্লাসেন (২২ বলে ৪১ রান)। ৮৪ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর ক্লাসেনের সঙ্গী হন ডেভিড মিলার। তাঁরা  দলের রান পৌঁছে দেন ১৪২-এ। দলের ১৬৭-এ রান ক্লাসেন আউট হয়ে যাওয়ার পর একা হাতে মারকাটারি ব্যাট করতে থাকেন ইয়ানসেন। তাঁর ব্যাট দেখে মনে হচ্ছিল তিনি হয়তো জয়ের লক্ষ্যমাত্রায় দলকে পৌঁছে দেবেন। কিন্তু দুর্ভাগ্য তাঁর। ৩১৭.৬৪ স্ট্রাইক রেটে ৫৪ রান করে তিনি যখন আউট হয়ে যান দলের রান তখন ২০২। শেষ পর্যন্ত ১১ রানে হার স্বীকার করে সাউথ আফ্রিকা। ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন অর্শদীপ সিং।

সাম্প্রতিকতম

ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় রেল চালু করল অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পাশাপাশি বদলানো হল একটি পুরনো ট্রেনের সময়ও। জেনে নিন বিস্তারিত সময়সূচি।

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়, জামাইকায় শেষ বারের মতো দেশের জার্সিতে মাঠে নামবেন আন্দ্রে রাসেল

ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে জানাচ্ছেন বিদায়। জামাইকার সাবাইনা পার্কেই হবে তাঁর শেষ ম্যাচ।

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শেষ দুই উইকেটে অদম্য লড়াই জাদেজা-বুমরাহ-সিরাজের, তবু জয় অধরাই থাকল

ইংল্যান্ড: ৩৮৭ ও ১৯২ (জো রুট ৪০, বেন স্টোকস ৩৩, ওয়াশিংটন সুন্দর ৪-২২, মহম্মদ...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: স্টোকসদের ১৯২ রানে বেঁধে রেখেও জয়-পরাজয়ের দোলায় দুলছেন শুভমনরা  

ইংল্যান্ড: ৩৮৭ ও ১৯২ (জো রুট ৪০, বেন স্টোকস ৩৩, ওয়াশিংটন সুন্দর ৪-২২, মহম্মদ...