Homeখেলাধুলোক্রিকেটভারত-শ্রীলঙ্কা টি২০: জেতা ম্যাচ সুপারওভারে নিয়ে গিয়ে পরাজয়, সিরিজের ৩টি ম্যাচই জিতল...

ভারত-শ্রীলঙ্কা টি২০: জেতা ম্যাচ সুপারওভারে নিয়ে গিয়ে পরাজয়, সিরিজের ৩টি ম্যাচই জিতল সূর্যকুমারের দল

প্রকাশিত

ভারত: ১৩৭-৯ (৪-০) (শুবমন গিল ৩৯, রিয়ান পারাগ ২৬, মহিশ ঠিকসানা ৩-২৮, ওয়ানিন্দু হসারঙ্গা ২-২৯)

শ্রীলঙ্কা: ১৩৭-৮ (২-২) (কুশল পেরেরা ৪৬, কুশল মেন্ডিস ৪৩, রিঙ্কু সিং ২-৩, সূর্যকুমার যাদব ২-৫)

খবর অনলাইন ডেস্ক: ক্রিকেটে এমনও হয়। যে ম্যাচ সবাই ধরে নিয়েছে হেসেখেলে জিতে যাচ্ছে শ্রীলঙ্কা, সেই ম্যাচই পরাজয়ের ভ্রূকুটি দেখাতে শুরু করল তাদের। শেষ পর্যন্ত তারা কোনোরকমে ম্যাচটিকে নিয়ে গেল সুপারওভারে। এবং সুপারওভারের ফলে হার হল তাদের। এমনটাই ঘটল মঙ্গলবার পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। টি২০ সিরিজের ৩টি ম্যাচই জিতে ভারত ফল করল ৩-০। এ দিন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন ওয়াশিংটন সুন্দর এবং ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হলেন সূর্যকুমার যাদব।

ভারতকে কম রানে বেঁধে রাখে শ্রীলঙ্কা

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। এবং সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে তারা ভারতকে ১৩৭ রানে বেঁধে রাখে। ১৩৭ রান তুলতেই ভারত ৯ উইকেট হারায়। গোড়া থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়ে ভারতের। ভারতীয় ব্যাটাররা শ্রীলঙ্কার বোলারদের মোকাবিলাই করতে পারেননি।

তারই মধ্যে ভদ্রস্থ রান শুবমন গিল (৩৭ বলে ৩৯), রিয়ান পরাগ (১৮ বলে ২৬) এবং ওয়াশিংটন সুন্দরের (১৮ বলে ২৫)। ভারতের উইকেটগুলি শ্রীলঙ্কার বোলাররা ভাগাভাগি করে নিলেন। তারই মধ্যে উল্লেখযোগ্য মহিশ ঠিকসানা (২৮ রান দিয়ে ৩ উইকেট) এবং ওয়ানিন্দু হসারঙ্গা (২৯ রান দিয়ে ২ উইকেট)।

শেষ ৫ ওভারে ধস নামল শ্রীলঙ্কার     

জয়ের লক্ষ্যমাত্রা দারুণভাবে তাড়া করছিল শ্রীলঙ্কা। দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশঙ্ক এবং তিন নম্বর ব্যটার কুশল পেরেরার ব্যাটিংয়ের দৌলতে শ্রীলঙ্কা ১৫.১ ওভারে ১১০ রান তুলে ফেলে। এই ১১০ রানে পৌঁছোতে গিয়ে তারা শুধুমাত্র পাথুম নিশঙ্কের (২৭ বলে ২৬ রান) উইকেটটি হারায়। হাতে তখনও ৯টি উইকেট, ২৯টি বল। রান করতে হবে ২৮। জয়ের একেবারে দোরগোড়ায়।

দলের ১১০ রানের মাথায় আউট হয়ে গেলেন কুশল মেন্ডিস (৪১ বলে ৪৩ রান) রবি বিশনয়ের বলে এলবিডবলিউ হয়ে। এর পরেই শ্রীলঙ্কার ইনিংসে ধস। আরও ৬টি উইকেট পড়ে ১১৭, ১১৭, ১২৯, ১৩২, ১৩২ এবং ১৩২ রানে। শেষ ৩টি উইকেট একই রানে। ২০তম ওভার বল করতে এসে অধিনায়ক সূর্যকুমার হ্যাটট্রিক করার সুযোগ পেয়েছিলেন। ওই ওভারের দ্বিতীয় বলে আউট হন কামিন্দু মেন্ডিস, তৃতীয় বলে আউট হন মহিশ ঠিকসানা। চতুর্থ বলে ১ রান নিয়ে হ্যাটট্রিক আটকে দেন অসিত ফার্নান্দো। শ্রীলঙ্কা কোনোরকমে ১৩৭ রানে পৌঁছোয়।

সুপারওভারে নিষ্পত্তি  

তার পর সুপারওভার। নিয়ম অনুযায়ী ৪ বলের মধ্যেই ২টি উইকেট পড়ে যাওয়ায় বাকি ২টি বল আর খেলার সুযোগ পায়নি শ্রীলঙ্কা। তারা ৪ বলে করে ২ রান। ২টি উইকেটই নেন সুন্দর। ঠিকসানার প্রথম বল সীমানার বাইরে পাঠিয়ে দলকে জয়ে পৌঁছে দেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

আরও পড়ুন

ভারত-শ্রীলঙ্কা টি২০: দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয়, পরপর দুটি ম্যাচ জিতে সিরিজ সূর্যকুমারদের

সাম্প্রতিকতম

হেলিকপ্টার দুর্ঘটনায় ৭জনের মৃত্যু কেদারনাথে, বন্ধ হল পরিষেবা; কড়া নিয়মের পথে উত্তরাখণ্ড সরকার

কেদারনাথ যাত্রার পথে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন। পাল্টাচ্ছে হেলি-পরিষেবার নিয়ম।

চোখের জ্যোতি ধরে রাখতে ডায়েটে রাখুন কালো কিশমিশ, জানুন আরও উপকারিতা

চোখের সমস্যা বাড়ছে স্ক্রিনটাইমের কারণে? রোজ খান কালো কিশমিশ। চোখের রেটিনা সুরক্ষা থেকে শুরু করে হৃদযন্ত্র, স্মৃতিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ড্রাই ফ্রুটস।

ইরান বনাম ইসরায়েল: সামরিক উত্তেজনার পারদ চড়ছে, কে কতটা শক্তিশালী?

নাসরাল্লাহকে হত্যার পর ইসরায়েল-ইরান সংঘর্ষের আশঙ্কা। গ্লোবাল ফায়ার পাওয়ার-এর তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে কে এগিয়ে, জানুন বিস্তারিত।

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

আরও পড়ুন

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

আইপিএল ২০২৫: সুদর্শনের ঝড় কাজে এল না, গুজরাতের বিদায়, মুম্বইয়ের লড়াই এবার পঞ্জাবের সঙ্গে  

মুম্বই ইন্ডিয়ান্স: ২২৮-৫ (রোহিত শর্মা ৮১, জনি বেয়ারস্টো ৪৭, সাই কিশোর ২-৪২, প্রসিধ কৃষ্ণ...

আইপিএল ২০২৫: ফাইনালে গেল বেঙ্গালুরু, ভাগ্য ঝুলে রইল পঞ্জাবের

পঞ্জাব কিংস: ১০১ (১৪.১ ওভার) (মার্কাস স্টয়নিস ২৬, সুযশ শর্মা ৩-১৭, জোশ হ্যাজলউড ৩-২১,...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে