Homeখেলাধুলোক্রিকেটভারত-জিম্বাবোয়ে টি২০: মায়ার্স-ম্যাডান্ডের লড়াই ব্যর্থ হল, ২৩ রানে জয় পেল শুবমনের ভারত...

ভারত-জিম্বাবোয়ে টি২০: মায়ার্স-ম্যাডান্ডের লড়াই ব্যর্থ হল, ২৩ রানে জয় পেল শুবমনের ভারত   

প্রকাশিত

ভারত: ১৮২-৪ (শুবমন গিল ৬৬, ঋতুরাজ গায়কোয়াড় ৪৯, সিকান্দার রাজা ২-২৪, ব্লেসিং মুজারাবানি ২-২৫)

জিম্বাবোয়: ১৫৯-৬ (ডিওন মায়ার্স ৬৫ নট আউট, ক্লাইভ ম্যাডান্ডে ৩৭, ওয়াশিংটন সুন্দর ৩-১৫, অবেশ খান ২-৩৯)   

খবর অনলাইন ডেস্ক: জিম্বাবোয়ে যখন জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে শুরু করে তখন মনে হয়েছিল এই ম্যাচটাও দ্বিতীয় ম্যাচের মতো একপেশে হয়ে যাবে। ভারত খুব সহজেই জিতে যাবে। ৩৯ রানের মধ্যেই ৫ উইকেট হারায় জিম্বাবোয়ে। কিন্তু এর পরেই ষষ্ঠ উইকেটে লড়াই শুরু করলেন ডিওন মায়ার্স এবং ক্লাইভ ম্যাডান্ডে। কিন্তু দুর্ভাগ্য জিম্বাবোয়ের। সেই লড়াই শেষ পর্যন্ত সাফল্য পেল না।

বুধবার হারারে স্পোর্টস ক্লাবের মাঠে আয়োজিত তৃতীয় টি২০ ম্যাচে টসে জিতে ব্যাট নেয় ভারত। অধিনায়ক শুবমন গিল, ঋতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জয়সোয়ালের ব্যাটিং-এর দৌলতে ভারত করে ৪ উইকেটে ১৮২ রান। জবাবে জিম্বাবোয়ে করে ৬ উইকেটে ১৫৯ রান। ২৩ রানে জিতে যায় ভারত। ১৫ রানে ৩ উইকেট দখল করে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন ওয়াশিংটন সুন্দর।

শুরু থেকেই ঝড়ের গতিতে রান    

শুরু থেকেই দুরন্ত গতিতে রান তুলতে থাকে ভারত। যশস্বী জয়সোয়াল এবং অধিনায়ক শুবমন গিলের ওপেনিং জুটি ৮.১ ওভারে যোগ করে ৬৭ রান। সিকান্দার রাজার বলে ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান যশস্বী। ২৭ বলে ৩৬ করেন তিনি। গত ম্যাচের সেঞ্চুরিকারী অভিষেক শর্মা এ দিন বেশি কিছু করতে পারেননি। ৯ বলে ১০ রান দলের ৮১ রানের মাথায় তিনি আউট হন। তাঁকেও তুলে নেন সিকান্দার। ক্যাচ ধরেন তাদিওয়ানাশে মারুবানি।

অধিনায়ক শুবমনের সঙ্গী হন ঋতুরাজ। তৃতীয় উইকেটের জুটিতে শুবমন-ঋতুরাজ যোগ করেন ৭২ রান। দলের ১৫৩ রানের মাথায় ব্লেসিং মুজারাবানির বলে সিকান্দার রাজাকে ক্যাচ দিয়ে শুবমন ফিরে যান। তিনি করেন ৪৯ বলে ৬৬ রান। তাঁর ৬৬ রানে ৩টে ছয় আর ৭টা চার ছিল। মাত্র ১ রানের জন্য অর্ধশত রান থেকে বঞ্চিত হন ঋতুরাজ। তিনিও মুজারাবানির শিকার হন। ক্যাচ ধরেন ওয়েসলি মাধেভেরে। ঋতুরাজের ২৮ বলে করা ৪৯ রানে ছিল ৩টে ছয় আর ৪টে চার। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ভারত করে ৪ উইকেটে ১৮২ রান। ব্যাট করছিলেন সঞ্জু স্যামসন (৭ বলে ১২ রান) আর রিঙ্কু সিং (১ বলে ১ রান)।

শুরুতেই বিপাকে জিম্বাবোয়ে

জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে শুরুতেই বিপাকে পড়ে জিম্বাবোয়ে। ঘন ঘন উইকেট পড়তে থাকে। জিম্বাবোয়ের প্রথমদিকের কোনো ব্যাটারই ভারতের পেসারদের মোকাবিলা করতে পারছিলেন না। ৩৯ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা। ওয়াশিংটন সুন্দর, অবেশ খান (৩৯ রানে ২ উইকেট) এবং খলিল আহমেদ (১৫ রানে ১ উইকেট) জিম্বাবোয়ের ৫ উইকেট ভাগ করে নেন।

শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ডিওন মায়ার্স এবং ক্লাইভ ম্যাডান্ডে। এবং তারা দলকে অনেক দূর নিয়ে যান। ষষ্ঠ উইকেটে তাঁরা যোগ করেন ৭৯ রান। দলের ১১৬ রানের মাথায় ওয়াশিংটন সুন্দরের বলে রিঙ্কু সিং-কে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান ক্লাইভ ম্যাডান্ডে (২৬ বলে ৩৭ রান)। মায়ার্সের সঙ্গী হন ওয়েলিংটন মাসাকাদজা। কিন্তু জয় তখনও ৬৭ রান দূরে। হাতে ২১টি বল। তাঁরা চেষ্টার কসুর করেননি। কিন্তু জয় অধরাই থেকে যায়। তাঁদের ইনিংস থেমে যায় ১৫৯ রানে। মায়ার্স ৪৯ বলে ৬৫ রান এবং মাসাকাদজা ১০ বলে ১৮ রান করে নট আউট থাকেন।

আরও পড়ুন

ভারত-জিম্বাবোয়ে টি২০: অভিষেক-ঋতুরাজ-রিঙ্কুর ব্যাটিং আর অবেশ-মুকেশ-রবির বোলিং-জাদু, প্রথম হারের বদলা 

সাম্প্রতিকতম

পাঁচ রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক, গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে জোর

বন্ধন ব্যাঙ্ক পাঁচটি রাজ্যে ১৬টি নতুন শাখার উদ্বোধন করল। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিসগড়ে ছড়িয়ে পড়ল ব্যাঙ্কের নতুন পদচিহ্ন। শাখা সংখ্যা ১৭৩০ ছাড়াল।

ভিভো ভারতের বাজারে আনল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন, দুর্দান্ত ব্যাটারি ও ক্যামেরা ফিচারে তাক লাগাবে

ভিভো ভারতের বাজারে লঞ্চ করল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন। ৭৩০০ এমএএইচ ব্যাটারি, ৯০W ফ্ল্যাশ চার্জ, উন্নত ক্যামেরা ও আকর্ষণীয় ডিসপ্লে ফিচার নিয়ে হাজির হয়েছে Vivo T4। দাম শুরু ২১,৯৯৯ টাকা থেকে।

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন সহজেই

আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ। এখন অনলাইন পোর্টালে নিজের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন আপনার নামে চালু থাকা সব সিমের তালিকা।

আরও পড়ুন

আইপিএল ২০২৫: বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি করে নিল পঞ্জাব কিংস ও কেকেআর

পঞ্জাব কিংস: ২০১-৪ (প্রভসিমরন সিং ৮৩, প্রিয়াংশ আর্য ৬৯, বৈভব অরোরা ২-৩৪) কলকাতা নাইট রাইডার্স:...

ছয় মেরে অভিষেক আইপিএল-এ কনিষ্ঠতম খেলোয়াড় বৈভব সূর্যবংশীর

খবর অনলাইন ডেস্ক: ইতিহাস রচনা করল বৈভব সূর্যবংশী। গত মাসেই ১৪ বছর হয়েছে তার...

স্বাধীনতা দিবসের পরই বাংলাদেশ সফরে ভারত, সাদা বলের সিরিজে বিশ্রামে থাকছেন সিনিয়ররা?

১৭ অগস্ট থেকে শুরু ভারত-বাংলাদেশ সাদা বলের সিরিজ়। মিরপুর ও চট্টগ্রামে হবে ছ’টি ম্যাচ। বিশ্রামে রোহিত, বিরাটরা? বাংলাদেশ সফরে যেতে পারেন তরুণরা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে