Home খেলাধুলো ক্রিকেট ভারত-জিম্বাবোয়ে টি২০: সঞ্জু-শিবম-মুকেশের বাহাদুরিতে ৪২ রানে জয়, ৪-১ ম্যাচে সিরিজ দখল শুবমনদের...

ভারত-জিম্বাবোয়ে টি২০: সঞ্জু-শিবম-মুকেশের বাহাদুরিতে ৪২ রানে জয়, ৪-১ ম্যাচে সিরিজ দখল শুবমনদের  

0
চ্যাম্পিয়ন হল ভারত। ছবি Zimbabwe Cricket ‘X’ handle থেকে নেওয়া।

ভারত: ১৬৭-৬ (সঞ্জু স্যামসন ৫৮, শিবম দুবে ২৬, ব্লেসিং মুজারাবানি ২-১৯, রিচার্ড নগারাভা ১-২৯)

জিম্বাবোয়ে: ১২৫ (১৮.৩ ওভার) (ডিওন মায়ার্স ৩৪, ফরজ আক্রম ২৭, মুকেশ কুমার ৪-২২, শিবম দুবে ২-২৫)

খবর অনলাইন ডেস্ক: সঞ্জু স্যামসনের ৪৫ বলে ৫৮ রান। মুকেশ কুমার ২২ রানে তুলে নিলেন ৪ উইকেট। আর ব্যাটে-বলে ভালো প্রদর্শন করলেন শিবম দুবে। ঝোড়ো ব্যাটিং করে ১২ বলে ২৬ রান তুলে দুর্ভাগ্যক্রমে রান আউট হয়ে যান শিবম। আর বল করতে এসে ২৫ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। জিম্বাবোয়ের সিকান্দার রাজাকে রান আউটও করেন শিবম। মূলত সঞ্জু-শিবম-মুকেশের বাহাদুরিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ৪২ রানে জয় পেল ভারত। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে হেরে টানা ৪টি ম্যাচ জিতল শুবমান গিলদের ভারত। তারা সিরিজ দখল করল ৪-১ ফলে। এই ম্যাচে ‘প্লেয়ার অফ দ্য’ ম্যাচ’ হলেন শিবম দুবে।

শুরুতে বিপাকে ভারত

সোমবার হারারে স্পোর্টস ক্লাবের মাঠে আয়োজিত ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের উদ্দেশ্য কিছুটা সিদ্ধ হয়, কারণ ৪০ রানের মধ্যে ভারত ৩ উইকেট হারায়। দলের ১৩ রানে আউট হন যশস্বী জয়সোয়াল (৫ বলে ১২ রান) সিকান্দার রাজার বলে বোল্ড হয়ে। হাল ধরে রাখেন অপর ওপেনার তথা অধিনায়ক শুবমন গিল। ১১ বলে ১৪ রান করে ব্লেসিং মুজারাবানির বলে ক্লাইভ ম্যাডান্ডেকে ক্যাচ দিয়ে অভিষেক শর্মা যখন ফিরে যান তখন দলের রান ৩৮। দলের স্কোরে ২ রান যোগ হতেই ফিরে যান শুবমন (১৪ বলে ১৩ রান) রিচার্ড নগারাভার বলে সিকান্দার রাজাকে ক্যাচ দিয়ে।

ind zim 5th t20 sanju 16.07

ব্যাট করছেন সঞ্জু। ছবি Zimbabwe Cricket ‘X’ handle থেকে নেওয়া।

এখান থেকেই হাল ধরেন সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ। তাঁরা ৯.২ ওভারে যোগ করেন ৬৫ রান। ২৪ বলে ২২ রান করে ব্র্যান্ডন মাভুতার বলে নগারাভাকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন পরাগ। সঞ্জুর সঙ্গী হন শিবম দুবে। তাঁরা দলের রান নিয়ে যান ১৩৫-এ। মুজারাবানির বলে তাদিওয়ানাশে মারুমানিকে ক্যাচ দিয়ে আউট হন সঞ্জু। ৪৫ বলে সঞ্জুর ৫৮ রানের মধ্যে রয়েছে ৪টে ছয় এবং ১টা চার। ব্যাটিং-এ স্বল্প সময়ের জন্য ঝড় তুলে দলের রান টেনে নিয়ে যেতে থাকেন শিবম দুবে, সঙ্গী ছিলেন রিঙ্কু সিং। মাত্র ১২ বলে খেলেন শিবম, করেন ২৬ রান। এর মধ্যে ছিল ২টি ছয়, ২টি চার। দুর্ভাগ্য শিবমের। দলের ১৫৩ রানের মাথায় তিনি রান আউট হয়ে যান। বাকি ৫ বলে ১৪ রান ওঠে। অবশেষে ভারত ইনিংস শেষ করে ৬ উইকেটে ১৬৭ রানে।

৪ উইকেট মুকেশ কুমারের দখলে

জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ১৫ রানের মধ্যে ২ উইকেট পড়ে যাওয়া সত্ত্বেও লড়াই থেকে সরেনি জিম্বাবোয়ে। ১২.৪ ওভারে ৪ উইকেটে ৮৫ রান তোলে। কিন্তু এর পরই তাদের ইনিংসে ধস নামে। শেষ ৬ উইকেটে তারা যোগ করে ৪০ রান। নির্ধারিত ২০ ওভারের ৯ বল বাকি থাকতেই তারা গুটিয়ে যায়।

হারারের মাঠে ভারতীয় দর্শক। ছবি Zimbabwe Cricket ‘X’ handle থেকে নেওয়া।                

জিম্বাবোয়ের ইনিংসে সবচেয়ে বেশি রান ওঠে তৃতীয় উইকেটের জুটিতে। তাদিওয়ানাশে মারুমানি (২৪ বলে ২৭ রান) এবং ডিওন মায়ার্স (৩২ বলে ৩৪ রান) তৃতীয় উইকেটের জুটিতে তোলেন ৪৪ রান। শেষের দিকে ব্যাটিং-এ কিছুটা ঝড় তোলেন ফরজ আক্রম (১৩ বলে ২৭ রান)। কিন্তু এই তিন জনের রান তো যথেষ্ট ছিল না। জিম্বাবোয়ে গুটিয়ে গেল ১২৫ রানে। তখনও ৯ বল খেলা বাকি।

জিম্বাবোয়ের ইনিংসে ধস নামান মূলত মিডিয়াম পেসার মুকেশ কুমার। তিনি ৩.৩ ওভারে ২২ রান দিয়ে ৪ উইকেট পান। মুকেশের সঙ্গী ছিলেন শিবম দুবে (২৫ রান দিয়ে ২ উইকেট)। বাকি উইকেট ভাগ করে নেন ওয়াশিংটন সুন্দর (৭ রানে ১ উইকেট), অভিষেক শর্মা (২০ রানে ১ উইকেট) এবং তুষার দেশপাণ্ডে (২৫ রানে ১ উইকেট)। দলের অধিনায়ক সিকান্দার রাজা রান আউট হন। ভারত জিতে যায় ৪২ রানে।

আরও পড়ুন

ভারত-জিম্বাবোয়ে টি২০: সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকলেন যশস্বী, সঙ্গী শুবমন, জয় ১০ উইকেটে

ভারত-জিম্বাবোয়ে টি২০: মায়ার্স-ম্যাডান্ডের লড়াই ব্যর্থ হল, ২৩ রানে জয় পেল শুবমনের ভারত

ভারত-জিম্বাবোয়ে টি২০: অভিষেক-ঋতুরাজ-রিঙ্কুর ব্যাটিং আর অবেশ-মুকেশ-রবির বোলিং-জাদু, প্রথম হারের বদলা  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version