ভারত: ৩৭৬ ও ২৮৭-৪ (ডিক্লেয়ার্ড) (শুবমন গিল ১১৯ নট আউট, ঋষভ পন্থ ১০৯, মেহেদি হাসান মিরাজ ২-১০৩)
বাংলাদেশ: ১৪৯ ও ১৫৮-৪ (নাজমুল হাসান শান্ত ৫১ নট আউট, শাদমান ইসলাম ৩৫, রবিচন্দ্রন অশ্বিন ৩-৬৩)
চেন্নাই: প্রথম টেস্টের তৃতীয় দিনে ভারতই রাজ করল। ব্যাটিং-এ বাজিমাত করলেন শুবমন গিল ও ঋষভ পন্থ এবং জয়ের জন্য বাংলাদেশের সামনে খাড়া করলেন এক বিশাল লক্ষ্যমাত্রা – ৫১৫। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে বোলিং-এ খেল দেখাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে বাংলাদেশ এখনও জয় থেকে ৩৫৭ রান দূরে। হাতে ৬ উইকেট।
তৃতীয় দিনে পিচ ভাঙেনি আর সিমের গতিপ্রকৃতিও অনেক স্বাভাবিক হয়ে গিয়েছে। প্রথম দিনের ১.৩ ডিগ্রি থেকে তৃতীয় দিনে ০.৪ ডিগ্রি। ব্যাটিং-এর পক্ষে দুর্দান্ত পিচ। ফলে দ্বিতীয় দিনের শেষে ভারত ৩ উইকেটে ৮১ রান করে ফিরে গেলেও তৃতীয় দিনে তারা রান নিয়ে গেল ২৮৭-তে, মাত্র ১ উইকেট হারিয়ে। অর্থাৎ তৃতীয় দিনে ভারত করল ১ উইকেটে ২০৬। ১০৯ রান করে টেস্টে তাঁর ষষ্ঠ সেঞ্চুরিটি করলেন ঋষভ এবং শুবমন তাঁর পঞ্চম সেঞ্চুরিতে নট আউট থাকলেন ১১৯ করে।
বাংলাদেশ যখন ব্যাট করছিল তখনও পিচের অবস্থা একেবারে নিরামিষ। তাতেই নিজের টানা বোলিং স্পেলে জাদু দেখালেন রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের ৪ উইকেটের মধ্যে ৩টিই পকেটে পুরে নিলেন অশ্বিন ৬৩ রান দিয়ে।
অশ্বিনের তিন নম্বর উইকেট। মুসফিকুর রহিম আউট। ছবি বিসিসিআই-এর ‘এক্স’ থেকে নেওয়া।
ভারত ৮১-৩ থেকে ২৮৭-৪
চেন্নাইয়ের মাঠে ৮১-৩ স্কোর নিয়ে ব্যাট করতে নামেন শুবমন ও ঋষভ। বাংলাদেশের বোলারদের পাত্তা না দিয়ে তাঁরা স্বচ্ছন্দে ব্যাট করে যেতে থাকেন। চতুর্থ উইকেটের জুটিতে দুজনে তোলেন ১৬৭ রান। দুজনের মধ্যে ঋষভ কিঞ্চিৎ বেশি আক্রমণাত্মক ছিলেন। ভারতের যে একমাত্র উইকেটটি পড়ে সেটি হল ঋষভেরই। ১২৮ বলে ১০৯ রান (৪টে ছয় ও ১৩টা চার) করে মেহেদি হাসান মিরাজের বলে তাঁকেই ক্যাচ দিয়ে ফিরে যান ঋষভ। শুবমনের সঙ্গী হল কে এল রাহুল। দুজনে অবিচ্ছেদ্য থেকে দলের রান ২৮৭-তে নিয়ে যাওয়ার পর ভারত ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। ১৭৬ বলে ১১৯ রান (৪টে ছয় ও ১০টা চার) করে নট আউট থাকেন শুবমন। আর রাহুল নট আউট থাকেন ১৯ বলে ২২ রান করে।
লক্ষ্যমাত্রা থেকে এখনও ৩৫৭ রান দূরে বাংলাদেশ
জয়ের জন্য বাংলাদেশের সামনে এক বিশাল লক্ষ্যমাত্রা স্থাপন করে ভারত – ৫১৫ রান। তবে ক্রিকেটে অসম্ভব বলে তো কিছু হয় না। হাতে প্রায় আড়াই দিন সময়। সেটাই মাথায় রেখে বাংলাদেশের ইনিংসের সূচনা করেন জাকির হাসান এবং শাদমান ইসলাম। শুরুটা মন্দ করেননি দুই ওপেনিং ব্যাটার। তাঁরা ১৬.২ ওভার অবিচ্ছেদ্য থেকে রান টেনে নিয়ে যান ৬২-তে।
কিন্তু দলের ৬২ রানে জসপ্রীত বুমরাহের বলে যশস্বীকে ক্যাচ দিয়ে জাকির (৩৩ রান) প্যাভিলিয়নের পথ ধরার পর থেকে নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে বাংলাদেশের। ১৪৬ রানের মধ্যে একে একে ফিরে যান শাদমান ইসলাম (৩৫ রান), মমিনুল হক (১৩ রান) এবং মুসফিকুর রহিম (১৩ রান)। এঁরা সকলেই রবিচন্দ্রন অশ্বিনের শিকার। দিনের শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৫৮ রান। অর্ধশতরান লড়ে যাচ্ছেন দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত (৬০ বলে ৫১ রান) এবং শাকিব আল হাসান (১৪ বলে ৫ রান)। জিততে হলে ভারতকে এখনও করতে হবে ৩৫৭ রান। হাতে রয়েছে ৬ উইকেট আর অঢেল সময়। পাক্কা দুদিন।
আরও পড়ুন
ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: বুমরাহর ৪ উইকেট, মোক্ষম সময়ে আঘাত জাদেজার, ভারত এগিয়ে ৩০৮ রানে