ভারত: ১৮৪-৭ (রোহিত ৫৩, কিষান ২৯, স্যান্টনার ৩-২৭)
নিউজিল্যান্ড:১১১ (১৭.২ ওভারে) (গাপটিল ৫১, অক্ষর ৩-৯, হর্শল ২-২৬)
কলকাতা: টি২০ বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ডকে তিন ম্যাচের সিরিজে একেবারে হোয়াইট অয়াশ করে দিল ভারত।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম দু’টি ম্যাচে সহজেই জিতেছিল ভারত। প্রথম ম্যাচে জয়পুরে এবং দ্বিতীয় ম্যাচ রাঁচিতে। কলকাতার ইডেন উদ্যানে রবিবার আয়োজিত তৃতীয় ম্যাচটি ছিল নিয়মরক্ষার।
সেই ম্যাচে কিউয়িদের একেবারে নাস্তানাবুদ করে দিল ভারত। তারা নিউজিল্যান্ডকে হারিয়ে দিল ৭৩ রানে।
টসে জিতে রোহিত শর্মার ভারত ব্যাট নেয়। তারা করে ৭ উইকেটে ১৮৪ রান। ভারতের পক্ষে সব চেয়ে বেশি রান করেন স্বয়ং অধিনায়ক। তিনি করেন মাত্র ৩১ বলে ৫৬ রান। এ দিন কে এল রাহুল বিশ্রাম নেন। তাঁর পরিবর্তে রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করেন ইশান কিষান। দু’ জনে প্রথম উইকেটের জুটিতে ৬.২ ওভারে ৬৯ রান তোলেন। ইশান কিশান ২১ বলে ২৯ করে প্রথমে আউট হন।
শ্রেয়স আইয়ার (২০ বলে ২৫), বেঙ্কটেশ আইয়ার (১৫ বলে ২০) এবং হর্শল পটেলের (১১ বলে ১৮) ব্যাটের সুবাদে ভারত ৭ উইকেটে ১৮৪ রান করে। কিউয়িদের হয়ে মিচেল স্যান্টনার ২৭ রানে ৩ উইকেট নেন।
১৮৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে কখনোই স্বচ্ছন্দ ছিলেন না কিউয়ি ব্যাটসম্যানেরা, একমাত্র ব্যতিক্রম মার্টিন গাপটিল। গাপটিল করেন ৩৬ বলে ৫১ রান। তা সত্ত্বেও নিউজিল্যান্ড মাত্র ১১১ রানে গুটিয়ে যায়। ১৭.২ ওভারেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। স্কোরবোর্ডই বলে দিচ্ছে বাকি কিউয়ি ব্যাটসম্যানরা কিছুই করতে পারেননি। ৯ রানে ৩ উইকেট নিয়ে বোলিংয়ে নজর কাড়েন অক্ষর পটেল। প্লেয়ার অব দ্য ম্যাচ হন তিনি। আর প্লেয়ার অব দ্য সিরিজ হন রোহিত শর্মা।
আরও পড়তে পারেন
এ বারেও শুরুটা ভালো হল না ইস্টবেঙ্গলের, জামশেদপুরের সঙ্গে ম্যাচ ১-১ ড্র
ত্রিপুরায় গ্রেফতার সায়নী ঘোষ, সোমবার দিল্লিতে ধরনায় বসছেন তৃণমূল সাংসদরা
বদলাচ্ছে নিয়ম! স্কুলের সময়সীমা নিয়ে নয়া বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের
ভারতী ঘোষকে বড়ো দায়িত্ব দিল বিজেপি, এ বার দলের জাতীয় মুখপাত্র