ভারত: ১৪৫-৬ (মিতালি রাজ ৫১, স্মৃতি মনধনা ৩৩, গার্থ ২-২২)
আয়ারল্যান্ড: ৯৩-৮ (জয়েশ ৩৩, আর পি যাদব ৩-২৫, ডি বি শর্মা ২-১৫)
গায়ানা: আট বছর পর ভারতের মহিলা দল টি২০ বিশ্বকাপ ক্রিকেটে সেমিফাইনালে জায়গা করে নিল। বৃহস্পতিবার গায়ানায় অনুষ্ঠিত গ্রুপ বি-এর ম্যাচে তারা আয়ারল্যান্ডকে হারাল ৫২ রানে। প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন মিতালি রাজ।
আয়ারল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। আজ কিন্তু শুরুটা ভালো হলেও ভারতের রান ওঠার গতি শ্লথ ছিল। আগাগোড়াই মাঝারি গতিতে খেলে যায় ভারতের ব্যাটসম্যানরা। মিতালি রাজ ও স্মৃতি মনধনার ওপেনিং জুটিতে রান ওঠে ৬৭। ব্যাক্তিগত ৩৩ রানের মাথায় আউট হয়ে যান স্মৃতি। দ্বিতীয় উইকেট পড়ে ১০৭ রানে। রডরিগস আউট হন নিজস্ব ১৮ রানে। এর পর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত নির্দিষ্ট ২০ ওভারে ভারত ৬ উইকেটে ১৪৫ রানে তোলে। সর্বোচ্চ রান মিতালির, ৫১।
১৪৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে আয়ারল্যান্ড ব্যাট করতে নামে। গোড়ার দিকে তেমন ভাবে উইকেট না পড়লেও রান ওঠার গতি ছিল খুব শ্লথ। ১৬.৫ ওভারে যখন চতুর্থ উইকেট যখন পড়ে তখন স্কোরবোর্ডে রান ৮২। বাকি ১৯ বলে আয়ারল্যান্ড যোগ করে মাত্র ১১ রান। উইকেট পড়ে ৪টি। ভারত ৫২ রানে ম্যাচ জিতে যায়।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।