ক্রিকেট
ম্যাচের মোড় ঘুরিয়ে দিল বিরাটের রান আউট
খুব একটা খারাপ স্কোরও করেনি ভারত।

ভারত: ২৩৩-৬ (বিরাট ৭৪, পুজারা ৪৩, স্টার্ক ২-৪৯)
খবরঅনলাইন ডেস্ক: ভারত খেলছিল ভালোই। এবং দিন রাতের টেস্টের মান হিসেবে প্রথম দিনের শেষে তাদের স্কোর অতটাও খারাপ না। কিন্তু তবুও বলা যায় যে ভারতের পরিস্থিতি এই রকমও হত না, যদি না লজ্জাজনক ভাবে রান আউট হয়ে যেতেন অধিনায়ক বিরাট কোহলি। তাও ঋদ্ধিমান সাহা এবং রবিচন্দ্রন অশ্বিন ইনিংস ধরে রাখায় শুক্রবার ভদ্রস্থ স্কোরে পৌঁছোতেই পারে ভারত।
ঝুঁকির সিদ্ধান্ত টসে, ব্যর্থ পৃথ্বী
গোলাপি বলের টেস্টে প্রথম টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া খুব একটা দেখা যায় না। কারণ, ধারণা যে গোলাপি বল অনেক বেশি সুইং করে এবং প্রথম দিনের প্রথম সেশনে তা কাজে লাগাতে পারেন পেসাররা। কিন্তু তা সত্ত্বেও টসে জিতে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
কোহলির সিদ্ধান্তকে কোনো ভাবেই সম্মান জানাতে পারলেন না পৃথ্বী শ। পৃথ্বী ব্যর্থ হবেন, এমন আশঙ্কা ছিলই। কারণ প্রস্তুতি ম্যাচের চারটে ইনিংসেই রান পাননি তিনি। তাও তার পরেই ভরসা রাখছিল টিম ম্যানেজমেন্ট যে হেতু নিউজিল্যান্ডে শেষ টেস্টে তিনিই ওপেনার ছিলেন এবং ভালো খেলেও ছিলেন।
ম্যাচের দ্বিতীয় বলেই মিচেল স্টার্কের ইনসুইং সামলাতে না পেরে প্লেড-অন হয়ে যান তিনি। বিপদ আরও বাড়তে পারত, যদি সেই ওভারেই চেতেশ্বর পুজারার দেওয়া খোঁচাটা তালুবন্দি করতে পারতেন টিম পেইন।
ঝাপটা সামলে দিলেন পুজারা-বিরাট
যা-ই হোক, এই পরিস্থিতি থেকে অসম্ভব ধৈর্যের পরীক্ষা দিতে থাকেন পুজারা এবং ময়াঙ্ক অগ্রবাল। কোনো বাড়তি ঝুঁকি নয়, লুজ বল পেলেই তবেই শট খেলছিলেন দু’ জনে। বাকি সময়টা স্তিমিতই ছিলেন। এই ভাবেই ১৮টা ওভার খেলার পর উনিশতম ওভারে আচমকা ছন্দপতন। অগ্রবালকে তুলে নেন প্যাট কামিন্স। প্রথম এক ঘণ্টায় করা যাবতীয় পরিশ্রম, এক লহমায় ব্যর্থ হয়ে গেল।
তখন আরও সাতটা ওভার বাকি ছিল বিরতির জন্য। সেই সাতটা ওভার সন্তর্পণে পার করে দেন চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলি।
প্রথম বিরতির পর নিজেদের মধ্যে দুর্দান্ত জুটি তৈরি করেন পুজারা এবং বিরাট। এই আধুনিক যুগেও কোনো রকম প্রলোভনে না পড়ে যে ভাবে নিজের ইনিংসকে পুজারা এগিয়ে নিয়ে গেলেন তা যথেষ্ট প্রশংসার পাত্র। এই জুটি চলাকালীনই প্রথম বার মনে হল যে টসের সিদ্ধান্ত ঝুঁকির হলেও সম্ভবত সেটায় ভুল কিছু ছিল না।
এ দিকে পেসারদের পালা শেষ করে ২৮তম ওভারে প্রথম বার স্পিনার আনেন টিম পেইন। ন্যাথান লিঁয় আসতেই রানের গতি বাড়তে শুরু করে ভারতের। কিছুটা সাহসী পদক্ষেপ করতে শুরু করেন পুজারা এবং বিরাট। স্টেপ আউট করতেও ভয় পাচ্ছিলেন না দু’ জনে।
কিন্তু সেট হয়ে গিয়ে এই লিঁয়র ঘূর্ণিই পরাস্ত করে পুজারাকে। ভালো খেলেও অর্ধশতরানের থেকে মাত্র সাত রান আগেই শেষ হয় তাঁর ইনিংস।
রান আউট থামিয়ে দিল দুরন্ত বিরাটকে
পিঙ্ক বলে বিরাটের রেকর্ড কিন্তু দুর্দান্ত। গত বছর বাংলাদেশের বিরুদ্ধে দিন রাতের টেস্টেই শতরান করেছিলেন তিনি। দ্বিতীয় বার পিঙ্ক বলের মুখোমুখি হয়েও দুর্দান্ত খেলছিলেন তিনি।
পুজারা আউট হয়ে যাওয়ার পর অজিঙ্ক রাহানেকে সঙ্গে নিয়ে বড়ো স্কোরের দিকে ভারতকে নিয়ে যাচ্ছিলেন বিরাট। রাহানের শুরুর দিকে কিছুটা জড়তা ছিল, কিন্তু বিরাটের সেটাও ছিল না। তিনি অসাধারণ সাবলীল ভাবে খেলে যাচ্ছিলেন।
বিরাট আর রাহানের জুটির মধ্যে দিয়েই ভারতের রান রেটটা বাড়তে থাকে ক্রমশ। দুরন্ত অর্ধশতরান পেরিয়ে যান তিনি। মনে হচ্ছিল আরও একটা বড়ো ইনিংস অপেক্ষা করছে বিরাটের, তখনই ঘটল ছন্দপতন। ৮৮ রানের জুটি নিজেদের মধ্যে তৈরি করেও বোঝাপড়ার অভাব ঘটল। লজ্জার রান আউট হলেন বিরাট।
ভেঙে পড়ল ব্যাটিং
বিরাট ফিরতেই ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং। আসলে খুব বাজে সময়ে আউট হয়ে যান বিরাট। রাতের বেলায় পিঙ্ক বলের মোকাবিলা করতে গিয়ে ব্যাটসম্যানরা হিমশিম খেয়েছেন, এমন ঘটনা গত পাঁচ বছরের ইতিহাসে অনেক বারই হয়েছে। এ বারও সেই রকম ব্যাপারই ঘটল।
প্রথমেই ড্রেসিং রুমের পথ দেখেন অজিঙ্ক রাহানে। উইকেটের সামনে তাঁর পা পেয়ে যান মিচেল স্টার্ক। একই ভাবে হেজেলউড আউট করে দেন হনুমাকে। তিন উইকেটে ১৮৮ থেকে আচমকা ভারতের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ২০৬।
হুংকার ছাড়তে থাকা অজি বোলারদের তখন সামলাচ্ছেন ঋদ্ধিমান সাহা। তাঁর ভাগ্য একটা সরু সুতোর ওপরে ঝুলছে। ব্যাট হাতে ব্যর্থ হলে টেস্ট দলে নিজের জায়গা হারাতে পারেন তিনি। কিন্তু পরিস্থিতিটাও যথেষ্ট চাপের ছিল, সেটাও মানতে হবে।
তবে দিনের এই শেষ একটা ঘণ্টা কিন্তু যথেষ্ট সাবলীল ভাবে সামলে দিয়েছেন ঋদ্ধি। রান এখনও সে ভাবে করেননি, কিন্তু যে ভাবে ব্লক করেছেন এবং ছেড়েছেন, তাতে তাঁকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হচ্ছে। দিনের শেষ ওভারে হেজেলউডের বলে দুর্দান্ত কভার ড্রাইভও মেরেছেন ঋদ্ধি।
তাঁর সঙ্গে ব্যাট করছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি কিছুটা ঝুঁকিপূর্ণ ইনিংস খেললেও এখনও নিজের উইকেট বাঁচিয়ে রেখেছেন। শুক্রবার এই দু’ জনের ব্যাট চলতে থাকলে ভারত কিন্তু বেশ ভদ্রস্থ স্কোরে পৌঁছে যেতে পারে। বলে রাখা ভালো যে ২০১৮-এর অ্যাডিলেড টেস্টে ভারত প্রথম ইনিংসে আড়াইশো করেছিল।
ক্রিকেট
ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল ভারত
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল ভারত।

ভারত: ৩৬৫ (পন্থ ১০১, সুন্দর ৯৬* স্ট্রোকস ৪-৮৯, আন্ডারসন ৩-৪৪)
ইংল্যান্ড: ২০৫ (স্ট্রোকস ৫৫, লরেন্স ৪৬ অক্ষর ৪-৬৮, অশ্বিন ৩-৪৭) এবং ১৩৫ (লরেন্স ৫০, রুট ৩০ অশ্বিন ৫-৪৭ অক্ষর ৫-৪৮)
খবর অনলাইন ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্য়াচে এক ইনিংস এবং ২৫ রানে দুর্দান্ত জয়! ঘরের মাঠে ১৩তম টেস্ট সিরিজ জেতার রেকর্ড গড়ার পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করল ভারত।
শনিবার অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চতুর্থ টেস্ট ম্যাচের তৃতীয় দিন বিপক্ষ ইংল্যান্ডকে অলআউট করে দিল ভারত।
রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর পটেলের দুর্দান্ত বোলিংই এ দিন ভারতের জয়ের পথ মসৃণ করে দেয়। দুই ভারতীয় বোলারই দ্বিতীয় ইনিংসে ৫টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে মাত্র ২০৫ রানে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিতে অক্ষর ৪টি এবং অশ্বিন ৩টি উইকট তুলে নিয়েছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে স্কোর বোর্ডে দেড়শোর উপরে উঠতে দিলেন না দুই দাপুটে বোলার।
ইংল্যান্ড এই টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ইনিংসে তারা ২০৫ রান তুলতে সক্ষম হয়। তবে দুর্দান্ত ব্যাটিং করে ভারত প্রথম ইনিংসে ৩৬৫ রান করে ১৬০ রানের লিড নিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১৩৫ রানে অলআউট হয়ে গেল আজ। এই টেস্টে অক্ষর ৯ উইকেট এবং আশ্বিন ৮ উইকেট নিয়েছেন। ভারতের হয়ে সেঞ্চুরি করেছেন ঋষভ পন্থ।
প্রসঙ্গত, ইংল্যান্ড প্রথম টেস্ট ২২৭ রানে জিতে এই সিরিজে দুর্দান্ত সূচনা করেছিল। তবে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩১৭ রানে হারিয়ে ভারত আবারও ফিরে আসে। এর পরে, দ্বিতীয় টেস্টটি দু’দিনের মধ্যেই ১০ উইকেটে জিতে নেয় ভারত। ধারাবাহিকতা বজায় রেখে চতুর্থ টেস্টে এক ইনিংস ও ২৫ রানে জয়ী হল ভারত। সিরিজের ফল ৩-১।
আরও পড়তে পারেন: শতরানের খরা কাটিয়ে ‘সুন্দর’ ইনিংস ঋষভের, চালকের আসনে ভারত
ক্রিকেট
শতরানের খরা কাটিয়ে ‘সুন্দর’ ইনিংস ঋষভের, চালকের আসনে ভারত
রোহিত এই সিরিজে ভারতের হয়ে সব থেকে বেশি রান করেছেন। এটা রোহিতের পক্ষে যেমন ভালো বিজ্ঞাপন, তেমনই ভারতীয় ব্যাটিংয়ের খারাপ দশাটাও দেখিয়ে দিচ্ছে।

ইংল্যান্ড ২০৫
ভারত ২৯৪-৭ (ঋষভ ১০১, সুন্দর ৬০, অ্যান্ডারসন ৩-৪০)
খবরঅনলাইন ডেস্ক: জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অভিষেকের পর থেকে বল হাতে যতটা কামাল তিনি করেছেন, তার থেকে অনেক বেশি প্রভাব ফেলেছেন ব্যাটে। এ হেন ওয়াশিংটন সুন্দর যদি ঋষভ পন্থের সঙ্গে ক্রিজে জমে না জেতেন, তা হলে ভারতের কপালে অবধারিত দুঃখ ছিল।
পন্থকে যত কৃতিত্ব দেওয়া যায়, কমই হবে। অত্যন্ত কঠিন পিচে যে ব্যাটিংটা তিনি করলেন তা এক কথায় দুর্দান্ত। টেস্টে পন্থের অনেক ভালো ভালো ইনিংস রয়েছে। কিন্তু তাঁর সেরা ইনিংসগুলোর তালিকা তৈরি করতে হলে, নিঃসন্দেহে এটা দু’নম্বরে আসবে, প্রথমে অবশ্যই আসবে ব্রিসবেনে ম্যাচ জেতানো সেই ইনিংসটা।
মধ্যাহ্নভোজনের আগেই ভারতের চতুর্থ উইকেট যখন পড়ল, দল তখনও ৯০ পেরোয়নি। রোহিত শর্মার সঙ্গে ক্রিজে জমে গিয়েও স্লিপে ক্যাচ তুলে দেন অজিঙ্ক রাহানে। দু’জনের জুটিটা বেশ চলছিল। রাহানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল বড়ো রানের দিকেই এগোচ্ছেন তিনি। কিন্তু সেই ইনিংসকে কাটছাঁট করে দেন জেমস অ্যান্ডারসন।
তার আগেই ভারত বড়ো চাপ খেয়ে গিয়েছে এ দিন। দিনের খেলা শুরু হওয়ার একটু পরেই পর পর ড্রেসিং রুমে ফিরে যান চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলি। সিরিজে এই নিয়ে দ্বিতীয়বার ০ করলেন বিরাট, যা তাঁর কাছে অকল্পনীয়। দলের স্কোর তখন ৪১। এর পর চতুর্থ উইকেট যখন পড়ল ইংল্যান্ড তখন ম্যাচে ফিরে আসার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। কিন্তু খেলা ঘুরিয়ে দিলেন পন্থই।
রোহিত এই সিরিজে ভারতের হয়ে সব থেকে বেশি রান করেছেন। এটা রোহিতের পক্ষে যেমন ভালো বিজ্ঞাপন, তেমনই ভারতীয় ব্যাটিংয়ের খারাপ দশাটাও দেখিয়ে দিচ্ছে। সেই রোহিতকে সঙ্গে নিয়ে দলের স্কোরকে কিছুটা টেনে নিয়ে যান পন্থ। পঞ্চাশ থেকে মাত্র এক রান কমে আউট হয়ে যান রোহিত। কিছুক্ষণ পর যখন রবিচন্দ্রন অশ্বিনও আউট হন ভারত তখন ইংল্যান্ডের স্কোর থেকে ৫৯ রান দূরে।
এর পরের ঘণ্টা আড়াই আর উইকেট পড়েনি। ক্রিজে এসেই জমে যেতে শুরু করেন সুন্দর। অন্যদিকে নিজের খোলস ছেড়ে বেড়িয়ে আসতে শুরু করেন পন্থ। দু’জনের জুটি যখন একশো পেরিয়ে যায়, তখন পন্থের অবদান ছিল ৫৯ বলে ৬৩। জো রুটের বলে ছক্কা মেরে শতরান পূর্ণ করেন তিনি। এর মধ্যে দিয়েই শতরানের খরা কাটে পন্থের। ২০১৯-এর জানুয়ারিতে সিডনিতে শেষ বার শতরান করেছিলেন তিনি।
তবে এ দিন পন্থের ইনিংসে দু’রকম ধরন দেখা গিয়েছিল। প্রথম পঞ্চাশ তিনি করেছিলেন ঢিমেতালে খেলে। কিন্তু পরের পঞ্চাশ আসে পন্থের চিরাচরিত আগ্রাসী ঢঙেই। যদিও শতরানের পরেই পন্থ বুঝিয়ে দেন যে তিনি নিজের স্বভাব খুব একটা বদলাবেন না। কারণ শতরান থেকে এক রান বেশি করেই ড্রেসিং রুমে ফেরেন তিনি।
তবে পন্থ যখন আউট হলেন ভারত ততক্ষণে লিড নিয়ে বেশ সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছে। এখন থেকে যা রানই আসত, সবই বোনাস। এ বার অর্ধশতরান পেরিয়ে যান সুন্দর। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত আর কোনো উইকেট পড়েনি ভারতের। লিড ক্রমশ বাড়িয়ে তারা এখন যথেষ্ট সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছে।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
৬ ক্রিকেটার কোভিড পজিটিভ, স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ
ক্রিকেট
৬ ক্রিকেটার কোভিড পজিটিভ, স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ
অস্ট্রেলিয়ার স্পিনার ফাওয়াদ আহমেদ এবং ইংল্যান্ডের ব্যাটসম্যান টম ব্যান্টন ছাড়া কারও নাম জানা যায়নি।

খবরঅনলাইন ডেস্ক: জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেই কোভিডে আক্রান্ত হয়ে গেলেন ৬ জন ক্রিকেটার-সহ সাত জন। এর ফলে কোনো রকম ঝুঁকি না নিয়ে স্থগিত করে দেওয়া হল পাকিস্তান সুপার লিগ। ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে লেখা হয়, “টিম মালিকদের সঙ্গে বৈঠকের পর অংশগ্রহণকারীদের স্বাস্থ্যকে আগ্রাধিকার দিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএল-৬ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ৭ জন করোনা আক্রান্ত হওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ইসলামাবাদ ইউনাইটেডের অজি লেগ-স্পিনার ফাওয়াদ আহমেদ ইতিমধ্যেই আইসোলেশনে রয়েছেন। তাঁর করোনা পজিটিভ চিহ্নিত হওয়ার কথা ইসলামাবাদ ফ্র্যাঞ্চাইজির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের টম ব্যান্টনও আইসোলেশনে রয়েছেন বল নিজেই জানিয়েছেন।
একজন স্থানীয় সাপোর্ট স্টাফও কোভিড পজিটিভ চিহ্নিত হয়েছেন বলে খবর। তবে বাকিদের পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। উল্লেখ্য, করোনার দাপট কিছুটা কমায় স্টেডিয়ামে ২০ শতাংশ দর্শকের উপস্থিতিতে এই টুর্নামেন্ট চলছিল। সন্দেহ কোনো ভাবেই দর্শকদের সংস্পর্শে এসেছিলেন ক্রিকেটাররা, সেখান থেকেই ছড়িয়েছে করোনাভাইরাস।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
ইংল্যান্ডকে স্পিনের জালে জড়িয়েও শুভমনের উইকেটে অস্বস্তিতে ভারত
-
রাজ্য2 days ago
পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল
-
গাড়ি ও বাইক2 days ago
আরটিও অফিসে আর যেতে হবে না! চালু হল আধার ভিত্তিক যোগাযোগহীন পরিষেবা
-
ভ্রমণের খবর3 days ago
ব্যাপক ক্ষতির মুখে পর্যটন, রাঢ়বঙ্গে ভোট পেছোনোর আর্জি নিয়ে কমিশনের দ্বারস্থ পর্যটন ব্যবসায়ীদের সংগঠন
-
রাজ্য2 days ago
বিধান পরিষদ গঠন করে প্রবীণদের স্থান দেওয়া হবে, প্রার্থী তালিকা ঘোষণা করে বললেন মমতা