james sutherland bcci day night test

ওয়েবডেস্ক: ‘হেরে যাওয়ার ভয়েই দিনরাতের টেস্ট খেলতে চাইছে না ভারত,’ অস্ট্রেলিয়া সফরে দিনরাতের টেস্ট খেলায় বিসিসিআইয়ের অনীহা প্রসঙ্গে এ ভাবেই বিস্ফোরক কথা বললেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সাদারল্যান্ড।

গত তিন বছর ধরে অস্ট্রেলিয়ার অ্যাডেলেডে টেস্ট মানে দিনরাতের টেস্ট। সেই টেস্টগুলো একতরফা ভাবে জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু এই মরশুমে অ্যাডেলেড টেস্টটি আর দিনরাতের হবে না, সৌজন্যে বিসিসিআই। এই প্রসঙ্গে সাদারল্যান্ড বলেন, “ভারত ক্রিকেটের ভবিষ্যতের কথা বেশি না ভেবে শুধুমাত্র সিরিজ জেতার কথা ভাবছে।” সাদারল্যান্ড মনে করেন, “যে দেশে টেস্ট খেলা হবে, সেই দেশেরই উচিত কখন কী রকম ম্যাচ হবে তা ঠিক করা।”

যদিও সাদারল্যান্ডের এই বিস্ফোরক উক্তির পরেও বিশেষ বিচলিত নন বিসিসিআইয়ের প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই। তিনি এখনও মনে করেন এই দিনরাতের টেস্টের কোনো ভবিষ্যৎ নেই। তাঁর কথায়, “এই ব্যাপারে বিসিসিআইয়ের অবস্থানের বিশেষ পরিবর্তন হবে বলে আমি মনে করি না। তবে দলীপ ট্রফি যেমন গত বছর ধরে দিনরাতের হচ্ছে এ বারও সে রকমই হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here