মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারত। সুপার সিক্সের ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়ে একটিও ম্যাচ না হেরে সেমিফাইনালে জায়গা করে নিল তারা। রবিবার অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের হয়ে বল হাতে চমক দেখান বৈষ্ণবী শর্মা। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়ে তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন।
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের মহিলা দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তোলে। প্রথম পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্কে পৌঁছতে পারেননি। দলের অধিনায়ক সুমাইয়া আখতার ২১ রান করে অপরাজিত থেকে দলকে কোনওমতে সম্মানজনক জায়গায় পৌঁছান।
বৈষ্ণবীর বল হাতে দাপট
ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন চম্বলের বৈষ্ণবী শর্মা। চম্বলের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে অংশ নিয়ে আগের ম্যাচেই হ্যাটট্রিক সহ ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান তিনি। এই ম্যাচেও তাঁর স্পিনে কাবু হয়ে যান বাংলাদেশের ব্যাটাররা। তাঁর চার ওভারের বিধ্বংসী স্পেলে ১৫ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট পড়ে।
গোঙ্গারি তৃষার দুরন্ত ব্যাটিং
৬৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৭.১ ওভারে ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায় ভারত। ওপেনার গোঙ্গারি তৃষা একক দক্ষতায় ৪০ রান করে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের বোলাররা বিশেষ কিছু করতে না পারায় ভারতের জয় ছিল সহজ।
সেমিফাইনালে ভারত
এই জয়ের ফলে গ্রুপ এ থেকে ভারত দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে পৌঁছেছে। তাদের আগেই অস্ট্রেলিয়া সেমিফাইনালে জায়গা করে নেয়। বাংলাদেশের জন্য এই ম্যাচ ছিল বিশ্বকাপে শেষ সুযোগ। ভারতের কাছে হেরে তাদের বিদায়ঘণ্টা বেজে গেল।