ভারত: ৩৫৯-৩ (শুভমন গিল ১২৭ নট আউট, যশস্বী জয়সওয়াল ১০১, ঋষভ পন্থ ৬৫ নট আউট, বেন স্টোক্স ২-৪৩)
লিড্স (ইংল্যান্ড): শুভমন গিলেরা প্রমাণ করে দিলেন বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, কিন্তু কোনো সমস্যাও নেই। বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠকে শুভমন বলেছিলেন, রোহিত এবং কোহলির না-থাকা নিয়ে তাঁরা চিন্তিত নন। বরং এই দুই অভিজ্ঞ ক্রিকেটার দলে না-থাকায় তাঁদের জেতার জিদ আরও বেশি থাকবে। রোহিত-কোহলি না-থাকলেও তাঁদের জিততে সমস্যা হবে না।
লিড্স-এ হেডিংলে স্টেডিয়ামে আয়োজিত প্রথম টেস্টের প্রথম দিনেই শুভমনরা প্রমাণ করে দিলেন, তারুণ্যে ভরপুর এই ভারতীয় টেস্ট ক্রিকেট দল কোনো অংশেই কম নয়। প্রথম দিনেই দুটি শতরান এল। ওপেন করতে নেমে সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল, করলেন ১০১ রান। এবং তার পরে ৪ নম্বরে খেলতে নেমে ১২৭ রান করে নট আউট থাকলেন অধিনায়ক শুভমন গিল। শুভমনের সঙ্গে যোগ্য সহযোগিতা করছেন উইকেটকিপার ঋষভ পন্থ। ঋষভ ৬৫ রান করে নট আউট রয়েছেন। ভারতের স্কোর ৩ উইকেট হারিয়ে ৩৫৯ রান। বড়ো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছেন শুভমনরা।
স্টোক্সের সিদ্ধান্ত কি বুমেরাং হল?
এ দিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোক্স। ক্রিকেটবোদ্ধারা মনে করছেন, স্টোক্সের এই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যেতে পারে। তুলনায় এ দিন অস্বাভাবিক গরম ছিল লিড্স-এ। গরম এবং শুকনো। স্টোক্স মনে করেছিলেন, অন্তত প্রথম দিনের প্রথম সেশনটা হেডিংলের পিচ প্রাণবন্ত থাকবে। কিন্তু ওপেন করতে নেমে যশস্বী জয়সওয়াল আর লোকেশ রাহুল প্রমাণ করে দিলেন পিচে কোনো প্রাণ নেই।

ম্যাচের শুরুতে অহমদাবাদের বিমান দুর্ঘটনায় মৃতদের স্মরণে নীরবতা পালন। ছবি ‘X’ থেকে নেওয়া।
ইংল্যান্ডের বোলারদের তোয়াক্কা না করে স্বচ্ছন্দে খেলে যেতে লাগলেন যশস্বী ও লোকেশ। ২৪.৫ ওভারে তুলে ফেললেন ৯১ রান। তার পর ব্রাইডন কার্সের বলে ড্রাইভ মারতে গিয়ে প্রথম স্লিপে জো রুটকে ক্যাচ দিয়ে বসলেন রাহুল। এই আউটে যত না কৃতিত্ব বোলারের, তার চেয়ে অনেক বেশি দশ রাহুলের। এর পর নামেন সাই সুদর্শন। কিন্তু তিনি চার বলের বেশি টেকেননি। তাঁকে সুদর্শনকে তুলে নেন অধিনায়ক বেন স্টোক্স স্বয়ং।
হেডিংলেতে প্রথম ভারতীয় ওপেনারের শতরান
যশস্বীর সঙ্গী হন ভারতীয় টেস্ট দলের ৩৭তম অধিনায়ক শুভমন গিল। দু’জনে মিলে তুর্কি নাচ নাচিয়ে ছাড়লেন ইংল্যান্ডের বোলারদের। তৃতীয় উইকেটের জুটিতে তাঁরা যোগ করলেন ১২৯ রান। তার মধ্যে শতরানে পৌঁছে গেলেন যশস্বী। যশস্বীই ভারতের একমাত্র ওপেনার যিনি হেডিংলের মাঠে শতরান করেছেন। এর আগে এই মাঠে ভারতীয় ওপেনার হিসাবে সর্বাধিক রান করেছিলেন ফারুখ ইঞ্জিনিয়ার। তাঁর ৮৭ রান টপকালেন যশস্বী। ভারতের ইনিংসে ৫৩তম ওভারের তৃতীয় বলে বেন স্টোক্স বোল্ড করলেন যশস্বীকে।
অধিনায়ক হিসাবে প্রথম ইনিংসেই সেঞ্চুরি শুভমনের
আরও চমক বাকি ছিল ভারতের ইনিংসে। শুভমনের সঙ্গী হলেন দলের উইকেটকিপার ঋষভ পন্থ। দু’জনে মিলে ইংল্যান্ডের বোলারদের তুলোধোনা করলেন। ভারতের ইনিংসের ৭৫তম ওভারের দ্বিতীয় বলে ইংল্যান্ডের বোলার জোশ টাংকে সীমানার বাইরে পাঠিয়ে নিজের শতরান পূর্ণ করলেন অধিনায়ক। অধিনায়ক হিসাবে এটাই ছিল শুভমনের প্রথম ইনিংস। আর সেই প্রথম ইনিংসে সেঞ্চুরি করে বিজয় হজারে, সুনীল গাওস্কর, বিরাট কোহলির ক্লাবে ঢুকে পড়লেন শুভমন। শেষ পর্যন্ত ১২৭ রানে শুভমন এবং ৬৫ রানে নট আউট থাকলেন ঋষভ।