ভারত: ৩১০-৫ (শুভমন গিল ১১৪ নট আউট, যশস্বী জয়সওয়াল ৮৭, রবীন্দ্র জাদেজা ৪১ নট আউট, ক্রিস ওকস ২-৫৯)
বার্মিংহাম (ইংল্যান্ড): পাঁচ সিরিজের লড়াইয়ে থাকতে হলে এজবাস্টনের মাঠে লড়াই চালাতে হবে ভারতকে। বুধবার সেই লক্ষ্যেই খেলা শুরু করেছে ভারত। প্রথম দিনের খেলার শেষে ভারত করেছে ৫ উইকেটে ৩১০ রান। আবার সেঞ্চুরি করেছেন অধিনায়ক শুভমন গিল। আর সেঞ্চুরির সুযোগ মাত্র ১৩ রানের জন্য হারিয়েছেন দলের অন্যতম ওপেনার শুভমন গিল।
দলের তিনটি পরিবর্তন করা হয়েছে। জসপ্রীত বুমরাহের জায়গায় এসেছেন বাংলার আকাশ দীপ, সাই সুদর্শনের জায়গায় এসেছেন নীতীশ কুমার রেড্ডি এবং শার্দূল ঠাকুরের জায়গায় এসেছেন ব্যাতার-স্পিনার ওয়াশিংটন সুন্দর। তবে এই তিন পরিবর্তন কতটা কাজে দেবে তা এখনও বোঝা যাচ্ছে না। নীতীশ প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছেন। সুন্দর এখনও নামেননি আর আকাশ দীপের পারফরম্যান্স বোঝা যাবে ইংল্যান্ডের ইনিংসে।
মাত্র ২ রানে ফিরে গেলেন রাহুল
বার্মিংহামের এজবাস্টনের মাঠে এবারও টসে হারে ভারত। এবং ইংল্যান্ড যথারীতি ভারতকে ব্যাট করতে পাঠায়। কিন্তু শুরুতেই বিপত্তি। সবে আট ওভার সম্পূর্ণ হয়ে নবম ওভার চলছে। নবম ওভারে বল করতে এলেন ক্রিস ওকস। চতুর্থ বলে বোল্ড হয়ে গেলেন কে এল রাহুল। নিজেকে ভীষণ ভাবে গুটিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত ২৬ বলে মাত্র ২ রান করে ফিরে গেলেন। ভারতের স্কোর ১ উইকেটে ১৫।
এর পর ভালোই খেলছিল ভারত। রাহুল বিদায় নেওয়ার পর হাল ধরলেন যশস্বী জয়সওয়াল আর গত টেস্টে ব্যর্থ হওয়া করুণ নায়ার। করুণকে গোড়ার দিকে নড়বড়ে দেখালেও ধীরে ধীরে দাঁড়িয়ে যান। ইতিমধ্যে নিজের অর্ধশত রান পূর্ণ করেন যশস্বী। ইনিংসের ২২তম ওভার। আর জোশ টাঙের ষষ্ঠ ওভার। ওভারের চতুর্থ বল। অফস্টাম্পের বাইরে। যশস্বী লাফিয়ে উঠে ক্যাঙারু শট মেরে পয়েন্টের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন এবং অর্ধশত রান পূর্ণ করলেন।
তিন ওভার পরেই ভারতের ফের উইকেট পতন। ২৫তম ওভারে ব্রাইডন কার্সের বলে হ্যারি ব্রুককে ক্যাচ দিয়ে নিজস্ব ৩১ রানের মাথায় বিদায় নেন করুণ। করুণ যখন প্যাভিলিয়নে ফিরে যান, ভারতের রান তখন ৯৫। যশস্বীর সঙ্গে জুটি বাঁধেন দলের অধিনায়ক এবং গত টেস্টে শতরানকারী শুভমন গিল। দুজনে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। তবে শুভমন যতটাই স্থিতধী যশস্বী ঠিক ততটাই দুরন্ত। ২ উইকেটে ৯৮ রান তুলে মধ্যাহ্নভোজে গেল ভারত।
শেষ পর্যন্ত নিজের ছটফটানির খেসারত দিলেন যশস্বী। মাত্র ১৩ রানের জন্য বঞ্চিত হলেন পর পর দুটি সেঞ্চুরি থেকে। ইনিংসের ৪৬তম ওভার। বল করতে এলেন বেন স্টোকস। অফ স্টাম্পসের বাইরের বল। বিচারবিবেচনা না করে যশস্বী চালিয়ে দিলেন ব্যাট। ক্যাচ চলে গেল উইকেটকিপার জেমি স্মিথের হাতে। ইংল্যান্ড শিবিরে উল্লাস। যশস্বী আউট। ভারতের রান তখন ১৬১। শুভমনের সঙ্গী হলেন গত টেস্টে আর-এক শতরানকারী উইকেটকিপার ঋষভ পন্থ।
আশাহত করলেন নীতীশ
গত টেস্টের দু’ ইনিংসেই শতরানকারী ঋষভ এদিন বিশেষ কিছু করতে পারলেন না। করলেন ২৫ রান। শোয়েব বশিরের বলে জাক ক্রলিকে ক্যাচ দিয়ে বিদায় নিলেন তিনি। ভারত তখন ২০৮ রান। শুভমনের সঙ্গী হলেন নীতীশ। খেললেন মাত্র ৬টি বল, করলেন ১ রান। তাঁকে বোল্ড করলেন ওকস। ২১১ রানে পঞ্চম উইকেটের পতন।
ষষ্ঠ উইকেটের জুটিতে এখনও পর্যন্ত যোগ করেছে ৯৯ রান। শুভমনের সঙ্গে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা। ইনিংসের ৮০তম ওভারের শেষ বলে জো রুটের বল স্কোয়ারের পিছনে সীমানার বাইরে পাঠিয়ে অধিনায়ক হিসাবে নিজের দ্বিতীয় শতরান পূর্ণ করলেন শুভমন। আপাতত তিনি ব্যাট করছেন ১১৪ রানে। এর মধ্যে রয়েছে ১২টা চার। আশা জাগিয়ে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজাও। আপাতত তিনি ৪১ রানে নট আউট।
আরও পড়ুন
বোলিং মজবুত করতে গিয়ে ব্যাটিংকেই দুর্বল করে ফেলল না তো গৌতম গম্ভীরের ভারত?