Homeখেলাধুলোক্রিকেটভারত-ইংল্যান্ড ২য় টেস্ট: স্মিথ-ব্রুকের চোখধাঁধানো সেঞ্চুরি সত্ত্বেও সিরাজ-আকাশের বলের জাদুতে স্টোকসরা বিপর্যস্ত...

ভারত-ইংল্যান্ড ২য় টেস্ট: স্মিথ-ব্রুকের চোখধাঁধানো সেঞ্চুরি সত্ত্বেও সিরাজ-আকাশের বলের জাদুতে স্টোকসরা বিপর্যস্ত  

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

ভারত: ৫৮৭ ও ৬৪-১ (যশস্বী জয়সওয়াল ২৮, কে এল রাহুল ২৮ নট আউট, জোশ টাং ১-১২)

ইংল্যান্ড: ৪০৭ (জেমি স্মিথ ১৮৪, হ্যারি ব্রুক ১৫৮, মহম্মদ সিরাজ ৬-৭০, আকাশ দীপ ৪-৮৮)    

এজবাস্টন (বার্মিংহাম): খেল দেখালেন ইংল্যান্ডের উইকেটকিপার জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। ভারতীয় বোলারদের পরোয়াই করলেন না তাঁরা। ষষ্ঠ উইকেটের জুটিতে তাঁরা তুললেন ৩০৩ রান। ষষ্ঠ উইকেটে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ রান।  ইংল্যান্ডের ইনিংসের ৪০৭ রানের মধ্যে ৩৪২ রান এল ব্রুক-স্মিথের ব্যাট থেকে। অতিরিক্ত রান এসেছে ১৯। তা হলে বাদবাকি ৪৬ রান এল বাকি ৯ জন ব্যাটারের কাছ থেকে। এঁদের মধ্যে ৬ জন খাতাই খুলতে পারলেন না।

খেল দেখালেন মহম্মদ সিরাজ আর আকাশ দীপও। ইংল্যান্ডকে যে ১৮০ রান কমে বেঁধে রাখা গেল, তার সম্পূর্ণ কৃতিত্ব সিরাজ এবং বাংলার বোলার আকাশের। প্রতিপক্ষের ১০টি উইকেট তাঁরা ভাগভাগি করে নিলেন। ৭০ রান দিয়ে ৬ উইকেট নিলেন সিরাজ এবং ৮৮ রান দিয়ে ৪ উইকেট নিলেন আকাশ দীপ। ইংল্যান্ডের প্রথম ৫টি উইকেট যেমন ৮৪ রানের মধ্যে পড়েছিল, তেমনই শেষ ৫টি উইকেট পড়ল মাত্র ২০ রানের মধ্যে। সেই ৫টি উইকেট ৩-২ করে ভাগাভাগি করে নিলেন সিরাজ আর আকাশ। বাকি বোলাররা বিন্দুমাত্র বেকায়দায় ফেলতেই পারলেন না ইংল্যান্ডের ব্যাটারদের। এর মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণ আবার ইংল্যান্ডের ইনিংসের ৩২তম ওভারে ২৩ রান দিয়ে লজ্জার নজির গড়লেন।

১৮৭ রানে এগিয়ে থেকে ভারত দ্বিতীয় ইনিংস শুরু করে ১ উইকেটে ৬৪ রান করেছে। জোশ টাঙের বলে এলবিডব্লিউ আউট হয়ে যশস্বী জয়সওয়াল ফিরে গিয়েছেন ২৮ রান করে। ব্যাট করছেন কেএল রাহুল (২৮) এবং করুণ নায়ার (৭)।

হ্যাটট্রিকের মুখ থেকে ফিরলেন সিরাজও          

শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার পর দ্বিতীয় ওভারে পর পর দুজনকে তুলে নিলেন মহম্মদ সিরাজ। ওভারের তৃতীয় বলে জো রুটকে এবং চতুর্থ বলে বেন স্টোকসকে ফিরিয়ে দিলেন। প্রায় একই ধরনের বল। দুজনেই ক্যাচ দিলেন উইকেটকিপারকে। ক্যাচ ধরতে কোনো ভুল করেননি ঋষভ পন্থ। জো রুট ফিরে গেলেন ২২ রান করে। নামলেন বেন স্টোকস। পরের বলে তিনিও প্যাভিলিয়নের পথ ধরলেন। গত দিনের আকাশ দীপের মতো এ দিনও হ্যাটট্রিকের মুখ থেকে ফিরে গেলেন সিরাজ। হ্যারি ব্রুকের সঙ্গী হলেন ইংল্যান্ডের উইকেটকিপার জেমি স্মিথ। সিরাজের পঞ্চম বল মিড অফ দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন নিজের ইনিংস শুরু করলেন।

ind eng 2nd test smith 05.07

সেঞ্চুরির পর অভিবাদন স্মিথের। ছবি england cricket ‘X’ থেকে নেওয়া।

মাত্র ৮০ বলে শতরান স্মিথের

৫ উইকেটে ৮৪ রান। ফলো অন বাঁচাতে আরও করতে হবে ৩৮৪ রান। মাথার উপর এই খাঁড়া নিয়েই খেল শুরু করলেন জেমি স্মিথ আর হ্যারি ব্রুক। টেস্ট নয়, তাঁরা ওয়ানডে বা টিটোয়েন্টি খেলতে শুরু করলেন। বিশেষ করে জেমি স্মিথ। ব্যাটে ঝড় তুললেন। ইংল্যান্ডের ৮৪ রানে পড়েছিল পঞ্চম উইকেট, ২১.৪ ওভারে। উইকেট অবিচ্ছিন্ন রেখে স্মিথ আর ব্রুক যখন লাঞ্চে গেলেন তখন দলের রান ২৪৯। ২৫.২ ওভারে স্মিথ আর ব্রুক যোগ করলেন ১৬৫ রান।

ইতিমধ্যে স্মিথ সেঞ্চুরিও করে ফেললেন। পাল্টা আক্রমণে ভারতীয় বোলারদের পর্যুদস্ত করে মাত্র ৮০ বলে নিজের শতরান পূর্ণ করলেন স্মিথ। রবীন্দ্র জাদেজার বল সুইপ মেরে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিলেন। স্মিথ নট আউট থাকলেন ১০২ রানে। ওদিকে হ্যারি ব্রুকও পৌঁছে গিয়েছেন নব্বই রানে। ৯১ রানে নট আউট থেকে লাঞ্চে গেলেন। হেডিংলে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছিলেন ব্রুক।

ind eng 2nd test brrok 05.07

ইংল্যান্ডের অন্যতম শতরানকারী হ্যারি ব্রুক। ছবি ‘X’ থেকে নেওয়া।

শতরানে পৌঁছোলেন ব্রুকও

মধ্যাহ্নভোজের পর খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শতরানে পৌঁছে যান হ্যারি ব্রুক। জেমি স্মিথের মতোই বল সীমানার বাইরে পাঠিয়ে সেঞ্চুরি করেন ব্রুক। বোলার ছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ইতিমধ্যে ইংল্যান্ডেরও ষষ্ঠ উইকেটের জুটিতে ২০০ রান উঠে যায়। স্মিথ আর ব্রুকের ব্যাটে ঝড় চলতে থাকে।

স্মিথ আর ব্রুক এমন ভাবে খেলা চালিয়ে যেতে লাগলেন, তাতে মনে হচ্ছিল ফলো অন তো দূরের কথা, ভারতের ৫৮৭ রানের ইনিংসকেও ছাপিয়ে যাবে ইংল্যান্ড। দুরন্ত গতিতে রান তুলতে লাগলেন স্মিথ আর ব্রুক। একসময় নিজেদের দেড়শো রানও পেরিয়ে গেলেন। শেষ পর্যন্ত ২৩৪ বলে ১৫৮ রান করে দলের ৩৮৭ রানের মাথায় আকাশ দীপের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন হ্যারি ব্রুক। গত দিনের মতোই এ দিনও ইংল্যান্ডের উইকেট পতন শুরু হল আকাশকে দিয়ে।

ind eng 2nd test akash 05.07

উইকেট নেওয়ার পর আকাশ দীপের উল্লাস। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

পর পর ফিরে গেলেন ব্রুক, ওকস, কার্স, টাং ও বশির

আর শেষ ৫ উইকেটে ইংল্যান্ড মাত্র ২০ রান পেল। ব্রুক ফিরে যেতেই পর পর ফেরার পথ ধরলেন ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোশ টাং এবং শোয়েব বশির। এঁদের মধ্যে ওকস (৫ রান) ছাড়া বাকিরা ফিরলেন শূন্য হাতে। ওকসকে ফেরালেন আকাশ এবং শেষ ৩টি উইকেট তুলে নিলেন সিরাজ। ইংল্যান্ড ইনিংসের প্রথম ৫ উইকেটের প্রথম ২টি পেয়েছিলেন আকাশ এবং শেষ ৩টি সিরাজ, তেমনই ইনিংসের শেষ ৫ উইকেটের মধ্যে প্রথম ২টি পেলেন আকাশ এবং শেষ ৩টি সিরাজ। অদ্ভুত মিল।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ২য় টেস্ট: শুভমনের দ্বিশতে রান ভর করে ভারতের বিশাল ইনিংস, ফলো অন বাঁচাতে লড়ছে ইংল্যান্ড  

ভারত-ইংল্যান্ড ২য় টেস্ট: শুভমনের আবার সেঞ্চুরি, ১৩ রানে বঞ্চিত যশস্বী, দলে তিন পরিবর্তন

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: স্টোকসদের ১৯২ রানে বেঁধে রেখেও জয়-পরাজয়ের দোলায় দুলছেন শুভমনরা  

ইংল্যান্ড: ৩৮৭ ও ১৯২ (জো রুট ৪০, বেন স্টোকস ৩৩, ওয়াশিংটন সুন্দর ৪-২২, মহম্মদ...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: ঋষভের বিরুদ্ধে ইংল্যান্ডের পরিকল্পনায় ক্ষুব্ধ গাওস্কর, ক্রিকেটের নিয়ম বদলের আর্জি     

খবর অনলাইন ডেস্ক: বেন স্টোকসদের পরিকল্পনায় রীতিমতো ক্ষুব্ধ সুনীল গাওস্কর। লর্ডস টেস্টে যে ভাবে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: লর্ডস-এ কে এল রাহুলের দ্বিতীয় সেঞ্চুরি, ১০ বছর পর টেস্টে প্রথম ইনিংসে টাই

ইংল্যান্ড: ৩৮৭ (জো রুট ১০৪, ব্রাইডন কার্স ৫৬, জেমি স্মিথ ৫১, জসপ্রীত বুমরাহ ৫-৭৪,...