Homeখেলাধুলোক্রিকেটবল হাতে দুর্দান্ত জাদেজা-সুন্দর! ব্যাটিং বিপর্যয়ে মুম্বই টেস্টেও চাপের মুখে ভারত

বল হাতে দুর্দান্ত জাদেজা-সুন্দর! ব্যাটিং বিপর্যয়ে মুম্বই টেস্টেও চাপের মুখে ভারত

প্রকাশিত

মুম্বইয়ে তৃতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিনে বল হাতে দারুণ শুরু করেও ব্যাটিংয়ে হতাশাজনক পারফরম্যান্স দেখাল ভারতীয় দল। শুক্রবার অনুষ্ঠিত প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৩৫ রানে গুটিয়ে দিলেও ২০ মিনিটের ব্যবধানে নিজেদের চার উইকেট হারিয়ে চাপে পড়ে গেল ভারত।

রবীন্দ্র জাদেজা (৫/৬৫) ও ওয়াশিংটন সুন্দর (৪/৮১) তাঁদের বোলিং পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে চাপে ফেলে দিলেও ভারতের ব্যাটিং লাইন আবারও ধাক্কা খায়। যশস্বী জয়সওয়ালের (৩০) অপ্রত্যাশিত রিভার্স স্লগ সুইপ দিয়ে এই ব্যাটিং বিপর্যয়ের সূচনা হয়। আট বলের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ৮৬/৪ স্কোরে পৌঁছায় ভারত।

জাদেজা নিজের টেস্ট ক্যারিয়ারের ১৪তম পাঁচ উইকেট নিয়ে ভারতের সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে উঠেছেন, পিছনে ফেলেছেন জাহির খান ও ইশান্ত শর্মাকে। বর্তমানে তাঁর সংগ্রহে রয়েছে ৩১৪ উইকেট। এই তালিকায় হরভজন সিংয়ের (৪১৭ উইকেট) ঠিক নিচে রয়েছেন।

এই সিরিজের প্রথম দুটি টেস্টে পরাজয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার স্বপ্ন জিইয়ে রাখার জন্য ভারত চরম চাপে রয়েছে। বেঙ্গালুরুতে আট উইকেট এবং পুণেতে ১১৩ রানে পরাজয়ের পর, ফাইনালে পৌঁছানোর লক্ষ্যে ভারতের লড়াই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এদিন রান আউট হয়ে যান বিরাট কোহলি (৪)। রোহিত শর্মা (১৮) এবং দলের অন্যান্য ব্যাটাররাও তেমন বড় অবদান রাখতে ব্যর্থ হন। যশস্বী এবং শুভমান গিল (৩১ অপরাজিত) দ্বিতীয় উইকেটে ৫৩ রানের পার্টনারশিপ গড়লেও দিনের শেষে ভারতের ব্যাটিং বিপর্যয় পরিস্থিতিকে আরও সংকটপূর্ণ করে তুলল।

বল হাতে ভারতীয় স্পিনারদের আধিপত্য

প্রথম দিনেই জাদেজা ও সুন্দর বল হাতে শাসন করে ২৩৫ রানে নিউজিল্যান্ডের ইনিংস শেষ করে দেন। সুন্দর নিউজিল্যান্ডের ক্যাপ্টেন টম লাথাম (২৮) ও রাচিন রবীন্দ্র (৫)-কে আউট করে দলের জন্য মূল্যবান সাফল্য নিয়ে আসেন। উইল ইয়ং (৭১) এবং ড্যারিল মিচেল (৮২) নিউজিল্যান্ডকে বড় স্কোরের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও, জাদেজার দুর্দান্ত স্পিন তাঁদের পরিকল্পনা ভেস্তে

অশ্বিন প্রথমে বল হাতে আসলেও উইকেট শূন্য থাকেন, তবে জাদেজা এবং সুন্দর স্পিন সহায়ক পিচে দুর্দান্ত পারফর্ম করে সাফল্য অর্জন করেন। বিশেষ করে জাদেজার দ্রুতগতির স্পিনে নিউজিল্যান্ডের মিডল অর্ডার প্রচণ্ড চাপে পড়ে যায়। ইয়ং ও মিচেল বড় স্কোরের দিকে এগোলেও জাদেজার কৌশলে তাঁরাও ফিরে যেতে বাধ্য হব। ফলে ভারতের জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে।

মিচেল তীব্র গরমের মধ্যে লড়াই করে ১২৯ বলে ৮২ রান করেন, যাতে তিনটি চার ও তিনটি ছক্কা ছিল। ইয়ংও সেঞ্চুরির পথে থাকলেও, জাদেজার দুর্দান্ত স্পিনে তাঁর ইনিংসে ইতি পড়ে।

সবমিলিয়ে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের প্রথম দিনে ব্যাট ও বলের টানটান লড়াই দেখা গিয়েছে। এখন সিরিজে টিকে থাকতে হলে নিজেদের এই ব্যাটিং দুর্বলতা কাটিয়ে উঠে শক্তিশালী পারফরম্যান্স করতেই হবে ভারতকে।

সাম্প্রতিকতম

রাতে দুধ খাচ্ছেন? ওজন কমবে নয়, উল্টে বাড়বে!

রাতে শোওয়ার আগে দুধ খেলে ওজন কমার বদলে বেড়ে যেতে পারে! ল্যাকটোজ প্রোটিন, লিভারের ডিটক্সিফিকেশন ব্যাহত হওয়া এবং হজমের সমস্যার কারণে বিশেষজ্ঞরা রাতে দুধ খেতে নিষেধ করছেন।

ইলন মাস্কের ‘গ্রক’ ভারতে বিতর্কের ঝড় তুলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই নিরপেক্ষ?

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট 'গ্রক' ভারতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। রাজনৈতিক প্রসঙ্গ ও অকপট উত্তরের কারণে এটি প্রশ্নের মুখে। এআই কি সত্যিই নিরপেক্ষ?

সুস্বাদু ও স্বাস্থ্যকর! দুশ্চিন্তা, খাই খাই ভাব কমায় পেস্তাবাদাম

পেস্তাবাদাম শুধু সুস্বাদু নয়, বরং স্বাস্থ্যকরও! এটি হার্টের বন্ধু, ক্যানসার প্রতিরোধে সহায়ক ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। জেনে নিন পেস্তার অসাধারণ উপকারিতা।

হাওড়ার বেলগাছিয়ায় ধস: পাইপলাইন সংস্কার নাকি ভাগাড়ের মিথেন গ্যাস? কী বলছেন বিশেষজ্ঞরা?

হাওড়ার বেলগাছিয়ায় ধসের কারণ কী? পাইপলাইন সংস্কারের গাফিলতি নাকি ভাগাড়ে জমে থাকা মিথেন গ্যাস? বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক তরজায় তোলপাড় হাওড়া।

আরও পড়ুন

রবিচন্দ্রন অশ্বিনের নামে রাস্তার নামকরণ, ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারকে বিশেষ সম্মান

ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের নামে চেন্নাইয়ের একটি রাস্তার নামকরণ হতে চলেছে। টাইমস...

রাম নবমীর দিনে ইডেনে ম্যাচ নিয়ে ধোঁয়াশা, মুখ খুলল কলকাতা পুলিশ

রাম নবমীর দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে নির্ধারিত আইপিএল ম্যাচ আয়োজন নিয়ে বিতর্ক তুঙ্গে। বৃহস্পতিবার...

রোহিত শর্মা কেন অবসর নেবেন? এ বার প্রশ্ন তুললেন এবি ডি’ভিলিয়ার্স

চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত শর্মার ওয়ানডে থেকে অবসর নিয়ে জোর জল্পনা। হরেক গুজবও ছড়িয়েছে।...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে