স্বাধীনতা দিবস পেরোলেই বাংলাদেশ সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। অগস্ট মাসেই দুই প্রতিবেশীর মধ্যে জমজমাট সাদা বলের সিরিজ। শনিবার সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। ছ’টি ম্যাচের এই সফরে থাকছে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।
সিরিজ শুরু হবে ১৭ অগস্ট, ঢাকার মিরপুরে। ওই দিন হবে প্রথম এক দিনের ম্যাচ। পরের ম্যাচও মিরপুরেই, ২০ অগস্ট। সিরিজের শেষ ওয়ানডে ২৩ অগস্ট, চট্টগ্রামে। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৬ অগস্ট, চট্টগ্রামেই। শেষ দুই টি-টোয়েন্টি হবে মিরপুরে, ২৯ ও ৩১ অগস্ট।
এই সিরিজ ঘিরে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল—ভারতীয় দলের মূল তারকারা এই সফরে না-ও যেতে পারেন। জুন মাসে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহদের মতো সিনিয়র ক্রিকেটাররা। টানা খেলার ধকল থেকে রেহাই দিতে তাঁদের বিশ্রাম দিতে পারে বোর্ড।
ফলে বাংলাদেশ সফরে দেখা যেতে পারে একঝাঁক তরুণ মুখ। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে তাঁদের যাচাই করে নেওয়ার এটাই হতে পারে আদর্শ সুযোগ। নির্বাচকরা এই সফরের মাধ্যমেই ভবিষ্যতের স্কোয়াড গঠন নিয়ে পরিকল্পনায় যেতে পারেন বলে মনে করা হচ্ছে।
তাই এই সাদা বলের সিরিজ শুধুই দ্বিপাক্ষিক প্রতিদ্বন্দ্বিতা নয়, একই সঙ্গে ভারতের ভবিষ্যৎ ক্রিকেট কাঠামোর জন্যও তা হতে চলেছে এক বড় পরীক্ষার মঞ্চ।
পড়ুন: ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, কোন ফরম্যাটে খেলা জানেন?