একেবারে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে দ্বিতীয়বারের জন্য অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত। রবিবার দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল ভারতীয় দল।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনালে ভারতীয় স্পিনারদের তোপে ৮২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এরপর মাত্র ৮.২ ওভারে লক্ষ্যমাত্রা অতিক্রম করে চ্যাম্পিয়নদের মুকুট পরে নেয় ভারতের মেয়েরা।
ত্রিশার অলরাউন্ড পারফরম্যান্সে চূর্ণ দক্ষিণ আফ্রিকা
এই ম্যাচের নায়ক অলরাউন্ডার গঙ্গাদি ত্রিশা। বল হাতে ১৫ রানে ৩ উইকেট নেওয়ার পর ৩৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে সহজ জয়ের পথে এগিয়ে দেন তিনি।
বাঁ-হাতি স্পিনার আয়ুষী শুক্লাও দুর্দান্ত পারফরম্যান্স করেন। মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ তছনছ করে দেন।
প্রথমে ব্যাটিং করে চাপে দক্ষিণ আফ্রিকা
ক্যাপ্টেন কায়লা রেইনেকের নেতৃত্বে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তবে শুরু থেকেই চাপে পড়ে যায় তারা।
- ওপেনার সিমোন লরেন্সকে প্রথম ওভারেই আউট করে দেন পরুনিকা (৪-০-৬-২)।
- জেমা বোথাকে মাত্র ৭ রানে ফিরিয়ে দেন ডানহাতি পেসার শবনম শাকিল (২-০-৭-১)।
- এরপর আয়ুষীর বলে বোল্ড হন দিয়ারা রামলাকান, ফলে ১০ ওভারে মাত্র ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।
ক্যাপ্টেন রেইনেকে (৭) আউট করে ত্রিশা আরও চাপ বাড়িয়ে দেন। পরে মিয়েকে ভ্যান ফোরস্ট (২৩) ও ফে কাউলিং (১৫) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত ২০ ওভারে ৮২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
সহজ লক্ষ্যে দাপুটে ব্যাটিং ভারতের
মাত্র ৮৩ রানের লক্ষ্যে ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন।
- ওপেনার ত্রিশা বিধ্বংসী মেজাজে ৪৪ রান করেন (৮টি চার)।
- কামালিনী জি (৮) কিছুটা ধীর গতিতে শুরু করলেও দলীয় ৩৬ রানের মাথায় আউট হন।
- সানিকা চালকে ২২ বলে ২৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
শেষমেশ মাত্র ৫২ বল হাতে রেখেই ৯ উইকেটের বিশাল জয় তুলে নেয় ভারত।
অপরাজিত থেকে বিশ্বজয়ের মুকুট
এই আসরে ভারতীয় দল একটিও ম্যাচ না হেরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
- গ্রুপ পর্বে: ওয়েস্ট ইন্ডিজ, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাকে হারায়।
- সুপার সিক্সে: বাংলাদেশ ও স্কটল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছায়।
- সেমিফাইনাল: ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে উঠে আসে।
- ফাইনাল: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় দল।
সানিকার আবেগঘন প্রতিক্রিয়া
জয়ের পর আবেগাপ্লুত হয়ে সানিকা চালকে বলেন, “গত দুই বছর ধরে এই মুহূর্তের স্বপ্ন দেখেছি। শেষ শটটি মারতে পেরে সত্যিই অভূতপূর্ব লাগছে। আমার সতীর্থদের সমর্থন ছাড়া এটা সম্ভব হত না।”
ভারতীয় দলের এই জয় দেখিয়ে দিল, মহিলা ক্রিকেটে ভবিষ্যৎ কতটা উজ্জ্বল। অপরাজিত থেকে বিশ্বকাপ জয়ের নজির স্থাপন করে নতুন ইতিহাস গড়ল ভারতের তরুণীরা।