Homeখেলাধুলোক্রিকেটচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: ভারত-নিউজিল্যান্ড ফাইনালের পিচ নিয়ে বড় আপডেট

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: ভারত-নিউজিল্যান্ড ফাইনালের পিচ নিয়ে বড় আপডেট

প্রকাশিত

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ফাইনাল রাত পোহালেই। রবিবার (৯ মার্চ, ২০২৫) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ড শিরোপার লড়াইয়ে নামতে প্রস্তুত। ২০০২ সালে যুগ্ম বিজয়ী এবং ২০১৩ সালের জয়ের পর ভারত নিজেদের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জেতার সুযোগ পেয়েছে। অন্যদিকে, নিউজিল্যান্ড দ্বিতীয়বারের মতো ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই পিচে, যেখানে ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল। পিচটি ধীর গতির হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং স্পিনাররা অতিরিক্ত সুবিধা পেতে পারেন, যেমনটি আগের ম্যাচগুলোতে দেখা গেছে।

সেই ম্যাচে কুলদীপ যাদব, অক্ষর পটেল ও রবীন্দ্র জাদেজা অসাধারণ বোলিং করে পাকিস্তানকে মাত্র ২৪১ রানে আটকে দেন। ভারতের স্পিনারদের দাপটের কারণে পাকিস্তান বড় স্কোর গড়তে ব্যর্থ হয়। তবে সেই ম্যাচে বরুণ চক্রবর্তী দলে ছিলেন না, কিন্তু ফাইনালে তিনি একাদশে সুযোগ পেতে পারেন। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে পাঁচ উইকেট নেওয়া বরুণের অন্তর্ভুক্তি ভারতের স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করবে।

ওই ম্যাচে ভারত সহজেই টার্গেট তাড়া করে, যেখানে বিরাট কোহলি দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। তার ৮৪ রানের অসাধারণ ইনিংসের সুবাদে ভারত ৪৫ বল হাতে রেখেই ছয় উইকেটে জয় তুলে নেয়।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রতিটি ম্যাচ আলাদা পিচে খেলা হয়েছে এবং সবক’টি ম্যাচেই স্পিনারদের জন্য সহায়ক পরিবেশ দেখা গেছে। স্টেডিয়ামে মোট ১০টি পিচ রয়েছে, যা অস্ট্রেলিয়ান কিউরেটর ম্যাথিউ স্যান্ডেরি পরিচালনা করেন। ফাইনালের জন্য নির্ধারিত পিচটি মাঠের কেন্দ্রস্থলে অবস্থিত, ফলে দুই পাশের বাউন্ডারির মাপ প্রায় সমান থাকবে। ভারত-পাকিস্তান ম্যাচের পর পিচে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হয়েছে, তাই ফাইনালের জন্য এটি ক্লান্ত হয়ে পড়ার সম্ভাবনা নেই।

প্রসঙ্গত, আইসিসির নকআউট পর্বে ভারত ও নিউজিল্যান্ড মোট চারবার মুখোমুখি হয়েছে, যেখানে তিনবার ব্ল্যাকক্যাপসরা জিতেছে – ২০০০ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনাল ও ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। একমাত্র ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারিয়েছিল।

ফাইনালে দু’দলের লড়াই কেমন হয়, সেটাই এখন দেখার বিষয়।

সাম্প্রতিকতম

সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনার দাপট, ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপে স্কালোনির দল

পার ক্লাসিকোতে ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা! মেসি-মার্তিনেজ ছাড়া দারুণ জয় নিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল স্কালোনির দল।

কুনাল কামরাকে ৫০০ খুনের হুমকি,পুলিশের তলবে এক সপ্তাহের সময় চাইলেন কমেডিয়ান

বিতর্কিত ‘গদ্দার’ রসিকতার জেরে কুনাল কামরাকে ৫০০-র বেশি খুনের হুমকি! শিবসেনা কর্মীদের বিরুদ্ধে মামলা, তবে ক্ষমা চাইতে নারাজ কমেডিয়ান। পুলিশের তলবে এক সপ্তাহের সময় চাইলেন কামরা।

তীব্র শারীরিক যন্ত্রণায় কাতর রোগীদের মধ্যে বাড়ছে মানসিক অবসাদ ও উৎকণ্ঠা

লাখ লাখ প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে উদ্বেগজনক মাত্রায় বাড়ছে মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা ও অবসাদ। আমেরিকান...

আইপিএল ২০২৫: সমানে সমানে লড়াই, শ্রেয়সের ব্যাট আর অর্শদীপের বল জিতিয়ে দিল পঞ্জাবকে  

পঞ্জাব কিংস: (২৪৩-৫) (শ্রেয়স আয়ার ৯৭ নট আউট, প্রিয়াংশ আর্য ৪৭, শশাঙ্ক সিংহ ৪৪...

আরও পড়ুন

রবিচন্দ্রন অশ্বিনের নামে রাস্তার নামকরণ, ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারকে বিশেষ সম্মান

ভারতের প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের নামে চেন্নাইয়ের একটি রাস্তার নামকরণ হতে চলেছে। টাইমস...

রাম নবমীর দিনে ইডেনে ম্যাচ নিয়ে ধোঁয়াশা, মুখ খুলল কলকাতা পুলিশ

রাম নবমীর দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে নির্ধারিত আইপিএল ম্যাচ আয়োজন নিয়ে বিতর্ক তুঙ্গে। বৃহস্পতিবার...

রোহিত শর্মা কেন অবসর নেবেন? এ বার প্রশ্ন তুললেন এবি ডি’ভিলিয়ার্স

চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত শর্মার ওয়ানডে থেকে অবসর নিয়ে জোর জল্পনা। হরেক গুজবও ছড়িয়েছে।...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে