Homeখেলাধুলোক্রিকেটভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ: ওয়েলালাগের ব্যাট আর অসলঙ্কার বলের জোরে প্রথম ম্যাচ টাই...

ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ: ওয়েলালাগের ব্যাট আর অসলঙ্কার বলের জোরে প্রথম ম্যাচ টাই   

প্রকাশিত

শ্রীলঙ্কা ২৩০-৮ (দুনিত ওয়েলালাগে ৬৭ নট আউট, পথুম নিশঙ্ক ৫৬, অক্ষর পটেল ২-৩৩, অর্শদীপ সিং ২-৪৭)

ভারত: ২৩০ (৪৭.৫ ওভার) (রোহিত শর্মা ৫৮, অক্ষর পটেল ৩৩, চরিত অসলঙ্কা ৩-৩০, ওয়ানিন্দু হসরঙ্গা ৩-৫৮)

খবর অনলাইন ডেস্ক: টসে জিতে ব্যাট নিয়ে বিপদে পড়ল শ্রীলঙ্কা। ১০১ রানের মধ্যে ৫টি উইকেটের পতন। যখন মনে হচ্ছে একদিনের ম্যাচে সেই পরিচিত ঘটনাটাই আবার ঘটবে অর্থাৎ দ্রুত শেষ হয়ে যাবে শ্রীলঙ্কার ইনিংস ঠিক তখনই ম্যাচের মোড় ফেরালেন দুনিত ওয়েলালাগে। তাঁর ব্যাটিং-এর (৬৫ বলে ৬৭ নট আউট) জোরে শ্রীলঙ্কা পৌঁছোল লড়াই করার মতো ভদ্রস্থ স্কোরে।

আবার চমক ভারতের ইনিংসে। তাদের জয় যখন আর মাত্র ১ রান দূরে, হাতে ২টি উইকেট ও ১৪ বল, ঠিক তখনই রুদ্রমূর্তি চরিত অসলঙ্কার। ওভারের চতুর্থ ও পঞ্চম বলে আউট শিবম দুবে আর অর্শদীপ সিং। হারা ম্যাচকে টাইয়ে নিয়ে গেল শ্রীলঙ্কা। এ দিন ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হলেন দুনিত ওয়েলালাগে।

ধস সামলাল শ্রীলঙ্কা   

শুক্রবার কলম্বোর আর প্রেমদাস স্টেডিয়ামে আয়োজিত প্রথম একদিনের ম্যাচে টসে জিতে ব্যাট নেয় শ্রীলঙ্কা। প্রথম থেকেই ধস নামে। অন্যতম ওপেনার পথুম নিশঙ্ক ছাড়া কেউই ভারতের বোলারদের মোকাবিলা করতে পারছিলেন না। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। দলের রান যখন ১০১ তখন ওয়াশিংটন সুন্দরের বলে নিশঙ্ক এলবিডব্লিউ হন। পঞ্চম উইকেট পড়ার পর জানিত লিয়ানাগের সঙ্গী হন দুনিত ওয়েলালাগে। এর পরেই শ্রী লঙ্কার স্কোর একটু থিতু হয়। ওয়েলালাগের সঙ্গে লিয়ানাগে, হসরঙ্গা এবং আকিলা ধনঞ্জয়ের ব্যাটিং-এর দৌলতে শ্রীলঙ্কা বাকি ২৩.৩ ওভারে যোগ করে ১২৯ রান।

৭৫ রানের পর ভারতের ইনিংসে ধস  

জয়ের জন্য ভারতের চাই ২৩১ রান। পূর্ণাঙ্গ ভারত দলের কাছে এই স্কোর কিছুই নয়। সেভাবে খেলা শুরুও করে ভারত। প্রথম উইকেটে অধিনায়ক রোহিত শর্মা এবং শুবমান গিল যোগ করেন ১২.৪ ওভারে ৭৫ রান। তবে এর বেশিটাই এসেছে রোহিতের ব্যাট থেকে। তাঁর অর্ধশত রানও হয়ে গিয়েছে। দলের ৭৫ রানে শুবমন গিল (৩৫ বলে ১৬ রান) আউট হতেই অপ্রত্যাশিত ধস নামে ভারতের ইনিংসে।

১৩২ রানের মধ্যে আউট হয়ে যান রোহিত শর্মা, ওয়াশিংটন সুন্দর, বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। ১৩২ রানে ৫ উইকেট পড়ার পর পরিস্থিতি কিছুটা সামলান উইকেটকিপার কে এল রাহুল এবং অক্ষর পটেল। ষষ্ঠ উইকেটে তাঁরা যোগ করেন ৬৭ রান। দলের ১৮৯ রানে কে এল রাহুল প্যাভিলিয়নে ফিরে যেতেই পর পর আউট হন অক্ষর পটেল এবং কুলদীপ যাদব।

কীভাবে ম্যাচ টাই হল            

৪৭ ওভারের পর ভারতের রান ৮ উইকেটে ২২৬। ব্যাট করছেন শিবম দুবে ২১ রানে এবং মহম্মদ সিরাজ ৫ রানে। এবার ব্যাট করার পালা দুবের। জয়ের জন্য চাই ৫ রান, হাতে ১৮ বল। আগের ওভারেই হসরঙ্গাকে তুলে ছয় মেরেছেন শিবম। এবার কাকে বল দেবেন দলের অধিনায়ক চরিত অসলঙ্কা? তাঁর কাছে দুটি অপশন – হয় অসিত ফার্নান্দোর হাতে বল তুলে দেওয়া আর নয়তো এই ম্যাচে অভিষেক হল যাঁর সেই মহম্মদ সিরাজকে ডাকা। দুটোর কোনোটাই করলেন না অসলঙ্কা। দায়িত্ব নিজেই তুলে নিলেন। প্রথম দুটি বলে কোনো রান নিলেন না শিবম। তার পর তৃতীয় বলে কভার দিয়ে চার। ম্যাচ সমান সমান। ভারতের স্কোর ৮ উইকেটে ২৩০ রান।

এর পরেই আঘাত। অসলঙ্কার চতুর্থ বলে এলবিডব্লিউ শিবম। মাঠের আম্পায়ার আউট দেননি। শ্রীলঙ্কা রিভিউয়ের আবেদন করে। রিভিউয়ে দেখা যায় শিবম আউট। পরের বলেই অর্শদীপ আউট। আবার এলবিডব্লিউ। ১১ বল বাকি থাকতে ২৩০ রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। ম্যাচ টাই। কলম্বোয় কার্যত বিজয় উৎসব।

আরও পড়ুন   

প্যারিস অলিম্পিক্স ২০২৪: ৫২ বছর পরে অলিম্পিক্স হকিতে অস্ট্রেলিয়াকে হারাল ভারত  

সাম্প্রতিকতম

সুপ্রিম কোর্টে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে বড়ো স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সিবিআইয়ের রুজু...

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা...

ভেস্তে গেল বৈঠক, পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে নবান্ন ছাড়লেন মমতা

জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তৃতীয় বারের মতো বৈঠক ভেস্তে যাওয়ায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের দাবি ও সরকারের অবস্থানের মধ্যে মতবিরোধের জেরে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।

আরও পড়ুন

কোহলি কত আয়কর দিয়েছেন জানলে চমকে যাবেন, ধোনি-সচিন দু’জনে মিলে যা দিয়েছেন তার সমান

খবর অনলাইন ডেস্ক: ভারতে যত ধনী ব্যক্তি রয়েছেন, তাঁদের মধ্যে ক্রিকেটাররা বোধহয় একেবারে প্রথম...

আইসিসি-র চেয়ারম্যান হলেন জয় শাহ, দায়িত্ব নেবেন ১ ডিসেম্বর

খবর অনলাইন ডেস্ক: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ। ৩৫ বছরের জয়...

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েও মাঠে ফিরছেন শিখর ধাওয়ান, খেলবেন লেজেন্ডস লিগে

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে শিখর ধাওয়ান জানালেন, তিনি আবার মাঠে ফিরছেন লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলার জন্য। কিংবদন্তিদের লিগে দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন ওপেনারকে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?