ভারত: ৬০৩-৬ (ডিক্লেয়ার্ড) (শাফালি বর্মা ২০৫, স্মৃতি মন্ধানা ১৪৯, রিচা ঘোষ ৮৬, হরমনপ্রীত কৌর ৬৯, দেলমি টাকার ২-১৪১)
সাউথ আফ্রিকা: ২৩৬-৪ (মারিজানে কাপ ৬৯ নট আউট, সুনে লুস ৬৫, স্নেহ রানা ৩-৬১)
চেন্নাই: ৬ উইকেটে ৬০৩ রান করে আর-একটি রেকর্ড গড়ল ভারতের মহিলা ক্রিকেটবাহিনী। মহিলা টেস্টে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার দখলে। তাদের রান ছিল ৯ উইকেটে ৫৭৫।
ভারতের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬০৩ রানে জবাবে সাউথ আফ্রিকা খুব একটা খারাপ ব্যাট করছে না। শনিবার দিনের শেষে তারা করে ৪ উইকেটে ২৩৬ রান। ফলো অন এড়াতে গেলে তাদের আরও ১৬৮ রান করতে হবে। হাতে রয়েছে ৬টি উইকেট।
একদিনের সিরিজে ভারতের কাছে ৩-০ ম্যাচে হারের পর এবং চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের ওই পাহাড়প্রমাণ রানের পর সাউথ আফ্রিকার মহিলা ক্রিকেট দল কিন্তু খুব একটা খারাপ লড়াই দিচ্ছে না। মারিজানে কাপ এবং সুনে লুসের অর্ধশত রানের সুবাদে তারা টেস্টের দ্বিতীয় দিনে পৌঁছে যায় ৪ উইকেটে ২৩৬ রানে। তৃতীয় উইকেটের জুটিতে ৯৩ রান করেন সুনে লুস এবং মারিজানে কাপ। ব্যক্তিগত ৬৫ রানে দীপ্তি শর্মার বলে সুনে লুস এলবিডব্লিউ হলেও কাপ ৬৯ রান করে ব্যাট করছেন। ক্রিজে রয়েছেন কাপ এবং নাদিনে ডে ক্লার্ক (২৭ নট আউট)
এর আগে দিনের শুরু হয় ভারতের ব্যাট দিয়ে। ৪ উইকেটে ৫২৫ রান হাতে নিয়ে ব্যাট করতে নামেন দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষ। দলের রান যখন ৫৯৩, সেখুখুনের বলে এলবিডব্লিউ আউট হয়ে যান হরমনপ্রীত কৌর। তিনি করেন ৬৯ রান। রিচা ঘোষের সঙ্গী হন দীপ্তি শর্মা। মারকাটারি ব্যাট করেন রিচা। রীতিমতো ঝড় তুলে দেন। মাত্র ১৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন রিচা। ১৬টি চার সহ ব্যাক্তিগত ৮৬ রানে রিচা আউট হলে ভারত ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ভারতের ঘরে রান তখন ৬ উইকেটে ৬০৩।
আরও পড়ুন
একদিনে ৫২৫ রান, টেস্ট ক্রিকেটের ইতিহাসে রেকর্ড ভারতের মেয়েদের, পাশাপাশি আরও বহু রেকর্ড