ipl kkr rajasthan

ওয়েবডেস্ক: ভক্তদের জন্যই আইপিএল। সেই ‘ভক্তদের কথা ভেবেই’ আইপিএলের প্লে-অফ এবং ফাইনালের সময় পরিবর্তন করা হয়েছে। এমনই জানালেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল।

এমনিতে আইপিএলে রাতের ম্যাচগুলি শুরু হয় রাত ৮টায়। কিন্তু প্লে-অফের তিনটে ম্যাচ এবং ফাইনাল শুরু হবে সন্ধ্যা সাতটায়। এর ফলে গভীর রাতে ম্যাচ চলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমল।

রাত আটটায় খেলা শুরু হলে সাধারণত সাড়ে এগারোটার মধ্যে খেলা শেষ হয়ে যায়। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচগুলিতে আরও বিপদ। সে ক্ষেত্রে অনেকাংশেই দেখা যাচ্ছে খেলা রাত সাড়ে বারোটা-একটায় শেষ হচ্ছে। এর ফলে পরের দিন সমস্যা হচ্ছে  স্কুল-কলেজ পড়ুয়া এবং অফিসমুখী মানুষদের।

রাজীব শুক্ল বলেন, “আইপিএল এখন যেখানে পৌঁছেছে সেটা হয়েছে শুধুমাত্র ভক্তদের জন্য। মাঠে থেকে এবং টিভি সামনে বসে তারা উৎসাহ না দিলে আইপিএল এই জায়গায় পৌঁছোতেই পারত না। তাই তাদের কথা ভেবেই সময় এগিয়ে আনা হয়েছে। এর ফলে ম্যাচের পরের দিন কারও অসুবিধা হবে না।”

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here