feud

ওয়েবডেস্ক: দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। যার ফলে সিরিজ আপাতত ১-১। তবে দ্বিতীয় টেস্টে মাঠের থেকেও মাঠের বাইরের খবরের বেশি। দুই অধিনায়কের মধ্যে বাগবিতণ্ডা ভালোই লক্ষ করা গেছে। তবে শুধু দুই দলের মধ্যে নয়, এমন বাগবিতণ্ডা এ বার দেখা গেল খোদ ভারতীয় ক্রিকেটারদের একে ওপরের বিরুদ্ধে।

টেস্টের চতুর্থ দিন, অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সময় ইশান্ত শর্মা এবং রবীন্দ্র জাডেজা রীতিমতো ঝগড়া করলেন মাঠের মধ্যে। তবে তাঁদের মধ্যে কেন এমন হল তার অবশ্য কোনো সদুত্তর পাওয়া যায়নি। যদিও এই টেস্টে প্রথম এগারোয় ছিলেন না জাডেজা। তবে পরিবর্ত খেলোয়াড় হিসাবে মাঠে নামেন তিনি। আর তার পরেই এমনটা।

ভিডিও-য় দেখা যায় দু’ জন একে অপরের দিকে আঙুল তুলে কথা বলছেন। শেষ পর্যন্ত মহম্মদ শামি এবং কুলদীপ যাদব এসে দু’ জনকে সরিয়ে নিয়ে যান।

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here