ওয়েবডেস্ক: শুক্রবার রঞ্জি ট্রফির এলিট গ্রুপ সি-র ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ২০১৮/১৯ মরশুমের প্রথম হ্যাটট্রিক করলেন জন্মু-কাশ্মীরের বোলার মহম্মদ মুদাসির। তবে শুধু হ্যাটট্রিক করে নয়। অন্য এক কারণে শিরোনামে তিনি। পরপর চার বলে চারটি এলবিডব্লিউ করে উইকেট।
পেশাদার ক্রিকেট প্রথম বোলার হিসাবে পরপর চার বলে চারটি এলবিডব্লিউ করে উইকেট নিলেন তিনি।
ম্যাচের ৯৯তম ওভারে রাজস্থানের চেতন বিস্ট, তাজিনদর সিং ধিলন, রাহুল চাহার এবং তানভির মাশার্ত উল হককে আউট করে এই কৃতিত্ব তাঁর।
রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় বোলার হিসাবে পরপর চার বলে চারটি উইকেট নিলেন তিনি। ১৯৮৮ সালে প্রথম বোলার হিসাবে হিমাচল প্রদেশের বিরুদ্ধে দিল্লির শঙ্কর সাইনি এই কৃতিত্ব করেছিলেন।
একইসঙ্গে টুর্নামেন্টের ইতিহাসে ৭৭তম বোলার হিসাবে হ্যাটট্রিক করলেন তিনি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।