২০২৪ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। তিনিই প্রথম ভারতীয় পেসার, যিনি এই সম্মান অর্জন করলেন। বুমরাহ জো রুট, ট্রাভিস হেড ও কামিন্ডু মেন্ডিসকে পেছনে ফেলে এই শিরোপা জিতেছেন। এর আগে মাত্র পাঁচজন ভারতীয় ক্রিকেটার টেস্টে বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছিলেন।
২০২৪ সালে দুর্দান্ত ফর্মে ছিলেন বুমরাহ। তিনি মাত্র ১৩ ম্যাচে ১৪.৯২ গড়ে ৭১টি উইকেট শিকার করেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত বর্ডার-গাভাস্কার সিরিজ এবং ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তার অসাধারণ পারফরম্যান্স ছিল নজরকাড়া। অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের সিরিজে তিনি একাই ৩২টি উইকেট নেন, যা বর্ডার-গাভাস্কার ট্রফির এক সিরিজে কোনো বোলারের যৌথভাবে সর্বোচ্চ উইকেটের রেকর্ড।
২০০৪ সালে রাহুল দ্রাবিড় প্রথমবারের মতো এই পুরস্কার জেতার পর থেকে বুমরাহ হলেন ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার, যিনি আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন।
আইসিসি বর্ষসেরা ভারতীয় টেস্ট ক্রিকেটার
১. রাহুল দ্রাবিড় – ২০০৪
২. গৌতম গম্ভীর – ২০০৯
৩. বীরেন্দ্র সহবাগ – ২০১০
৪. রবিচন্দ্রন অশ্বিন – ২০১৬
৫. বিরাট কোহলি – ২০১৮
৬. জসপ্রীত বুমরাহ – ২০২৪
২০২৪ সালে বুমরাহ ছিলেন টেস্ট ক্রিকেটের শীর্ষ উইকেট শিকারি। ৭১ উইকেট নিয়ে তিনি তালিকার শীর্ষে ছিলেন, যেখানে দ্বিতীয় স্থানে থাকা গাস অ্যাটকিনসন মাত্র ৫২টি উইকেট নিতে পেরেছিলেন। বুমরাহ এক বছরে ৭০ বা তার বেশি উইকেট নেওয়া চতুর্থ ভারতীয় বোলার।
৩১ বছর বয়সি এই পেসার ২০২৩ সালের শেষের দিকে আঘাত থেকে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে দুই ইনিংসে আট উইকেট নেন এবং দলকে জিততে সাহায্য করেন। এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ১৯ উইকেট নেন। বাংলাদেশ সিরিজেও ধারাবাহিক ছিলেন তিনি। তবে তার সেরা পারফরম্যান্স আসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে, যেখানে তিনি একাই ৩২টি উইকেট নিয়ে দলের গুরুত্বপূর্ণ ভরসা হয়ে ওঠেন।
অস্ট্রেলিয়া সিরিজে তিনি তিনটি পাঁচ উইকেট ও দুইবার চার উইকেট শিকার করেন। তার উইকেট গড় ছিল মাত্র ১৩.০৬, যা তার দক্ষতার প্রমাণ দেয়। ভারতের হার ৩-১ ব্যবধানে সীমিত রাখার পেছনে বুমরাহর অবদান সবচেয়ে বেশি ছিল।
এই অসাধারণ পারফরম্যান্সের জন্যই বুমরাহ ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হলেন, যা ভারতীয় ক্রিকেটের জন্য আরেকটি গর্বের মুহূর্ত।
আরও পড়ুন: আইসিসি বর্ষসেরা মহিলা ওডিআই ক্রিকেটার হলেন স্মৃতি মন্ধানা