বর্ডার-গাওস্কর ট্রফির চলমান ম্যাচে বড় ধাক্কা খেল ভারত। দলের প্রধান বোলার জসপ্রীত বুমরাহ চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। চোটের কারণে তাঁকে তৎক্ষণাৎ সিডনির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্ক্যান করানোর জন্য।
মধ্যাহ্নভোজের বিরতির পর সতীর্থদের সঙ্গে মাঠে নামেন বুমরাহ। কিন্তু এক ওভার বল করার পরই শারীরিক সমস্যার কারণে তাঁকে মাঠ ছাড়তে হয়। সাজঘরে ভারতীয় দলের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেন। এরপর দ্রুত তাঁকে স্ক্যান করানোর জন্য হাসপাতালে পাঠানো হয়।
বুমরাহ মাঠ ছাড়ার পর নেতৃত্বের দায়িত্ব নিতে হয় বিরাট কোহলিকে। দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন চোট দলের জন্য বড় সমস্যার কারণ হতে পারে।
বুমরাহর চোট নিয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। ভারতীয় শিবির থেকেও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে হাসপাতালের পথে তাঁকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা গিয়েছে, যা কিছুটা স্বস্তি দিচ্ছে।
বুমরাহ এই ট্রফিতে ভারতের সফলতম বোলার। তাঁর চোট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। স্ক্যান রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে চোটের গুরুত্ব।
এই মুহূর্তে বুমরাহর অনুপস্থিতি ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন সমর্থকরা।