bumrah

ওয়েবডেস্ক: তিনি কেন এখন দুনিয়ার এক নম্বর পেসার, তার প্রমাণ বিশ্বকাপ জুড়েই দিয়ে চলেছেন জসপ্রীত বুমরা। উইকেট সংগ্রহের নিরিখে তিনি এই মুহূর্তে এই টুর্নামেন্টে তৃতীয় স্থানে আছেন।

শুধু উইকেট সংগ্রহই নয়, রান দেওয়ার ক্ষেত্রেও বুমরা সবার নজর কেড়েছেন। টুর্নামেন্টে যে সব বোলার কমপক্ষে ৪০ ওভার বল করেছেন, তাদের মধ্যে বুমরা সবচেয়ে কম রান দিয়েছেন। তার ইকনমি রেট ৪.৩৩।

তবে সেমিফাইনালে তিনি করলেন নতুন রেকর্ড। এদিন বোলিং শুরু করেই তিনি একটি মেডেন ওভার নেন। এটি টুর্নামেন্ট তাঁর নবম মেডেন। এর ফলে তিনি ছাপিয়ে গেলেন ইংল্যান্ডের জোফরা আর্চারকে। সবচেয়ে বেশি মেডেন ওভারের কৃতিত্ব এখন ভারতীয় পেসারের ঝুলিতে।

জোফরা বুমরাকে টপকাতে পারেন কিনা এখন সেটাই দেখার।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here