খবর অনলাইন ডেস্ক: সংশয় ছিল এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে জসপ্রীত বুমরাহ খেলবেন। হেডিংলেতে দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর থেকে বুমরাহকে অনুশীলনে দেখাও যায়নি। তা ছাড়া আগে থেকেই বলা আছে, বুমরাহকে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানো হবে। পাঁচ টেস্টের সিরিজে সম্ভবত তিনটে টেস্ট খেলানো হবে। এই সব ঘটনা ও বিষয় এজবাস্টনে বুমরাহের খেলা নিয়ে সংশয় বাড়িয়ে দিয়েছিল।
কিন্তু একটা বিষয় আবার বুমরাহের খেলার সম্ভাবনাকে জিইয়েও রাখছিল। তা হল হেডিংলে টেস্টে ভারতের হার। পাঁচ টেস্টের সিরিজে লড়াইয়ে থাকতে হল এজবাস্টন টেস্টে ভারতকে জিততেই হবে। সে ক্ষেত্রে কি বুমরাহকে দলের বাইরে রাখা সম্ভব? কারণ প্রথম টেস্টে সফল বোলার তো একমাত্র বুমরাহ। বুমরাহকে যদি বিশ্রামই দিতে হয়, তা হলে সিরিজের শেষের দিকে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে।
শেষ পর্যন্ত সব জল্পনার অবসান হল। ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়ে দিয়েছেন, দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহ দলে থাকছেন। সোমবার সংবাদমাধ্যমকে দুশখাতে বলেছেন, ‘‘দ্বিতীয় টেস্টে বুমরাহকে পাওয়া যাবে। আমরা সকলেই জানতাম পাঁচটি টেস্টের তিনটি খেলবে ও। তবে প্রথম টেস্টের পর আট দিন বিশ্রাম পাওয়ায় সমস্যা হবে না। আমাদের দেখতে হবে, ওর উপর যাতে কোনও ভাবেই অতিরিক্ত চাপ না পড়ে। সে ভাবেই পরিকল্পনা করা হচ্ছে। আমাদের আরও চারটি টেস্ট রয়েছে। দেখা যাক কতগুলোয় বুমরাহকে পাওয়া যায়।’’
ভারতীয় দলে পরিবর্তন হবে
প্রথম টেস্টে ভারতের দল নির্বাচন একটা বিষয় নিয়ে সমালোচনা হয়েছিল। তা হল, অতিরিক্ত স্পিনার না খেলানো। প্রথম টেস্টে শুধুমাত্র রবীন্দ্র জাদেজাকেই খেলানো হয়েছিল। তাঁর উপর বর্তেছিল দুটি দায়িত্ব – এক, স্পিনার হিসাবে সফল হওয়া এবং দুই, শেষের দিকে ব্যাটিং টেনে নিয়ে যাওয়া। কোনো ক্ষেত্রেই সে ভাবে সফল হননি জাদেজা। তবে দ্বিতীয় ইনিংসে ২৫ রান করে নট আউট ছিলেন। তা বলে, একটা টেস্টের ব্যর্থতা দিয়ে জাদেজাকে বিচার করা যায় না। এ বার দলে দু’জন স্পিনার খেলানোর কথা ভাবা হচ্ছে। সোমবার দুশখাতে জানান, তাঁরা দুই স্পিনার খেলবেন। তবে কারা খেলবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। কুলদীপ যাদবের পাশাপাশি উঠে এসেছে ওয়াশিংটন সুন্দরের নাম। এঁদের মধ্যে কুলদীপ পুরোপুরি স্পিনার। আর ওয়াশিংটন অলরাউন্ডার স্পিনার। কে দলে আসেন দেখা যাক।
আগের ম্যাচে শার্দূল ঠাকুর ব্যাট-বল, কোনও কিছুতেই দলের হয়ে অবদান রাখতে পারেননি। তাই দ্বিতীয় টেস্টে নীতীশ রেড্ডির খেলার সম্ভাবনা জোরদার হচ্ছে। দুশখাতেও সেই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।